![]() |
পাইকগাছায় কেন্দ্রীয় জাতীয় যুব সংহতি নেতা আসিফ'র রোগমুক্তিতে দোয়া মাহফিল |
পাইকগাছা অফিস::সাবেক সংসদ সদস্য জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ এর রোগমুক্তি কামনায় জাতীয় যুব সংহতি পাইকগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসরবাদ পৌর সদরে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে জাতীয় যুব সংহতি পাইকগাছা উপজেলার কমিটির আহ্বায়ক শেখ আঃ আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, সাবেক জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ আঃ ছোবাহান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব গাজী সহিদুল ইসলাম (খোকন)। জাতীয় যুব সংহতির পৌর আহ্বায়ক মোঃ আবু সাঈদ শেখ এর সঞ্চালনায় বক্তৃতা করেন যুব সংহতির উপজেলা কমিটির সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন বাবু, পৌর সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন, যুবনেতা মোঃ আসাদুল ইসলাম, মোঃ হারুন পাড়, মোঃ এখলাচ সরদার, মোঃ নূর আলী মোল্লা, মোঃ রাজু সরদার, মোঃ রুহুল আমিন গোলদার, মোঃ নাজিম উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, আঃ সাত্তার, মোঃ সাইফুল ইসলাম।
এসময়ে উপজেলা ও পৌর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা শহিদুল ইসলাম।