Showing posts with label অন্যান্য খবর. Show all posts
Showing posts with label অন্যান্য খবর. Show all posts

Thursday, 27 February 2025

পাইকগাছায় সাংবাদিককে হত্যার চেষ্টা-থানায় জিডি : সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ

পাইকগাছায় সাংবাদিককে হত্যার চেষ্টা-থানায় জিডি : সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ

পাইকগাছায় সাংবাদিককে হত্যার চেষ্টা-থানায় জিডি : সাংবাদিকদের উদ্বেগ প্রকাশ

পাইকগাছা প্রতিনিধি, খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টা ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হয়ে জানমালের ক্ষতি হতে পারে আশংকায় তিনি এই জিডি করেন। যার নং ১৫২৩। জিডি সুত্রে জানা গেছে, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ সেকেন্দার আলী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে  থাকা তিন জন দুর্বিত্ত তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে। এসময় তিনি মোটরসাইকেল ফেলে দিয়ে মাটিতে পরে যায়। ঐসময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

এ ঘটনায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভায় সভাপতি শেখ সেকেন্দার আলী বলেন, সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে একাধিক সংবাদ পত্রিকায় প্রকাশ করায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ অব্যাহত থাকায় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে বলে মনে করছি।

উক্ত জরুরী সভায় ইউনিটির সকল সদস্যরা এমন নেক্কারজন ঘটনায় সকলে উদ্বেগ প্রকাশ করেন এবং  অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday, 26 February 2025

পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

পাইকগাছায় বেমাতা ভাইয়ের বিরুদ্ধে বসতবাড়ী ও কবরখানার ঘেরাবেড়া ভাংচুর ও গাছাপালা কর্তনের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় বেমাতা ভাই কতৃক অন্য ভাইয়ের বসতবাড়ী ও কবর খানার  ঘেরা-বেড়া ভাংচুর ও গাছ গাছালি কেটে ক্ষতিসাধন করায় থানায়  অভিযোগ হয়েছে। দু-পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোজাহার গাজীর ছেলে মজিদ গাজীর সাথে প্রতিপক্ষ ভাই আবু হাসান গাজীর এ জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধ কে কেন্দ্র করে আবু হাসান ও তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মজিদ গাজীর বাড়ী ও কবর খানার  ঘেরা-বেড়া ভাংচুর ও গাছ গাছালি কেটে ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে তারা মজিদ ও তার পরিবারের লোকদের উপর চড়াও হয়ে গালিগালাজ ও মারপিট করতে উদ্যাত হয়। এ ঘটনায় মজিদ গাজী বাদী হয়ে  আবু হাসান গাজীসহ ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন।এব্যাপারে  আবু হাসান গাজী বলেন, যাতায়তের পথে বেড়া দেয়ায় তা অপসারণ করা হয়েছে। এ এস আই গৌতম মন্ডল জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Thursday, 31 October 2024

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভায় বিএনপির একাংশের সংবাদ বর্জন

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভায় বিএনপির একাংশের সংবাদ বর্জন

পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় বিএনপির একংশের ছত্রছায় সহযোগী সংগঠনের কিছু উচ্ছশৃংখল নামধারী নেতা-কর্মী কর্তৃক সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জি এম মিজানুর রহমানে ও দৈনিক বাংলাদেশের আলো ও আজকের কন্ঠস্বর পত্রিকার উপজেলা প্রতিনিধি জিয়াউদ্দিন নায়েব এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালপনিক, কুরুচিপূর্ণ স্টাটাস দিয়ে সম্মানহানীর অপচেষ্টায় লিপ্ত হোরায়েরা বাদশা ও রাতুল গাজী ।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির জরুরী সভায় বিএনপির একাংশের সংবাদ বর্জন

বুধবার (৩০ অক্টোবর) পেষাগত কাজ শেষে পৌনে ৪টার দিকে বাড়িতে ফেরার পথে ঘোষাল গ্রামের মৃত সোনাই মোড়লের ছেলে নব্য বিএনপি নেতা পরিচয়দানকারী মোবারেক হোসেন জয় ও গড়ের আবাদ গ্রামের গোলজার মোল্লার ছেলে হোরাইরা বাদশা সরল বাজারে মোটরসাইকেলের গতিরোধ করে মোবাইল কেড়ে নিয়ে সকল ডকুমেন্ট চেক করে অসৌজন্যমুলক আচারন করে। 

এঘটনার প্রতিবাদে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জরুরী ভিত্তিতে সংগঠনের সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে (ভার্সুয়াল) এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৩দিনের মধ্যে যদি সৃষ্ট ঘটনার সুষ্ঠ সমাধান না হয় তাহলে 

১.বিএনপির একংশের সকল সংবাদ বর্জন। ২.তাদের অপকর্মে তথ্য অনুসন্ধান। ৩. বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্ময়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত। ৪. তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাদ্যক্ষ ফিরোজ আহম্মেদ, দপ্তর সম্পাদক মানসুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, আনারুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল, শাফিয়ার রহমান, কাজী সোহাগ, মানজারুল ইসলাম মিথুন।

Thursday, 9 February 2023

 লতা ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

লতা ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

লতা ইউনিয়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

পাইকগাছা লতা ইউনিয়নের বৃহস্পতিবার বিকাল ০৪ টায় মুনকিয়া অমরকানন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে   ২০২২/২৩ অর্থ বছরের ৯নং ওয়ার্ডের ২য় ওয়ার্ড সভা  অনুষ্ঠিত। 

উক্ত অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড সদস্য মোঃ ফেরদৌস ঢালী সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস, লতা ইউনিয়ন পরিষদের  ইউপি সচিব মোঃ জাবেদ ইকবালের সঞ্চালনায়  ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য  সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, উপদেষ্টা  হিসাবে  উপস্থিত ছিলেন ৭,৮,৯, মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য  চম্পা বেগম, ইউপি সদস্য উপস্থিত ছিলেন পুলকেশ রায় আজিজুল বিশ্বা,  কুমারেশ মন্ডল, বিনতা বিশ্বাস,  ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি সভাপতি অমলেন্দু তরফদার,আওয়ামী লীগ নেতা প্রাণ কৃষ্ণ মন্ডল, সদানন্দ মন্ডল হাসান সরদার , যুবলীগ মৃগাঙ্ক বিশ্বাস, মিজান সানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, লিটন রায়, মৃন্ময় মল্লিক, ডাক্তার মহানন্দ হালদার, তুষার মল্লিক আনন্দ মহালদার, জিয়ারুল সানা  ছাত্রলীগ নেতা লিটন মন্ডল,প্রমুথ।

Friday, 30 December 2022

পাইকগাছায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় জাকিরুল আটক

পাইকগাছায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় জাকিরুল আটক


পাইকগাছা অফিসঃপাইকগাছায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় থানা পুলিশের খাঁচায় জাকিরুল ইসলাম। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ২০১২ সালের ৮(১)/৮(২)/৮(৪) ধারা পর্নোগ্রাফি উৎপাদনের মাধ্যমে বাদীর সামাজিক মর্যাদাহানি সহ ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় ও পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে কান উপদ্রব সৃষ্টি করার অপরাধে মোছাঃ ফরিদা বেগম তার বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করেছে, যার নং- ৩০। 

মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছার গদাইপুর গ্রামের মোঃ ফজলে করিম শেখের মেয়ে ফরিদা বেগম এর সাথে মঠবাটি গ্রামের করিম গাজীর পুত্র মোঃ জাকিরুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ২০২০ সালের ৬ ডিসেম্বর খুলনা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পরে স্বামী স্ত্রীর মর্যাদা নিয়ে ফরিদার পিতার বাড়ীতে জাকিরুল বসবাস করতে থাকে। আসামী জাকিরুল চাকরী পেলে সবাইকে জানাইয়ে বাড়ীতে নিয়ে যাবে। এর মধ্যে সুকৌশলে জাকিরুল তাদের দৈহিক মেলামেশার ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। 

এগুলো ডিলিট করতে বললেও সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আসামী দোকান করবে বলে ফরিদার কাছে টাকা দাবী করলে বিভিন্ন সমিতি থেকে টাকা উত্তোলনসহ তার কাছে থাকা নগদ টাকাসহ সর্বমোট ২ লক্ষ ৩০ হাজার টাকা আসামীকে দেয়। টাকা নেওয়ার পর আসামী ফরিদার সাথে সংসার করবে না বলে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আসামী তার স্ত্রী ফরিদাকে তালাক প্রদান করে। তালাকের কাগজপত্র পাওয়ার পর ফরিদা তার দেওয়া টাকা আসামীর নিকট চাহিলে আসামী তাকে ভয়ভীতিসহ মেলামেশার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে এমন হুমকি নিয়ে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। ২০২২ সালের ১৫ ডিসেম্বর আসামী জাকিরুল তাদের মেলামেশার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে আপোষ মিমাংসা চেষ্টায় ব্যর্থ হয়ে ফরিদা থানায় মামলা করেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, আসামী জাকিরুলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Monday, 19 December 2022

মুচলেকার সাড়ে তিন মাস অতিবাহিত হলেও পাইকগাছায় বন্ধ হয়নি অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি

মুচলেকার সাড়ে তিন মাস অতিবাহিত হলেও পাইকগাছায় বন্ধ হয়নি অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি

মুচলেকার সাড়ে তিন মাস অতিবাহিত হলেও পাইকগাছায় বন্ধ হয়নি অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি
মুচলেকার সাড়ে তিন মাস অতিবাহিত হলেও পাইকগাছায় বন্ধ হয়নি অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা ::পাইকগাছায় বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নিকট মুচলেকা দিয়ে এক মাসের মধ্যে কয়লা চুল্লি অপসারণের সময় নেয় মালিক গণ। সে সময়-সীমা সাড়ে তিন মাস অতিবাহিত হলেও অপসারণ তো দূরের কথা বরং প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সমান তালে পুড়িয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায় এসকল অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর যেন একটু নড়েচড়ে বসেছে ইটভাটা ও কয়লা চুল্লি মালিকরা। 

অতঃপর হযবরলা। অবৈধ কাঠ পুড়িয়ে ইটভাটা ও কয়লা তৈরীর চুল্লি গড়ে ওঠায় পরিবেশ বিপর্যয় নিয়ে বিগত দিনে দৈনিক জন্মভূমি সহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রশাসন পরিবেশ সুরক্ষায় উপজেলার চাঁদখালী অবৈধ কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা বন্ধ করতে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সে সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ। 


এসময়ে ৬৯টি চুল্লীর মধ্যে ৫ টি ধ্বংস করা হয়। বাকী কয়লা চুল্লী গুলো মানবিক কারণে ১মাসের মধ্যে বন্ধ করার শর্তে স্থানীয়  ইউপি চেয়ারম্যান আবু শাহাজাদা ইলিয়াস মুচলিকা দেওয়ায় কর্তৃপক্ষ বিবেচনায় নেন। সে সময়-সীমা সাড়ে তিন মাস  অতিবাহিত হওয়ার পরেও বন্ধ হয়নি কয়লার চুল্লি, আবারও নড়েচড়ে বসেছেন মালিকপক্ষ।

সরজমিনে দেখা যায়, একটি চুল্লিতে প্রতিবার ২শ থেকে ৩শ মন পর্যন্ত কাঠ পোড়ানো হয়। প্রতিবার কমপক্ষে ২৫ হাজার মন কাঠ পোড়ানো হয়। প্রতিমাসে প্রত্যেকটি চুল্লিতে ৩ থেকে চারবার কাঠ পুড়িয়ে কয়লা করা হয়। ফলে প্রতিমাসে কয়লার চুল্লিতে ৮০ হাজার থেকে ১ লক্ষ মন কাঠ পোড়ানো হয়। ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতি সহ সামাজিক বন। মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের। কয়লা তৈরির সময় অবৈধ চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। 


নষ্ট হচ্ছে ফসলি জমি। বিষাক্ত ধোঁয়ায় এলাকায় মানুষের শ্বাসকষ্টও হচ্ছে। বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। নির্বিচারে বৃক্ষ নিধন, প্রকৃতি ধ্বংসসহ মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকলেও অদৃশ্য কারণে এতদিন কর্তৃপক্ষের নিরব ভূমিকা লক্ষ্য করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, অধিক লাভজনক হওয়ায় সবদিক ম্যানেজ করে এই অবৈধ ব্যবসায় নেমে পড়েছেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে এই ব্যবসা করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চুল্লির কারণে রাস্তা দিয়ে চলা যায় না। চোখ জ্বালা করতে থাকে। বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। এলাকাবাসী আরও বলেন, এ সকল কাঠ কয়লার চুল্লির বিষাক্ত ধোঁয়ার কারণে পার্শ্ববর্তী গ্রামগুলোতে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিপাকে পড়েছে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। বিশেষ করে চোখের বিভিন্ন সমস্যা সহ শ্বাসতন্ত্র জনিত সমস্যা যেন লেগেই থাকে। চুল্লি মালিকরা সংশ্লিষ্টদের ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। চাঁদখালী চুল্লি কারখানার পাশে কয়েকটি ইট ভাটায় সমানতালে বিপুল পরিমাণ কাঠ পোড়ানো হচ্ছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

ইটভাটা, কাঠের চুল্লিতে ব্যবহার, অধিক জনসংখ্যার চাপ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বন উজাড় হচ্ছে। বনজ সম্পদ রক্ষা করা না হলে পরিবেশের বিপর্যয় ঘটবে, যার প্রভাব পড়বে জলবায়ু ও জীববৈচিত্র্যের ওপর। এবিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে কয়লা চুল্লির মালিক লাচ্ছু গাজীর সাথে যোগাযোগ করতে চাইলে তাঁহার ম্যানেজার আঃ কাদের সরদার নম্বর দিতে নারাজ। চুল্লির আর এক মালিক মিঠু'র কাছে জানতে চাইলে সাংবাদিকদের বলেন কোন ব্যবসা বৈধ নয় সব ব্যবসায় অবৈধ, আমরা গরীব মানুষ সামান্য ছোট পরিসরে ব্যবসা করি। আমরা কোনো শিল্পপতি না।

খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান এব্যাপারে দৈনিক  জন্মভূমি'র এ প্রতিনিধিকে বলেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ঐখানে নতুন করে আরো কিছু চুল্লি তৈরি হয়েছে। আমরা গতবার যখন অভিযান চালাই আমরা অনেক বাঁধার সম্মুখীন হয়েছিলাম। কিছু মহিলারা আমাদেরকে বাঁধা সৃষ্টি করেছিলো। আমরা শীঘ্রই অভিযান চালাবো এবং এমন ভাবে প্রস্তুতি নিয়ে যাবো, যে সবগুলো ভেঙ্গে দিতে পারবো। 

উপজেলানির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, এসব চুল্লির জন্য প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন নেই। উপজেলার ৬৯ টি কাঠের চুল্লির ভিতরে স্কাভেটর দিয়ে ৫টি ধ্বংস করা হয়েছিলো বাকিগুলো মানবিক দৃষ্টিতে তাদেরকে এক মাস সময় দিয়েছিলাম।সমস্ত কাঠের চুল্লি অপসারণ করার কথা কিন্তু এখনো পর্যন্ত তারা অপসারণ করেনি। 

আমরা ইতিমধ্য সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুতই পুনঃরায় অভিযান চালাবো এবং সবগুলো চুল্লি অপসারণ করাবো। পরিবেশ অধিদপ্তর কে বার্তা পাঠানো হয়েছে। 

Sunday, 6 November 2022

 পাইকগাছায় কয়রা সিমান্তে মন্দির উদ্বোধন

পাইকগাছায় কয়রা সিমান্তে মন্দির উদ্বোধন

পাইকগাছায় কয়রা সিমান্তে মন্দির উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা কয়রার সিদ্ধান্তে চন্ডিপুরে প্রনব মঠ(মন্দির)উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাড়ে দশ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আইনজীবী গোবিন্দ চন্দ্র পরামানিক (ভার্চুয়ালি) ওই মন্দ্রির উদ্বোধন করেন। 

এ সময়  উপস্থিত ছিলেন, ফরিদপুর ভাঙ্গা প্রণব মঠ সেবাশ্রমের মহারাজ স্বামী বিশ্বপ্রাণানন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক সুশান্ত কুন্ড, পাইকগাছা হিন্দু মহাজোটের সভাপতি শিবু প্রসাদ সরকার, সম্পাদক রবিন্দ্র নাথ কর্মকার, সহ-সভাপতি প্রজিৎ কুমার রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রশান্ত সরকার, প্রভাষক বিধান চন্দ্র হালদার, ভবতোষ কুমার রপ্তান, ভবতোষ কুমার বিশ্বাস, কনক চন্দ্র সরকার, শংকর কুমার শাহা, তুষার কান্তি সরকার, চিকিৎসক সাধন কুমার বিশ্বাস, বিশ্বজিৎ সিংহ, বিধান হালদার, দেবপ্রসাদ, অজিত ঢালী, বিবেক মন্ডল, দেব্রত তফফদার প্রমুখ।

Friday, 25 February 2022

 করোনা  হলে যা   খাবেন

করোনা হলে যা খাবেন

করোনা  হলে যা যা  খাবেন

আমেনা জান্নাত নিপা:দুই বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের সাথে আমাদের বসবাস। এ পর্যন্ত এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন বহু মানুষ । করোনার সব শেষ ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। এর লক্ষণ যাই হোক, করোনাকে পরাজিত করে বেঁচে থাকতে বাড়াতে হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে তা সম্ভব।

শর্করার চাহিদা:করোনা সংক্রমণ হলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় বলে কিছুই খেতে ভালো লাগে না। এ সময় রোগীকে কম করে হলেও একটু একটু খেতে হবে। ডায়বেটিস রোগী থেকে সবাই শর্করা জাতীয় খাবারের প্রতি খেয়াল রাখুন। ডায়াবেটিস আছে আবার করোনা আক্রান্তও হয়েছে, এমন রোগীর রক্তে শর্করার অভাব দেখা দিলে ‘হাইপারগ্লাইসেমিয়া’ হতে পারে। তাই ভাত, রুটি কম খেলে ও প্রচুর শাকসবজি খাদ্য তালিকায় রাখুন। এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

আমিষের চাহিদা:আক্রান্ত ব্যক্তির প্রোটিনের চাহিদা তুলনামূলক বাড়াতে এ সময় প্রথম শ্রেণির প্রোটিন অর্থাৎ ডিম, মাছ, মাংস বেশি বেশি খেতে হবে। কিডনি জটিলতা না থাকলে প্রতিদিন ১০০-১৬০ গ্রাম প্রোটিন খান। এছাড়া পনির, দুধ, দই ও খেতে পারেন।

বেশি তেল নয়:যতটুকু সম্ভব স্বাভাবিক তেলের ব্যবহার  করুন। অতিরিক্ত তেলে রান্না করা বা অতিরিক্ত ভাঁজা-পোড়া খাবার মোটেই খাবেন না।

পটাশিয়াম•  করোনা হলে পুষ্টির ঘাটতি দেখা দেয়। এ সমসয় রোগীর মানসিক প্রশান্তির জন্য পটাশিয়াম খুব দরকার। বিভিন্ন ফল যেমন : ডাব, কলা, সবুজ শাকসবজি, তেল বীজ, বাদাম ইত্যাদি থেকে পটাশিয়াম মিলবে।

ক্যালসিয়াম•  করোনা সংক্রমণ হলে একসময় রোগীর দেহে মারাত্বক ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। তাই খাবারে ডেইরি প্রোডাক্ট অবশ্যই রাখুন। এছাড়া আয়রণ, জিংক, ভিটামিন সি, ভিটামিন ডি ইত্যাদি মিলিয়ে খাদ্যতালিকা তৈরি করুন।

ফলমুল •  জ্বর থাকলে পানির চাহিদা বাড়তে থাকে, তাই শরীরকে হাইড্রেট রাখতে হবে। এ সময় বেশি পানি পান করতে ভালো লাগে না। তাই ভিন্নতা আনতে প্রচুর তাজা ফল, ফলের রস, ডাবের পানি পান করুন।

  জ্বরের কারণে মুখের তিতা ভাব দূর করতে সাইট্রাস জাতীয় ফল যেমন লেবু, মালটা, কমলা বা এগুলোর জুস খান।

•  বিভিন্ন ড্রাই ফ্রুটস বা শুকনো ফল খেতে পারে। এগুলো শক্তি বাড়ায় ও শরীরকে হাইড্রেট রাখে।

উপকারী কিছু হারবাল •  করোনায় ফুসফুসের সংক্রমণ খুবই সাধারণ। এ থেকে রক্ষা পেতে সমপরিমাণ আদার রস, লেবুর রস ও মধু মিশিয়ে দুই বেলা দুই চামচ করে খেলে উপকার পাবেন। এসব খেতে ভালো না লাগলে লাল চায়ের সাথেও মিশিয়ে খেতে পারেন।

•  খেতে পারেন গোল্ডেন মিল্ক। হলুদের প্রধান উপাদান কারকিউমিনকে পুরোপুরি কাজে লাগাতে পারে দুধ ও গোলমরিচ। অন্য কোন কিছুর সাথে মিশিয়ে খেলে কারকিউমিন এতোটা শোষিত হয় না৷  ভালো না লাগলে কাঁচা হলুদ টুকরো খেয়ে নিন।

•  অ্যান্টিঅক্সিডেন্টের আঁধার হলো গরম মসলা। এগুলো দিয়ে লাল__চা করে পান করুন। সাথে পুদিনা, তুলশি পাতা ও মধু মেশালে মিলবে বাড়তি কিছু।

অস্বাস্থ্যকর খাবার নয়:বর্জন করুন সব ধরনের কার্বনেটেড ড্রিংকস, ভাঁজা-পোড়া, সিগারেট, জর্দা,__-তামাক, ঠান্ডা খাবার, আইসক্রিম, অতিরিক্ত চিনি জাতীয় খাবার, দুধ চা বা দুধ কফি ইত্যাদি।

লেখক : পুষ্টিবিদ, ল্যাবজোন স্পেশালাইজড হসপিটাল, সাভার, ঢাকা।


Wednesday, 1 December 2021

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে সাতক্ষীরা দেবহাটায় অনুষ্ঠিত হয় ক্লায়েন্ট ওয়ার্কশপ ও মানববন্ধন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে সাতক্ষীরা দেবহাটায় অনুষ্ঠিত হয় ক্লায়েন্ট ওয়ার্কশপ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: গত ৩০ নভেম্বর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে সাতক্ষীরার দেবহাটা অফিসে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় । ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পরিচালিত হয় দরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্লায়েন্ট ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হলো আইন সহায়তা কার্যক্রমের গতিশীলতা যাচাই , আইন সহায়তা কার্যক্রমের প্রভাব সম্পর্কে ধারণা, ক্লায়েন্টদের সমস্যা ও সুপারিশমালা চিহ্নিত করণ করে লক্ষিত জনগোষ্ঠীকে আইনি পরামর্শ ও বিরোধ নিস্পত্তিতে সহায়তা করা। এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ১২ জন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট ও ভুক্তভোগীর অংশগ্রহণে। ক্লায়েন্ট ওয়ার্কশপে তাদের অনুভূতি ব্যক্ত করে । ক্লায়েন্ট ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির মন্ডল। ওয়ার্কশপ শেষে সকল ক্লায়েন্টদের নিয়ে মানববন্ধন করা হয়।
সাতক্ষীরায় পল্লী সমাজের সহযোগিতায় ঘরের কাজে নারী পুরুষের সমান অংশ গ্রহণের লক্ষ্যে কাপল ওরিয়েন্টেশন

সাতক্ষীরায় পল্লী সমাজের সহযোগিতায় ঘরের কাজে নারী পুরুষের সমান অংশ গ্রহণের লক্ষ্যে কাপল ওরিয়েন্টেশন

সাতক্ষীরা প্রতিনিধি: মঙ্গলবার (৩০ নভেম্বর ২০২১) সকাল ৯ টায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের হরিশপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ৩৬ নং পল্লী সমাজের সদস্যদের নিয়ে কাপল কাউন্সিলিং করা হয়। ঘরের কাজে নারী পুরুষের সমান অংশ গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাপল কাউন্সিলিং করে নারী পুরুষের সমান অংশ গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। এ বিষয়ে পুরুষেরা ইতিবাচক প্রতিশ্রুতি প্রদান করে।

Sunday, 7 November 2021

পাইকগাছার কাটাখালীতে ১০ টাকা মুল্যের চাল বিক্রী

পাইকগাছার কাটাখালীতে ১০ টাকা মুল্যের চাল বিক্রী

 

পাইকগাছার কাটাখালীতে ১০ টাকা মুল্যের চাল বিক্রী
পাইকগাছার কাটাখালীতে ১০ টাকা মুল্যের চাল বিক্রী


স্নেহেন্দু বিকাশ--পাইকগাছায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে চাঁদখালীতে ১০ টাকা মূল্যের চাল বিক্রয় করা হয়েছে। রবিবার সকালে কাঁটাখালী বাজারে তালিকাভুক্ত ৪৬৫ জন কার্ডধারী নারী-পুরুষের মাঝে এ চাল বিক্রী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোতালেব আলী, আমীনুউদ্দীন, জুলেখা খাতুন,সাবেক মেম্বর নজরুল ইসলাম হিরা, ডিলার আঃ বারিক গাজী সহ অনেকে।

Wednesday, 27 October 2021

 পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি    ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ-suprovatpaikgachha.com

পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ-suprovatpaikgachha.com


.suprovatpaikgachha.com




স্নেহেন্দু বিকাশ- পাইকগাছার শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহমত আলী জোয়াদ্দার অভিযোগ করেছেন, মিথ্যা ভাবে বিদ্যালয় প্রধান শিক্ষক জয়া রানী দাশকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল সরেজমিনে স্কুলে গেলে তিনি পিটিএ' কমিটির সভাপতি হারিছ হোুসাইন জিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেন। তিনি আরোও জানান, প্রধান শিক্ষক একজন অভিজ্ঞ শিক্ষক। স্কুলের শিক্ষার্থীদের রিজাল্টও ভাল। স্কুলে কোন কিছুর সমস্যা হলে সেটা পরস্পরে আলোচনা করে সমাধান করা যেত,কিন্তু কমিটির কারোর সাথে মতামত না নিয়ে হুট করে উপ-কমিটির সভাপতি হরিছ হোসাইন জিয়া ক্ষোদ বি,এন,পি'র লোক হয়ে ১৫ আগস্ট নিয়ে মন্তব্য বা বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি নোংরা পরিবেশে এলো-মেলো অবস্থায় রাখা প্রধান শিক্ষককের নামে এমন অভিযোগ তোলা এটা অতিরিক্ত দরদ দেখানো ও পরিকল্পিত অভিযোগ।

.suprovatpaikgachha.com





এ সম্পর্কে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি জি,এম,সিরাজুল ইসলাম জানান, আমরা নিয়মিত ম্যানেজিং সভায় আয়-ব্যয় সহ বিবিধ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করি।,কিন্তু বিদ্যালয়ে কোন অনিয়ম বা বঙ্গবন্ধু কর্নারে নোংরা পরিবেশ থাকলে সেটা আলোচনা করা যেত। তা না করে পিটিএ সভাপতি হঠাৎ করে প্রধান শিক্ষকের নামে অভিযোগ করলেন এতে ম্যানেজিং কমিটির ভাবমূর্তি ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আরশাদ আলী বিশ্বাস বলেন,হরিছ হোসাইন জিয়া নিজেই বি,এন,পি'র কর্মী হিসেবে চিহ্নি্ত। সে অতি দরদ দেখিয়ে স্কুলের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা ও তার পরিবারের টাঙানো ছবি নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন। পিটিএ কমিটির সভাপতির আনীত অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জয়া রানী দাশ ব্যাখ্যা দিয়ে বলেন,ম্যানেজিং কমিটি নিয়মিত সভায়আয়-ব্যয় দেখভাল করে এবং যার হিসাব রশিদ স্লিপ রয়েছে। কিন্তু পিটিএ সভাপতি হরিছ হোসাইন জিয়া অতিরিক্ত ক্ষমতা দেখিয়ে স্লিলিপের টাকা সহ সরকারী অর্থ নিজের মত করে খরচ করতে চায়। যা আমি ও ম্যানেজিং কমিটি দ্বিমত পোষন করি।

.suprovatpaikgachha.com





এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি আরো বলেন, করোনাকালে ১ বছরের উর্ধে স্কুল বন্দ ছিল। স্কুল খোলার পর নীতিমালা অনুযায়ী নিয়মিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয়ে হাজির হচ্ছে। অফিস কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি শোভা পাচ্ছে কিন্তু বঙ্গবন্ধু কর্নারের ছোট্ট রুমের এক পাশ্বে রক্ষিত বঙ্গবন্ধুর ছবি ও চেয়ার টেবিলের ছবি তুলে নোংরামি শুরু করে হয়রানী করার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জযা রানী দাশ অভিযোগ করেন। এ সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, পিটিএ কমিটির সভাপতির অভিযোগ বিষয়ে তদন্ত করলে সব কিছু পরিস্কার হওয়া যাবে বলে এমন মন্তব্য করেন
Rahaman and 8 
Like
Comment
Share

Monday, 25 October 2021

 পাইকগাছায় ইউএনও’র আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন-suprovatpaikgachha.com

পাইকগাছায় ইউএনও’র আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন-suprovatpaikgachha.com



suprovatpaikgachha.com
 পাইকগাছায় ইউএনও’র আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন



পাইকগাছার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। তিনি শনিবার বিকালে উপজেলার দেবদুয়ার ও কাশিমনগর এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। 

এ সময় তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।