Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Wednesday, 16 April 2025

পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
www.suprovatpaikgachha.com

পাইকগাছা প্রতিনিধি
,পাইকগাছায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ কর্মশালার আয়োজন করে। প্রাক্তন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন রুপান্তর প্রতিনিধি সাকী রিজওয়ানা। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজাহারুল ইসলাম মিথুন,ইয়ুথ যুব ক্লাবের রাকিবুল ইসলাম,কৃষ্ণা চক্রবর্তী,আলিফা খাতুন,ছন্দা সুলতানা,ভোলা বিশ্বাস,শিউলি,মেরিনা, বাসনা,মনি সানা,সুশান্ত,মাসুদ রানা বাবু,আব্দুর রাজ্জাক,দেলোয়ার,শাহ আলম,শহিদুল ইসলাম, মাসুম,মিরাজুল ইসলাম,ইবাদুল ইসলাম ও মনিরুল ইসলাম। কর্মশালায় সুন্দরবন ও সুন্দরবন সংলগ্ন এলাকার নদ নদীর পরিবেশ সংরক্ষণে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং বিকল্প পরিবেশ বান্ধব  ব্যবস্থা গ্রহণ এবং বিষ দিয়ে মাছ না ধরার জন্য গুরুত্বারোপ করা হয়।

Tuesday, 25 February 2025

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পৃথকভাবে র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম। বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান ও বিভিন্ন ইউপি প্রতিনিধিবৃন্দ। অপরদিকে পৌরসভায় অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রাশসক লালু সরদার। বক্তব্য রাখে ইজ্ঞিনিয়ার নুর আহম্মদ,জিয়াউর রহমান,মৃনাল কান্তি সানা ও শফিকুল ইসলাম ।

Tuesday, 15 October 2024

পাইকগাছায় সবজির বাজারে আগুন: জ্বলছে ক্রেতারা

পাইকগাছায় সবজির বাজারে আগুন: জ্বলছে ক্রেতারা

পাইকগাছা উপজেলা প্রতিনিধি, সপ্তাহের ব্যবধানে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন কাঁচা বাজারে শাক সবজির দামে আগুন ধরেছে। যার ফলে বর্তমানে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে সবজি। বাজারে আসলে ক্রেতাদের মন পুড়ছে আর বুক ভরা কষ্ট নিয়ে আধা ব্যাগে ফিরছে বাড়িতে। মঙ্গলবার উপজেলা সদরসহ আশে পাশের কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোর চিত্র ছিল অন্যরকম যার ফলে নাজেহাল হয়ে যাচ্ছে সবজি ক্রেতারা। 

পাইকগাছায় সবজির বাজারে আগুন: জ্বলছে ক্রেতারা

চড়া দামের কারণে কপাল পুড়েছে ক্রেতাদের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সকল প্রকার লোকাল সবজির দাম বৃদ্ধিতে ক্রেতাদের কাছে বিক্রেতাদের জবাব দিহি করতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ কারণ দেখিয়ে আমদানি খরচ বৃদ্ধির কারনে বন্যায় সবজি খেত পানিতে তলিয়ে ও পচে যাওয়াসহ নানাবিধি কারণ সামনে এনে বাজারে সবজি আমদানি করতে খরচ বেশি হচ্ছে বলেই দাম বৃদ্ধির কারণ বলে জানান খুচরা বিক্রেতারা। এদিকে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা বাজারে গিয়ে তাদের ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন না বলে জানান ক্রেতারা। দাউ দাউ করে কাচা মরিচ, পটল, ঢেরশ, করলা, ঝিঙ্গে, বেগুন, সহ বিভিন্ন লোকাল শাক সবজির দাম অনেকটাই বেড়েছে। আর তাতেই চরম বিপাকে পড়তে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের। তাদের স্বল্প আয়ের মধ্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। পাইকগাছা উপজেলা সদরসহ গদাইপুর বাজার, মানিক তলা বাজার,  কাটিপাড়া বাজার, আগড়ঘাটা বাজার, কপিলমুনিসহ বিভিন্ন বাজারগুলিতে মরিচ- ৫৫০, ধনিয়া পাতা- ৫৫০, গাজর- ২২০ টাকা, ডিমের হালি- ৬০ টাকা, লাউ- ১শ টাকা (প্রতি পিস), বেগুন- ১২০, কচুর লতি- ৮০, মুলা ১'শ, পটল- ৮০, ঢেঁড়স- ৬০ টাকা, শসা- ৮০, সিম- ৪'শ, মিষ্টি কুমড়া- ৭০, করল্লা- ১২০, পেঁপে- ৪০, বরবটি- ১'শ, লাল শাক- ৫০, বাঁধাকপি- ৮০, আলু- ৬০, পেঁয়াজ-১২০, কচুরর্মুখী-৭০, টমেটো- ২৮০, কচু-৭০, কাঁচকলা-৭০, রসুন-২৪০, মেটে আলু -৮০, উচ্ছে-১'শ ও পল্লা-৩০ টাকা কেজি সহ সকল শাক সবজির দাম আকাশছোঁয়া। এদিকে গত সপ্তাহে প্রতি কেজির দাম ১০ থেকে ১৫ টাকা ছিল অথচ সপ্তাহের ব্যাবধানে বাজারগুলিতে যা ইচ্ছে তাই হচ্ছে বলেন ক্রেতারা। মানিক তলা সবজি বাজারে সবজি ক্রেতা হানিফ জানান, এক সপ্তাহ আগে ব্যাগ ভরে বাজার করেছি। কিন্ত আজ ব্যাগের হাফটা ভরেছে। কাচা মরিচ, পটল, করলা, ঝিঙে, টমেটো সহ বিভিন্ন শাক সবজির দাম কয়েকগুন বেড়েছে। আরেক ক্রেতা জানান কোন আয় নেই তারপর আবার শাক সবজির এত দাম, কিভাবে সংসারের খরচ চালাবো ভাবতেই কান্না চলে আসে চোখে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন, পাইকারী বাজারে দাম চড়া থাকার জন্য তারা দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি ৫-১০ টাকা। পাইকগাছা উপজেলা সহ দেশে বন্যা থাকায় সবজি খেত পানিতে পচে নষ্ট হয়ে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারনে সবজির দামে প্রভাব পড়েছে। সবজি বিক্রেতাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজার থেকে ক্রয়ের উপর নির্ভর করে খুচরা বিক্রি করতে হচ্ছে। সে কারনে খুচরো বাজার গুলিতে দাম বেশি। এছাড়াও তারা আরও বলেন সবজি বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে চড়া দামে মাল কেনায় খুচরা ব্যবসায়ীদের কম লাভ হচ্ছে বলেও তারা জানান। অপর দিকে ক্রেতারা অতিরিক্ত দামে সবজি ক্রয় করতে না পারায় তাদের সার্ধ্যের বাহিরে চলে যাচ্ছে। তবে সবজির বাজার মনিটারিং থাকলে কিছুটা দাম নাগালের মধ্যে থাকতো বলে মনে করেন  সচেতন মহল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অতি বর্ষণ ও উত্তর বঙ্গে বন্যার কারণে সবজির খেত নষ্ট হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ খুবই কম। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দ্রব্য মুল্য বৃদ্ধি পেয়েছে। নতুন ভাবে ফসল উৎপাদন হলে আবার জিনিস পত্রের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। তবে আমরা বাজার মনিটরিং করছি।

Sunday, 13 October 2024

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির ইলিয়াস শাহ,সিপিপি পৌর টিম লিডার কবির উদ্দিন সরদার।

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা টিম লিডার মোঃ আব্দুল্লাহ আল মামুন,পৌরসভা টিম লিডার ,এস আই টুটুল,ডেপুটি পৌরসভা টিম লিডার পৌরসভা ইউনিট টিম লিডার দীপঙ্কর, রথীন, মোঃইব্রাহিম,মোঃ রাসেল, মোঃ ওবায়দুল্লাহ,ডেপুটি ইউনিট টিম লিডার সৌরভ,সুমাইয়া সহ সিপিপি পৌরসভার স্বেচ্ছাসেবকবৃন্দরা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী,

রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা,এনজিও প্রতিনিধি ও সিপিপির টিম লিডার এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

Tuesday, 1 October 2024

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলবাড়ী বাজার মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেলুটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুকুমার কবিরাজ। মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক। বিএনপি নেতা যগেশ্বর কার্তিকের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, স্থানীয় সাবেক চেয়ারম্যান সমারেশ হালদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজিত অধিকারী।আরও বক্তব্য রাখেন, ঠাকুর দাস সরদার, সাবেক ছাত্রদল নেতা দীপংকর মন্ডল, সাইফুল ইসলাম, সন্তোষ কুমার গাইন, তারিক, সনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গা উৎসব পালণ কালে যদি কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে সেক্ষেত্রে প্রশাসনকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করা হবে।

Wednesday, 15 November 2023

 পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্ত'র উদ্বোধন করায় আনন্দ মিছিল

পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্ত'র উদ্বোধন করায় আনন্দ মিছিল

পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্ত'র উদ্বোধন করায় আনন্দ মিছিল
 পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্ত'র উদ্বোধন করায় আনন্দ মিছিল

স্নেহেন্দু বিকাশ, খুলনার পাইকগাছায় কড়ুলিয়া নদীর উপর সেতু'র ভিত্তিপ্রস্তর উদ্বোধন করায় প্রধানমন্ত্রী'কে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলা আ'লীগ ও তার  অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা ও পৌর সদরে  এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। যার নেতৃত্ব দেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিভিন্ন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনসহ বিভিন্ন স্তরের  দলীয় নেতা-কর্মীরা। 

উল্লেখ্য,গত ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ ময়দানের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে পাইকগাছার লস্কর-বাইনতলা খেয়াঘাস্থ কড়ুলিয়া নদীর উপর ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্যের সেতু'র ভিত্তিপ্রস্তর   উদ্বোধন করেণ।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানাগেছে, পাইকগাছা-কয়রা উপজেলার সাথে সড়ক যোগাযোগ উন্নয়নে লস্কর-বাইনতলায় কড়ুলিয়া নদীর উপর ৭৪৮.৯ মিঃ দৈর্ঘ্য ও  ৯.৮ মিঃ প্রশস্ত সেতু' নির্মিত হবে। যার চুক্তিমূল্য ১শত ২০ কোটি টাকা। এনডিই  নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২১-৯-২৩ থেকে  ২০-৯-২৬ সালের মধ্যে এ সেতু'র কাজ সম্পন্ন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, এলজিইডি কর্তৃক নির্মিত সেতুর নদীর মাঝখানে ২৪৬ ফুটের দৈর্ঘ্য শুধুমাত্র ১টি স্টীলের স্প্যান বসানো হবে। এর সাথে সেতু'র দু'পারে আরোও ২৪টি আরসিসি স্প্যান বসানো হবে। এটিই হবে দেশের দ্বিতীয় সৌন্দর্য প্রিয় সেতু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা' সংশ্লিষ্ট মন্ত্রী ও বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর প্রতিকৃজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা-৬ আসনের এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি আমাদের সময়'কে জানান, এ সেতুটির নিন্মিত  হলে নির্বাচনী এলাকা'র যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে ও দ্রুত সময়ে খুলনায় পৌছানো যাবে এমনকি জমির মূল্যবৃদ্ধিসহ এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।

Thursday, 5 October 2023

 পাইকগাছায় এাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় এাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় এাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
 পাইকগাছায় এাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

পাইকগাছা অফিস::পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ ইভলভ প্রকল্পের এ্যাডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে ডরপ ইভলভ প্রকল্প এই প্রথম উপজেলা সিএসও নেটওয়ার্ক দলকে এ্যাডভোকেসি নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজের সমন্বয়ে। 

এটির অর্থায়ন করেন, হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। বাস্তবায়নে ডরপ ইভলভ প্রকল্প। ডরপ ইভলভ প্রকল্পের রুমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রশিক্ষণ পরিচালনা করেন, প্রকল্প সম্মনয়কারী প্রতিভা বিকাশ সরকার। 

ডরপ ইভলভ প্রকল্পের এ্যডভোকেসি ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জিএম আজহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাক,  সুশীল সমাজের সদস্য কাজী আবুল বাশার, ছন্দা সুলতানা বীনা, মোঃ মুনিরুল ইসলাম, রেহানা বেগম, পূরবী মিস্ত্রী, সঞ্জয় মন্ডল সহ সুশীল সমাজের অন্যান্য সদস্য সহ ২৫ জন প্রশিক্ষণার্থী।

Sunday, 17 September 2023

 পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলা - ২০২৩ উদযাপিত

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলা - ২০২৩ উদযাপিত

পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলা - ২০২৩ উদযাপিত
 পাইকগাছায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলা - ২০২৩ উদযাপিত 

পাইকগাছা অফিস::"সেরা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" প্রতিপালকের আলোকে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়নমেলা - ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটির উদযাপন উপলক্ষ্যে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা -৬ (পাইকগাছা -কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ কালাম আজাদ। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, জামির হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আঃ মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাহাজাদা ইলিয়াস, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস ও পুলকেশ রায়। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পিআইও ইমরুল কায়েস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, যুবলীগের আজিজুল হাকিম, আকরামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Monday, 11 September 2023

 পাইকগাছায় নকল কীটনাশক পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় নকল কীটনাশক পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় নকল কীটনাশক পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
 পাইকগাছায় নকল কীটনাশক পণ্য বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা 

পাইকগাছা অফিস::পাইকগাছায় ভেজাল কৃষি উপকরণ দমন ,  ন্যায্য মূল্য বাস্তবায়ন সহ কৃষি ও কৃষকের স্বার্থে বিভিন্ন সার ডিলার দোকানে অভিযান পরিচালনা অব্যাহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মৌখালী বাজারের খুচরা সার ডিলার সাবিনা ট্রেডার্সে নকল কীটনাশক পণ্য বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম কে জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার  মুহাম্মদ আল-আমিন তাৎক্ষণিকভাবে ওই দোকানে অভিযান পরিচালনা করলে নকল কীটনাশক পণ্য আলটিমা প্লাজ  (মিমপেক্স) বিক্রয়ের সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের আওতায় ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা ও নকল পণ্য জব্দ করা এবং সর্তকবার্তা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহাম্মদ আল-আমিন। এ সময় জব্দকৃত পণ্য বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার  এস এম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহজাহান আলী, এসএপিপিও বিশ্বজিত দাশ, এসএএও দেবদাস রায়, শরিফুল ইসলাম ও তারিফুর রহমান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন উপস্থিত ছিলেন।

Tuesday, 5 September 2023

 পাইকগাছার গ্রামপুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

পাইকগাছার গ্রামপুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

পাইকগাছার গ্রামপুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
 পাইকগাছার গ্রামপুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

পাইকগাছা অফিস::পাইকগাছায় গ্রামপুলিশদের পোশাক সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশদের মাঝে  পোশাক, টর্চ লাইট, জুতা, ব্যাগ, বেল্ট, লাঠি ও বাঁশি সহ ১৪ ধরনের উপকরণ প্রদান করা হয়। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের অবদান অনস্বীকার্য। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্গা পূজা সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে চুরি-ছিনতাই ও ছোট খাটো অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে জন্য গ্রাম পুলিশদের সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।  

এসময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,প্যানেল চেয়ারম্যান শেখ মাহবুবর রহমান রঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান, শেখ ফারুক হোসেন, ঝংকার ঢালী ও মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Sunday, 20 August 2023

 পাইকগাছায় ৩৯ বছরেও চালু হয়নি নির্মিত সাব-জেলখানা

পাইকগাছায় ৩৯ বছরেও চালু হয়নি নির্মিত সাব-জেলখানা

পাইকগাছায় ৩৯ বছরেও চালু হয়নি নির্মিত সাব-জেলখানা
 পাইকগাছায় ৩৯ বছরেও চালু হয়নি নির্মিত সাব-জেলখানা

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা :খুলনার পাইকগাছা উপজেলায় ৩৯ বছর আগে নির্মিত হয় সাব-জেলখানা। প্রায় সোয়া দুই একর জমিতে নির্মিত জেলখানাটি আজও চালু হয়নি। বর্তমানে তদারকির অভাবে উচ্চ প্রাচীর বেষ্টিত জেলখানার ভবন সহ সম্পত্তি নষ্ট হচ্ছে। এদিকে বিভিন্ন সময় জেলখানা ভবনে সরকারি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার কোনোটিই পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। ওই ভবন থেকে আয়ের সুযোগ থাকলেও রাজস্ব খাতে জমা পড়েনি কোনো টাকা। দেশে উপজেলা পর্যায় মাত্র ১৮ টি আদালত রয়েছে। এর মধ্যে পাইকগাছায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী জজ আদালত রয়েছে। আদালত ভবনের পেছনেই অবস্থিত পাইকগাছা সাব-জেলাখানা। জানা গেছে, খুলনা জেলা সদর থেকে পাইকগাছার দূরত্ব ৬৫ কিলোমিটার এবং কয়রা সদরের দূরত্ব ১০০ কিলোমিটার। দুটি উপজেলার আদালত ও জেলখানার প্রয়োজনীয়তা বিবেচনা করে পাইকগাছা এবং কয়রা উপজেলায় আদালত স্থাপন করে তৎকালীন সরকার।

পরে পাইকগাছায় সাব-জেলখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জেলখানা স্থাপনের জন্য ১৯৮৪ সালের ২৯ মে পাইকগাছা সদরে বাতিখালী মৌজায় ২ দশমিক ২৫ একর জমি অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণের পর প্রায় ১৩ বছর ধরে জেলখানার জন্য চারদিকে প্রাচীরসহ দোতলা ভবন নির্মাণ করা হয়। এতে ৩ টি কোয়ার্টার, ৪ টি বড় কক্ষ রয়েছে। তবে এই স্থাপনা সহ সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না।

পাইকগাছায় ৩৯ বছরেও চালু হয়নি নির্মিত সাব-জেলখানা

বিভিন্ন নথি সূত্রে জানা গেছে, জেলাখানার ভবনে_কিশোর অপরাধীর জন্য_সরকারি শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপনের_উদ্যোগ হিসেবে ২০০৩ সালে ১০ মে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জায়গাটি হস্তান্তর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০০৫ সালের ৫ জানুয়ারি এক স্মারকে এর দায়িত্ব গ্রহণ করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। কিন্তু কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবে রূপ নেয়নি। এছাড়া জেলাখানার জন্য অধিগ্রহণ করা জমিতে শেখ রাসেল ট্রেনিং অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার ফর দ্যা ডেস্টিটিউট চিল্ড্রেন প্রকল্প প্রণয়ণের জন্য ২০১৩ সালের ৬ মে পরিচালক (প্রশাসন) বরাবর অর্থ প্রস্তাব চেয়ে পাঠায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর। এদিকে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবে রূপ না নেওয়ার বিষয়ে জানতে চেয়ে ২০১২ সালের ২২ জুলাই পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে চিঠি পাঠায় সিনিয়র সহকারী কমিশনার (জেলা ম্যাজিস্ট্রেট)। এর জবাবে তৎকালীন ইউএনও ওই বছরের ১২ ডিসেম্বর সাব-জেল চালু করার জন্য চিঠি পাঠান। কিন্তু আজও সেটা আলোর মুখ দেখেনি সরেজমিনে জানা গেছে, পাইকগাছা সাব-জেলখানার সম্পদ, ভবনসহ সব কিছু ২০০৫ সাল থেকে দেখভাল করছে উপজেলা সমাজসেবা কার্যালয়। জেলখানার জন্য নির্মিত ৩টি কোয়ার্টার, ৪টি বড় কক্ষে বিনা ভাড়ায় বসবাস করছে স্থানীয় আদালত ও সমাজসেবা অধিদপ্তরের ১০-১২ জন কর্মচারী। জেলখানার ভবন ও সম্পদ থেকে সরকারের বছরে লাখ লাখ টাকা আয়ের সম্ভাবনা থাকলেও, রাজস্ব খাতে জমা হয়নি একটি টাকাও। আইনজীবী সমিতির সভাপতি এ্যাড পঙ্কজ কুমার ধর সহ  সিনিয়র আইনজীবীরা বলেন, জেলখানাটি চালু হলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি পুলিশের আসামি আনা-নেওয়ার ঝুঁকি কমবে।

পাইকগাছা সমাজসেবা কর্মকর্তা সরদার আলি আহসান বলেন, ২০০৫ সালে আমার কার্যালয় সাব-জেলখানাটি দেখাশোনার দায়িত্ব পাই। বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। প্রায় সংস্কার অযোগ্য। আমরা শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠিয়েছি। এখনো কোনো অনুমোদন পাইনি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, থানায় যোগদানের পরে শুনেছি এখানে একটি সাব-জেলখানা আছে। এটি যদি চালু করা যায়, তাহলে থানা ও কোর্ট পুলিশের আসামি আনা-নেওয়ার ভোগান্তি কমবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, দেশে উপজেলা পর্যায় মাত্র ১৮টি আদালত রয়েছে। সেদিক দিয়ে পাইকগাছা ও কয়রা উপজেলাবাসী সৌভাগ্যবান। যেহেতু পাইকগাছায় সাব-জেলাখানা আছে, এটি বর্তমানে সমাজসেবা কার্যালয় দেখভাল করছে। এটি চালুকরা গেলে এই অঞ্চলের মানুষ খুব উপকার পাবে।

Saturday, 19 August 2023

 পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান

পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান

পাইকগাছায় ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছায় বিকল্প কর্মসংস্থানের আওতায় আনতে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় শনিবার সকালে উপজেলার ৬জন ভিক্ষুককে ২ লাখ টাকা মূল্যের উপকরণ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। 

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও ইউপি সদস্য আজিজুল ইসলাম খান। 

এ কর্মসূচির আওতায় উপজেলার হরিঢালীর নোয়াকাটি গ্রামের আনোয়ারা বেগমকে ৪০ হাজার টাকার মুদি দোকানের উপকরণ, দেলুটির জিরবুনিয়া গ্রামের কুবাদ আলী গাজীকে ৮টি ছাগল ও নগদ ৫ হাজার টাকা সহ ৩০ হাজার টাকার সহায়তা, চাঁদখালীর চককাওয়ালীর রহিমা খাতুনকে সবজি ব্যবসায়ের জন্য ৩০ হাজার টাকার সহায়তা, কপিলমুনির আগড়ঘাটা প্রতিবন্ধী সালমা বেগমকে ৫০ হাজার টাকার গরু, আরশাদ আলী গাজীকে ২০ হাজার টাকার ছাগল ও রাড়–লীর আরাজী ভবানীপুর গ্রামের ঝর্ণা বেগমকে ৩০ হাজার টাকার ছাগল প্রদান করা হয়।

Thursday, 17 August 2023

 পাইকগাছায় বিএনপি'র সেক্রেটারী এনামুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

পাইকগাছায় বিএনপি'র সেক্রেটারী এনামুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

পাইকগাছায় বিএনপি'র সেক্রেটারী এনামুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

পাইকগাছা অফিস::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৯ শে আগস্ট পদযাত্রা সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা সদরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এর নেতৃত্বে এই  লিফলেট বিতরণ করা হয়। 

এসময়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, সাজ্জাদ আহম্মেদ মানিক, রাজিব নেওয়াজ, আব্দুস সাত্তার, সাদেকুজ্জামান সাদেক, সাইফুল ইসলাম তারিক, মাসুদ পারভেজ, অ্যাড. একরামুল, আব্দুল হাকিম, আবু হানিফ, কার্তিক মন্ডল , কিশোর কুমার শামিম জোরদার, সাদ্দাম হোসেন , আনোয়ারুল ইসলাম, বুলবুল আহমেদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tuesday, 15 August 2023

 পাইকগাছার চাঁদখালীতে বঙ্গবন্ধু'র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছার চাঁদখালীতে বঙ্গবন্ধু'র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছার চাঁদখালীতে বঙ্গবন্ধু'র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
 পাইকগাছার চাঁদখালীতে বঙ্গবন্ধু'র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত 

পাইকগাছা অফিস:পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী।

এসময়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, আজিজুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান মিনু, ৫নং, ৬ নং ও ৩ নং ওয়ার্ড সভাপতি আঃ গফুর,  নিজাম গাজী ও হুমায়ন কবির সিদ্দিকী , ৩ ও ৪নং ওয়ার্ড সেক্রেটারী আশরাফুল ইসলাম পিন্টু ও আমান উল্লাহ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গাজী, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, নজরুল ইসলাম সরদার, মনিরুল ইসলাম গাজী, গাজী ইছার উদ্দীন, সাবেক যুবলীগের আহ্বায়ক আঃ হালিম খোকন, শ্রমিক লীগের সভাপতি আঃ মজিদ সরদার সহ ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Saturday, 12 August 2023

 পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত

পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত

পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত
 পাইকগাছায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত 

পাইকগাছা অফিস ::পাইকগাছা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। 

যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু'র সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন,সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান,মোঃ রবিউল ইসলাম,রতন কুমার হালদার।

Wednesday, 9 August 2023

 পাইকগাছায় ৬৮টি গৃহ পরিবারের কাছে গৃহ  ও জমির দলিল হস্তান্তর

পাইকগাছায় ৬৮টি গৃহ পরিবারের কাছে গৃহ ও জমির দলিল হস্তান্তর

পাইকগাছায় ৬৮টি গৃহ পরিবারের কাছে গৃহ  ও জমির দলিল হস্তান্তর
 পাইকগাছায় ৬৮টি গৃহ পরিবারের কাছে গৃহ  ও জমির দলিল হস্তান্তর 

পাইকগাছা অফিস::প্রধানমন্ত্রী শেখ হাসিনা' ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে ২২ হাজার ৩৩৪ টি উপকারভোগী পরিবারের মাঝে  জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন । এর মধ্যে পাইকগাছার কপিলমুনি' ইউনিয়নের রামচন্দ্রনগর ৩২টি ঘর ও গদাইপুরের বিল পরানমালীতে ৩৬ টি মোট ৬৮ টি ভূমিহীন পরিবার। 

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে উপকার ভোগীদের মাঝে এসকল গৃহ ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার_ইকবাল_মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার_মমতাজ বেগম।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু , উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প.প.কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এস আই মোশাররফ হোসেন, অবঃ উপধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান কওসার জোয়াদ্দার, ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন, জাকারিয়া, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tuesday, 8 August 2023

 পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী  উদযাপন

পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন

পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী  উদযাপন
 পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী  উদযাপন 

পাইকগাছা অফিস::বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। 

পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী  উদযাপন
 পাইকগাছায় বঙ্গমাতার ৯১ তম জন্ম বার্ষিকী  উদযাপন 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা_কর্মকর্তা সরদার_আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,  ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, সহকারী অধ্যাপক প্রভাষক ময়নুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপকার ভোগী নারীদের মাঝে পুরস্কার ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অপরদিকে, উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের ডাকে বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে দলীয়  কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় এ সভায় বক্তৃতা করেন,  উপজেলা কমিটির সহ সভাপতি সমীরণ সাধু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, এসএম সামছুর রহমান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সুভাষ রায়, যুবলীগের গৌরাঙ্গ মন্ডল, জগদীশ রায়,মিজানুর রহমান, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, পরেশ সরকার, পবিত্র সরকার, বাবুরাম মন্ডল, তিরুনাথ বাছাড়,বিশ্বজিৎ, গৌতম মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, মুক্ত অধিকারী, রিপন মন্ডল, আকাশ সহ অনেকে।

Saturday, 5 August 2023

 পাইকগাছায় বঙ্গবন্ধু  শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন

পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন

পাইকগাছায় বঙ্গবন্ধু  শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন
 পাইকগাছায় বঙ্গবন্ধু  শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন 

পাইকগাছা অফিস::পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্ম দিন উদযাপন উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান পালিত  হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা সদরস্থ মুজিব কর্ণারে  উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমিরণ সাধু'র সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত। 

উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তৃতা করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষকলীগের সদস্য সচিব ময়নুল ইসলাম, ইউনিয়ন সভাপতি নির্মল বৈদ্য, সদদ্য সচিব মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, দীপক কুমার মন্ডল, এসএম রেজাউল হক, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, সহকারী অধ্যাপক মশিউর রহমান, যুবলীগের সাবেক সভাপতি এসএম শামসুর রহমান,  যুবলীগ নেতা জগদীশ রায়, গৌরাঙ্গ মন্ডল, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌতম রায়, মৃগাঙ্ক বিশ্বাস, মহিলা আ'লীগ নেত্রী নাজমা কামাল, স্নেনেয়ারা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া ও মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার প্রমুখ। 

পাইকগাছায় বঙ্গবন্ধু  শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন

অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচিতে সকাল ১০ টায় উপজেলা বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধু পুত্র শহীদ ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান ও রতন কুমার হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

Wednesday, 2 August 2023

 ৬০ বছর পর শৈশবের পরিচিতজনদের খুঁজে বের করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

৬০ বছর পর শৈশবের পরিচিতজনদের খুঁজে বের করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

৬০ বছর পর শৈশবের পরিচিতজনদের খুঁজে বের করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::৬০ বছর পর শৈশবের পরিচিত পরিজনদের খুঁজে বের করলেন খোদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। তিনি বুধবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের ৪টি পরিবারকে খুজে বের করেন।

এরপর তিনি সেই পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। মন্ত্রী পর্যায়ের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষকে কাছে পেয়ে আবেগ আফ্লুত হয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা। মন্ত্রী বলেন ১৯৬০ সালের দিকে দেশের দক্ষিণাঞ্চলে প্রচুর অভাব অনটন ছিল। অভাবের তাড়নায় তৎকালীন সময়ে এখানকার মানুষ কাজের সন্ধানে যশোর সহ আশপাশ এলাকায় যেত। সেই সূত্রে নাবা গ্রামের মৃত মাদার চন্দ্র শিকারীর ৪ ছেলে বিমল শিকারী, সুধীর শিকারী (নির্মল), নুকুল শিকারী ও সুরেন শিকারী যশোরের মনিরামপুরের আমাদের বাড়ীতে আশ্রয় নেয়। তারা ৪/৫ বছর আমাদের বাড়ীতে ছিল। আমি তখন অনেক ছোট। ৭/৮ বছর বয়স হবে। 

আমি সবসময় তাদের কোলে ও পিঠে চড়তাম। সেই সময়ের তাদের ¯েœহ, আদর ও ভালোবাসা এখনো আমাকে শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। ইতোমধ্যে তারা সবাই মারা গিয়েছে। কিন্তু তাদের পরিবারের সদস্যরা রয়েছে। অনেকদিন থেকে ভাবছিলাম তাদের সঙ্গে দেখা করবো। ব্যস্ততার কারনে ইচ্ছে থাকলেও সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে ৬০/৬২ বছর পর প্রিয় মানুষ গুলোর সাথে দেখা করতে পেরে নিজেকে ধণ্য মনে করছি। ওই পরিবারের সদস্য সহ এলাকার মানুষ উলুধ্বনি দিয়ে প্রতিমন্ত্রী সহ অতিথিদের বরণ করে নেন। এসময় উপস্থিত সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, প্রতিমন্ত্রীর সম্মানে তাদের মন্দিরের এক লাখ টাকার অনুদানের ঘোষনা দেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা শেখ ইকবাল হোসেন খোকন, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী ও যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু।

Saturday, 29 July 2023

 সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল_হকের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল_হকের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল_হকের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পারিবারিক ও দলীয়ভাবে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার বিকালে পুরাইকাটীস্থ নিজ বাসভবনে পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক এমপি পুত্র ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা। 

বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আফসার আলী, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম ও বাহার উদ্দীন। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, ময়নুল ইসলাম, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, বিজন বিহারী সরকার, এ্যাডঃ পঙ্কোজ কুমার ধর, ইদ্রিসুর রহমান মন্টু, এসএম শামছুর রহমান, শেখ আবুল কালাম আজাদ, দাউদ শরীফ, প্রভাষক শেখ ময়েজ উদ্দীন, আমিরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, যুবলীগনেতা গৌরঙ্গ মন্ডল, মোসলেম উদ্দীন ফকির, মিজানুর রহমান, আজিবর রহমান, শেখ সোহরাওয়ার্দী, আজহারুল ইসলাম স¤্রাট ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী লিয়াকত আলী ও হাফেজ শরিফুল ইসলাম। 

এদিকে সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। 

উল্লেখ্য, প্রয়াত এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক পাইকগাছা-কয়রা থেকে ৪ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাংগঠনিকভাবে আওয়ামীলীগকে সু-সংগঠিত ও ব্যাপক উন্নয়ন করে এলাকায় ব্যাপক প্রশংসিত হন। এলাকার মানুষ তাকে আধুনিক পাইকগাছা কয়রার রূপকার খ্যাতি দেন।