পাইকগাছা প্রতিনিধি, খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টা ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হয়ে জানমালের ক্ষতি হতে পারে আশংকায় তিনি এই জিডি করেন। যার নং ১৫২৩। জিডি সুত্রে জানা গেছে, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ সেকেন্দার আলী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা তিন জন দুর্বিত্ত তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে। এসময় তিনি মোটরসাইকেল ফেলে দিয়ে মাটিতে পরে যায়। ঐসময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভায় সভাপতি শেখ সেকেন্দার আলী বলেন, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ পত্রিকায় প্রকাশ করায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ অব্যাহত থাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে বলে মনে করছি।
উক্ত জরুরী সভায় ইউনিটির সকল সদস্যরা এমন নেক্কারজন ঘটনায় সকলে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।