পি,সি,মন্ডল পাইকগাছাঃঃ পাইকগাছা আইনজীবী সমিতির মিট টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রথম অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত সভাপতি এ্যাড. অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মুবারক মুনিম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক এ্যাড. সুকান্ত রায় এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. অনাদি কৃষ্ণ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী জিএ সবুর, কিশোর মোহন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পীযূষ কান্তি সরকার,পঙ্কজ কুমার ধর, চিত্ত রঞ্জন সরকার, মো: শফিকুল ইসলাম, মো: মোজাফফার হাসান, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, অরুন কুমার মন্ডল, আঃ মজিদ গাজী, জিএম আক্কাছ আলী, মো: আব্দুর রাজ্জাক, দিপংকর কুমার সাহা, শিবুপ্রসাদ সরকার, শেখ আঃ কালাম আজাদ।
পাইকগাছা আইনজীবী সমিতির মিট টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
উপস্থিত ছিলেন, সুকুমার দেবনাথ, শেখ আব্দুর রশিদ, অবনী সানা, সুকুমার দেবনাথ, মনিরুল ইসলাম, বেলাল উদ্দীন, বারিকুল ইসলাল, শংকর ঢালী, মোহতছিম বিল্লাহ, এস সুবেহ সাদিক, মুজিবর রহমান, সমাবেশ মন্ডল, একরামুল হক, বিজয়কৃষ্ণ মন্ডল ও রাশনা শারমিন সহ নব নির্বাচিত সদস্যবৃন্দ।
0 coment rios: