About

  --এক নজ‌রে পাইকগাছা উপ‌জেলা-- 
পৃথিবী বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর সন্নিকটে পাইকগাছা উপজেলা অবস্থিত। ২২-০৪-১৮৭২ তারিখে পাইকগাছা থানা স্থাপিত হয়। ১৯৮২ সালে মান উন্নিত থানা এবং ১৯৮৫ সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। পাইকগাছা পৌরসভা "খ" শ্রেনী ভূক্ত। পাইকগাছা উপজেলার মোট আয়তন ৩৮৩.৮৭ বর্গ কিলোমিটার। এই উপজেলার মোট জনসংখ্যা ২,৪৭,৯৮৩ জন। খুলনা জেলা সদর থেকে এর দূরত্ব প্রয় ৬৫ কিঃমিঃ।
★পরিচিতি★
পাইকগাছা উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২২ ২৮' এবং ২২ ৪৩' উত্তর অক্ষাংশে ৮৯ ১৪' এবং ৮৯ ২৮' পূর্ব দ্রাঘিমাংশের উত্তরে সাতক্ষীরার তালা উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা, পূর্বে বটিয়াঘাটা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা।

0 coment rios: