Showing posts with label গ্যালারি. Show all posts
Showing posts with label গ্যালারি. Show all posts

Wednesday 26 July 2023

 পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। 

সপ্তাহের তৃতীয় দিন বুধবার বিকালে উপজেলা মৎস্য দপ্তর থেকে উপজেলার কপিলমুনির হাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় এবং মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান। উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্র সহকারী_রণধীর সরকার। অনুষ্ঠানে হাউলী ক্লাস্টারের_সদস্য, স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ_করেন।

Tuesday 18 July 2023

 পাইকগাছার কপিলমুনি_ইউনিয়ন স্বেচ্ছাসেবক_লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছার কপিলমুনি_ইউনিয়ন স্বেচ্ছাসেবক_লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছার কপিলমুনি_ইউনিয়ন স্বেচ্ছাসেবক_লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাজাহারুল ইসলাম মিথুন:পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির কলেজিয়েট স্কুলের হল রুমে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল গপ্ফার খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খুলনা-৬ পাইকগাছা - কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব। 

পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ  আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামীলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওসার আলী জোয়ার্দার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রাজা, মাহমুদুন্নবী মিল্টন, সুরোজিৎ মন্ডল, অহিদুজ্জামান, আবু সাঈদ খান,  শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায়, সুকৃতি রায়, মফিজুর রহমান, এসএম লুৎফর রহমান, সিরাজুল ইসলাম, বি সরকার, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, রাজিব গোলদার, আকরামুল ইসলাম, বিদ্যুৎ কুমার মন্ডল, তৌহিদুজ্জামান সম্রাট ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

Monday 22 May 2023

 পাইকগাছায় হারবাল ঔষধ ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা; বিদেশী মদ সহ আটক-২

পাইকগাছায় হারবাল ঔষধ ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা; বিদেশী মদ সহ আটক-২

পাইকগাছায় হারবাল ঔষধ ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক ব্যবসা; বিদেশী মদ সহ আটক-২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছার এক ঔষধ ব্যবসায়ী হারবাল ঔষধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হারবাল ঔষধ ব্যবসায়ী সহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, পাইকগাছা পৌর সদরের তফেল ঔষধালয় নামক হারবাল ঔষধ ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাকীম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী (৩০) দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে মাদকের ব্যবসা করে আসছিলেন। 

রবিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট তফেল ঔষধালয় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ সহ রবিউল দপ্তরী ও পৌরসভার বারেক শেখের ছেলে রেজাউল ওরফে সাদেক শেখকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও সাদেক তারা দীর্ঘদিন ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। প্রায় ২ মাস তারা পুলিশের নজরদারীতে ছিল। রোববার তাদেরকে বিদেশী মদ সহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।

Sunday 21 May 2023

পাইকগাছায় ঔষধ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা, আটক ২

পাইকগাছায় ঔষধ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা, আটক ২

পাইকগাছায় ঔষধ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা, আটক ২
পাইকগাছায় ঔষধ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা, আটক ২

পাইকগাছা অফিস:পাইকগাছায় ঔষধ ব্যবসার অন্তরালে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ঔষধ ব্যবসায়ী। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ পৌর সদরের তফেল ঔষধালয় নামক প্রতিষ্ঠান থেকে এক বোতল ভারতীয় মদ সহ দুই জন কে আটক করে। 

আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছে। জানা যায়, পৌর সদরের তফেল ঔষধালয়ের ব্যানারে হাকিম আমির আলী দপ্তরীর ছেলে রবিউল দপ্তরী ও রেজাউল ওরফে ছাদেক নামে এক কর্মচারি দীর্ঘদিন ধরে হারবাল ঔষধ বিক্রির আড়ালে মাদক বিকি-কিনি করে আসছে বলে অভিযোগ ওঠে। গতকাল রোববার তারই সুত্র ধরে থানা পুলিশ গোপন সংবাদে তফেল ঔষধালয়ে অভিযান চালায়। 

এ সময় তফেল ঔষধালয়ে হারবাল ঔষধের মোড়ককৃত কার্টুনে থাকা বিপুল পরিমান মদ উদ্ধার করে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক রবিউল ও ছাদেক দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। প্রায় দুই মাস ধরে তারা পুলিশি নজরদারিতে ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে ১ বোতল ভারতীয় মদ সহ তাদের আটক করা হয়েছে। আটকৃতদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Saturday 13 May 2023

 শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপিত

শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপিত


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::পাইকগাছায় রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসরের আয়োজন করে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক নাজমীন নাহার, লিলিমা খাতুন, তরুণ কান্তি মন্ডল, সুফল মন্ডল, বজলুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষক অসীম রায় ও মোনালিসা।

Wednesday 9 February 2022

 পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধিঃ

বাহারী রংয়ের গোলাপে আলোকিত হয়ে উঠেছে সাংবাদিক সালামের__ছাদে লাগানো ফুলের বাগানটি। সেখানে থরে থরে সারিবদ্ধ ভাবে লাগানো হরেক রকমের মধ্যে ভিন্ন রংয়ের গোলাপের সৌন্দর্য নজর কাড়ছে সকলের। সখের বসে গড়া ফুলের ছাদ বাগানের মাঝে মিশে রয়েছে সাংবাদিক শেখ আব্দুস সালামের কল্পনাময়ী মনবাসনা। 

পাইকগাছার কপিলমুনি শহরের প্রাণকেন্দ্রে সহচরী বিদ্যামন্দিরের উত্তর পার্শ্বে অবস্থিত সালাম নিবাসের তৃতীয় তলার ছাদ বাগান জুড়ে এ গোলাপ ফুলের সমাহার। প্রথমত তারই একটি ফেজবুক ওয়ালে ভিন্ন রংয়ের গোলাপ ফুলের ছবির সূত্র ধরে সরেজমিনে গিয়ে দেখাযায়, স্বপ্নের তৃতীয় তলা বিশিষ্ট সালাম নিবাসের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তারের চেম্বার ও ক্লিনিক। তৃতীয় তলায় প্রবীণ সাংবাদিক শেখ আব্দুস সালামের স্বপ্নের শয়ণ কুটির। এরপর সালাম নিবাসের সিঁড়ি বেয়ে একটু উপরে উঠতেই পুরো ছাদ জুড়ে ফল ও ফুলের বাগান। তারমধ্যে রয়েছে বিভিন্ন জাতের কবুতর। হরেক রকমের ফলের মাঝে ভিন্ন রংয়ের গোলাপের পাঁপড়ি যেন প্রকৃতির মাঝে ছাদ ও সেখানে আমন্ত্রিত অতিথিকে আলঙ্গিন করছে। 

এ ব্যাপারে কথা হয় সাংবাদিক আব্দুস সালামের সাথে, তিনি বলেন, সখের বসে করা পুরো ছাদ বাগানটি যেন আজ আমার স্বপ্ন পূরণের একটি চ্যাপ্টার। বেশ কয়েক বছর যাবত গড়ে তোলা ছাদ বাগানটি থেকে সফলতা আসছে। আমার ছাদ বাগান অঙ্গন জুড়ে রয়েছে, কাটা মুকুট, রং বাহারী গোলাপ, কাগজ ফুল, লাল গোলাপ, গাধা ফুল, জবা, জুই, বেলি রঙ্গন, বল সুন্দরী,  অপরাজিতা, সোনালী রঙ্গন ফুলের গাছ। ফলের মধ্যে রয়েছে মালটা, কমলা, কাগজী লেবু, বাউকুল, ব্যনানা আম, ড্যারাগন ফল, ডোরাকাটা কমলা, পেয়ারা, চালতে ও আইচ ফল। আরো রয়েছে পুই শাক, লাউ, এ্যালোবেরা ও পুদিনা পাতা, রয়েছে বাহারী পাতা বাহারসহ নাম না জানা অনেক ফুল ও ফলের গাছ। এছাড়া তার পরিকল্পনা রয়েছে ছাদ বাগানটি পর্যায়ক্রমে প্রশস্থ করা ও ছাদের প্রশস্থতার সাথে সাথে সুইমিংপুল আকৃতি জলকেলির জায়গা করার।

Tuesday 8 February 2022

 আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ ভোট__দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আশা করি- জনগণ আমাদের ভোট দেবে। কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর আমাদের আস্থা আছে।মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারেউন্নীত হওয়ার বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখা হয়েছে। করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানেবাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।সরকারপ্রধান বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি__আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।


দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত__করে প্রধানমন্ত্রী জানান, তার সরকারের আমলে দেশের শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে

 পাইকগাছায় প্রধানমন্ত্রী'র মানবিক সহয়তা পেয়ে   কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

পাইকগাছায় প্রধানমন্ত্রী'র মানবিক সহয়তা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

পাইকগাছায় প্রধানমন্ত্রী'র মানবিক সহয়তা পেয়ে   কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী'প্রদত্ত  মানবিক সহয়তা স্বরুপ ৫ লক্ষ টাকার চেক পেয়ে আবেগপ্লুত হযে হার্ডের রোগী গোলবুনিয়ার সঞ্জয় সরদার ( ৫৫) বললেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি-'বাবুর ঋন পরিশোধ করতে পারবো না। ৫০ হাজার টাকার চেক পেয়ে একই অনুভুতি প্রকাশ করলেন পৌরসভার আঃ মজিদ বয়াতী ( ৬০)। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে খুলনা-৬'র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবুa প্রধান অতিথি হিসেবে পাইকগাছার ১৯ অসুস্থ্য নারী-পুরুষের মাঝে ১৫ লক্ষ ২০ হাজার টাকার এসব চেক বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,আঃ মান্নান গাজী, আ'লীগ নেতা শংকর দেবনাথ,নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ২ লক্ষ টাকার সহয়তাপ্রাপ্ত ভারতে চিকিৎসাধীন পৌরসভার বাসিন্দা দেবব্রত রায়ের মেয়ে উর্মি রায় সহ অনেকে। 

এ সময় আরোও  উপস্থিত ছিলেন আওয়ামীগ লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস,পঞ্চানন সানা, বিভুতী ভুষন সানা,ইকবাল হোসেন খোকন,দিলীপ ঢালী,  শাহিন সানা,সাযেদ আলী মোড়ল কালাই,মহিলা আ'লীগ নেত্রী শেখ জুলি,নাজমা কামাল,সুমাইয়া ইয়াসমিন লতা,যু্বলীগ নেতা এমএম আজিজুল হাকিম,বিশ্বজিৎ রায়,আঃ রাজ্জাক রাজু,আকরামুল ইসলাম,আমান সরদার,ইউপি সদস্য হাসানুজ্জামান, প্রভাষক বাবলুর রহমান,প্রসেন ঢালী,গৌতম রায়,মৃঙ্গাঙ্ক বিশ্বাস,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি,মানিক,রাছেল, নয়ন,সাব্বির,বিলাস সহ অনেকে।

Sunday 6 February 2022

  খুলনার___পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকটনিরসনে ৩৪.৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

খুলনার___পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকটনিরসনে ৩৪.৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

খুলনার___পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকটনিরসনে ৩৪.৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

 বঙ্গোপসাগরের কূল ঘেষা  সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা-কয়রার সুপেয় পানির সংকট নিরসনে ৩৪.৭৯ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন পাওয়া প্রকল্পটিতে রয়েছে, রেইন ওয়াটার হারভেষ্ট (ট্যাংকি), গভীর নলকূপ, ওয়াস ব্লকসহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা। সুন্দরবন উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির দীর্ঘ দিনের সংকট নিরসনে বিভিন্ন সময় জিও-এনজিও পর্যায়ে নানা প্রকল্প হাতে নিলেও বরাবরই তা লবনাক্ততার কাছে পরাস্থ হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, বঙ্গোপসাগরের সঙ্গে খুলনার পাইকগাছা-কয়রা উপজেলার নদ-নদীসমূহের নানাভাবে সংযোগ রয়েছে। ফলে সাগরের লবনাক্ত পানি সরাসরি পৌছে যায় উপজেলাগুলোর তৃণমূল পর্যায়ে। এতে সুপেয় পানির সংকট নিরসনে কোনো প্রকল্পই সফলতার মুখ দেখেনি। তবে সর্বশেষ সরকারের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে জনপদের সর্বস্তরের সাধারণ মানুষকে। অধিকাংশ এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

এ ব্যাপারে কয়রা-পাইকগাছার প্রত্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, অব্যাহত প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্থ এ অঞ্চলের মানুষ বছরের সিংহভাগ সময় নানা সংকটে অতিবাহিত করেন। বিশেষ করে নিরাপদ বেড়িবাঁধ ও সুপেয় পানির অভাব বরাবরই তাদের সংকটে নতুন মাত্রা যোগ করে।যে সকল এলাকায় সরাসরি লবণ পানি পৌছায় না সেসব এলাকাতেও চিংড়ী চাষের নিমিত্তে কৃত্রিমভাবে ঢুকানো হয় লবণ পানি। এক দিকে লবণ পানির আধিক্য অন্যদিকে আর্সেনিকোসিস ও আয়রণের ধকল। যে সকল এলাকায় আয়রণ’র পরিমাণ কম সেখানে আর্সেনিকের পরিমাণ বেশি। আবার যে সকল লবণাক্ততার পরিমাণ বেশি সেখানে আর্সেনিকের পরিমাণ কম। এক কথায় উপকূলের এ অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের।

এ ব্যাপারে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব মো:আক্তারুজ্জামান বাবু বলেন, তার নির্বাচনী এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকূপও এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। সংকট নিরসনে বিশেষ সফলতাও আসেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ে একটি প্রকল্প দাখিল করা হয়।

সর্বশেষ মঙ্গলবার পরিকল্পনা কমিটির সভায় উপকূলীয় পাইকগাছা-কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪.৭৯ কোটি টাকার একটি নতুন প্রকল্প’র অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় উপকূলীয় উপজেলা দু’টিতে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পটি অনুমোদন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এমপি, পরিকল্পনা মন্ত্রী, এলজিআরডি মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


 পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা  জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো গর্বিত পিতা-মাতা -সাংসদ বাবু

পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো গর্বিত পিতা-মাতা -সাংসদ বাবু

পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা  জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো গর্বিত পিতা-মাতা -সাংসদ বাবু

স্নেহেন্দু বিকাশঃ খুলনা-৬ ( পাইকগাছা -কয়রার ) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু, কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেছেন পৃথিবীতে জীবনের সব চেয়ে শ্রেষ্ঠ বন্ধু হলো মা-বাবা। গর্বিত  পিতা-মাতার পরামর্শ আদর্শ ও শিক্ষা নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ থেকে দেশের মানুষের কল্যানে কাজ করার অনুরোধ  করেছেন। রবিবার সকালে চাঁদখালী ইউপি'র গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 'স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অফ চাঁদখালী (সোয়াক) আয়োজিত ইউনিয়ন ব্যাপী ২০২১ সালের এস,এস,সি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখন সেশনজট নেই উল্লেখ করে এমপি বাবু আরোও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র সরকার বিজ্ঞান মনস্ক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গণমুখী শিক্ষানীতি প্রবর্তন করে মানুষের আঙ্খাকার প্রতিফলন 

ঘটিয়েছেন। উপকুলীয় অঞ্চল সহ নির্বাচনী এলাকায় মানুষের দীর্ঘদিনের দুঃখ ওয়াপদা বেঁড়িবাধ নির্মানে সরকারের টেকসই বাধ নির্মানে দেড় হাজার কোটি টাকার বরাদ্দ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আরোও জানান, ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত ৪শ কোটি টাকার সড়ক সরলী করন মেগা প্রকল্প চলমান রয়েছে এবং সর্বশেষ পাইকগাছা-কয়রায় সুপেয় পানি ব্যবস্থাপনায় ৩৬ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প দৃটান্ত হয়ে থাকবে। বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি বি,এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু,চাঁদখালী ইউপি চেয়ারম্যান ও (সোয়াক)  এর প্রতিষ্ঠাতা শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, বিদ্যালয প্রধান শিক্ষক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল সরদার,কামরুল হাসান,আনিছুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান। শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ,কৃষকলীগ নেতা আঃ করিম মোড়ল,জেলা যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া সুলতানা লতা, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম,প্রভাষক বাবলুর রহমান,ইউপি সদস্য আনিছুর রহমান, আব্দল্ল্যাহ সরদার,ফাতেমা তুজ জোহরা রুপা,এসনেয়ারা খাতুন,হাসানুজ্জামান,আব্দুল্লাহ আল মামুন,শিক্ষক প্রদীপ কুমার মন্ডল, পবিত্র কুমার সানা,বিউটি খাতুন, যুবলীগ নেতা হাবিবুর রহমান, শিবলী সাদিক,আয়োজক কমিটির কমল জিয়া, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম,হুমায়ুন কবির,হোজাইফা ও তুষার বিশ্বাস, ছাত্রলীগ নেতা মানিক, মোঃ নয়ন ইসলাম,মওদুদ আহমেদ,এমরানুর কবির নাসিম,সাব্বির, যুবরাজ,বিশ্ববিদ্যালয় ছাত্র মাহফুজুর রহমান,তাছলিমুল হাসান সাকিব সহ তাসিন আহমেদ সোহাগ,তানিয়া সুলতানা মিশু,মুত্বাসির নয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Thursday 27 January 2022

 মিনহাজ নদী পাইকগাছা-কয়রার ৯৫ টি গ্রামের মানুষের অভিশাপ যা খননের দাবি এলাকাবাসীর

মিনহাজ নদী পাইকগাছা-কয়রার ৯৫ টি গ্রামের মানুষের অভিশাপ যা খননের দাবি এলাকাবাসীর

মিনহাজ নদী পাইকগাছা-কয়রার ৯৫ টি গ্রামের মানুষের অভিশাপ যা খননের দাবি এলাকাবাসীর


মিনহাজ নদীর মুখ ভরাট হওয়ায় পাইকগাছা-কয়রা উপজেলার ৯৫টি গ্রামের ৪৬ টি মৌজা বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে আসছে। ফলে প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। নদী ইজারা দেয়ার করণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ১১ বছর ধরে চেষ্টা করেও  ইজারা বন্ধ করা সম্ভব হয়নি বলে জানালেন লস্কর ইউপি চেয়ারম্যান।

 খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের মিনহাজ নদী অবস্থিত। নদীর দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। জমির পরিমান ২৫১ একর। যার মধ্যে মিনহাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে  দু'শ বিঘার বেশী ভরাট হয়ে গেছে। বদ্ধ জলাশয় হিসেবে এটা ইজারা দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান।

 পাইকগাছার লস্কর, চাঁদখালী, গড়ইখালী ও কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের ৯৫ টি গ্রামের ৪৬ টি মোজায় এ নদীর পানির উঠা নামা করে। নদীর ভরাট হওয়ার কারণে প্রতি বর্ষা মৌসুমে পানি স্বাভাবিক গতিতে নামতে না পারায় গোটা এলাকা প্লাবিত হয়।চরম ক্ষতি সম্মুখীন হয় আমন চাষীরা। 


গত বছর ৯০% জমির ধানের ফসল ক্ষতি ও লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান। তিনি আরোও বলেন ইজারা বন্ধ ও নদী খনন না করা হলে এলাকা বাসী আরোও চরম ক্ষতিগ্রস্থ হবে। তিনি ১১ বছর ধরে এব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য কতৃপক্ষকে অবহিত করলেও আজও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এব্যাপরে গড়ইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন, এলাকাবাসীদের বাঁচাতে, নদী খননে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদ আবু ইলিয়াস বলেন, মিনহাজ নদীই একমাত্র উপায় যার পানি উঠা নামার মাধ্যমে কৃষিকে বাঁচিয়ে রাখা সম্ভব। ইজারা বন্ধ করে নদী খননের মাধ্যমে কৃষক তথা এলাকাবাসীকে বাঁচাতে হবে।

     পাইকগাছার শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

পাইকগাছার শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

পাইকগাছার শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

পি,সি,মন্ডলঃঃ পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস কম্বল ও চাদর বিতরণ করেন। উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ সভাপতি প্রকাশ সরকার, সদস্য ভূধর বিশ্বাস, শুভংকর রায়, আনন্দ মন্ডল, তারক মন্ডল, সমীরন মন্ডল, ইউপি সচিব জাভেদ ইকবাল, ইউপি সদস্য পুলকেশ রায়, বাবলু সরদার, ফেরদৌস ঢালী, স্বপন মন্ডল, কুমারেশ মন্ডল, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, চম্পা বেগম, রীনা পারভিন, যুবনেতা রথীন্দ্রনাথ বিশ্বাস, প্রনব মন্ডল, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত সরদার, সীমান্ত মন্ডল, উদ্যোক্তা আলাউদ্দিন সানা সহ ইউনিয়নের বয়স্ক ব্যক্তি।

 পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ

পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ

পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ

পি,সি, মন্ডলঃঃ পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল ৫নং ওয়ার্ডস্থ পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কার্যালয় ইউনিভার্সাল এডাস স্কূলে পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সুব্রত কুমার রপ্তান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল মেয়র কবিতা রানী দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শেখ আনিসুর রহমান মুক্ত। প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ডাঃ সঞ্জীব কুমার সরকার, তাপস সরকার, দিলীপ রায়, সাধনা রায়, আব্দুল খালেক, জগদীশ রায়, প্রধান শিক্ষক প্রদীপ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা

পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা

পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা


পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।  বৃহস্পতিবার সকালে মটবাটী সরদার বাড়ী চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম উপ-পরিচালক কৃষি অফিস খুলনা। উপসহকারী কৃষি অফিসার ডল্টন রায়ের পরিচালনায়------ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন। বক্তব্য রাখেন ব্লক সুপার ভাইজার প্রদীপ কুমার পোদ্দার, মিজানুর রহমান, মিন্টু রায় ,কৃষক মোঃ মিজানুর রহমান সরদার।

Wednesday 26 January 2022

 হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি শেখ রফিকুল ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু

হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি শেখ রফিকুল ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু

হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি শেখ রফিকুল ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু

ডেস্ক রিপোর্ট::পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারী) পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৭ দিনের মধ্যে পূণাঙ্গ কমিটির একটি তালিকা করার জন্য পরামর্শ দিয়েছেন। এব্যাপারে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু বলেন, খুলনা-৬ আসনের, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু'র নির্দেশ ও সুপারিশক্রমে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ রফিকুল ইসলামকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে হরিঢালী ইউপি পুলিশিং কমিটি গঠন করেছেন। পাশাপাশি আগামী একসপ্তাহের মধ্যে পূণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন। এ কমিটি মূলত এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করবে। সর্বপরী তানজীম মুস্তাফিজকে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করায় পিতৃতুল্য অভিভাবক পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু'র প্রতি কৃতঞ্জতা ঞ্জাপন করেছেন এলাকাবাসী।

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

পূর্ণ চন্দ্র মন্ডল::  আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গডড়য়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে-----। 

গ্রাম-বাংলার অয়াজপাড়া গায়ে এখনও অনেক আসমানীরা শত কষ্টে নিভৃতে বসবাস করছে। তাদের মধ্যে একজন অমেলা বিশ্বাস। বয়স ৬২ বছর হবে। তাঁর বৃদ্ধ স্বামী  নারায়ণ বিশ্বাস। বয়স ৭০ ছুই ছুই। পাইকগাছা সদর থেকে ১৪/১৫ কিলোমিটার দূরে মামুদকাটি গ্রামটি। পাশদিয়ে বহে চলেছে কপোতাক্ষ নদ। কোল ঘেঁষে এ পল্লীতে শতাধিক জেলে পরিবারের বসবাস। প্রায় ৫শ বছর ধরে বংশ পরশপরাই এ পেশায় জীবিকা নির্বাহ করে আসছে৷ ঝড়ঝঞ্চট, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নদের পাড় আঁকড়ে বাস করছে এ পরিবার গুলো। শুধু ভিটার সামান্য জায়গা ছাড়া কোন আবাদি জমি নেই এখানকার জেলেদের। এ গ্রামের বৃদ্ধ-বৃদ্ধার নারায়ণ পরিবারের মাত্র ১০ শতকের ভিটা জমি। বয়সের ভারে ন্যুজ নারায়ণ বিশ্বাস এখন নদী বা সমুদ্রে মাছ ধরতে পারে না তাই নিকটবর্তী মৎস্য ঘের থেকে দু-এক কেজি মাছ কিনে এনে গ্রামের হাটে বিক্রি করে। আর বৃদ্ধা স্ত্রী অমেলা তাদের জীর্ণ কুঠিরের বারান্দায় বসে জাল বুনেন। এ থেকে যা আয় হয় তা দিয়েই কষ্টে দিন কাটে। মাঝে মধ্যে পেটে দানা পানি না পড়লেও খেদ নেই তাদের। তাদের দুঃখ নিজেদের কুঁড়ে ঘরে বসবাস করতে পারছেন না। রাতে একটু স্বস্থিতে ঘুমাতেও পারছেন না তারা। 

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

অমেলা বিশ্বাস জানান, অসহায়ত্বের সুযোগে পাশের প্রভাবশালী অনিল বিশ্বাসের চোখ পড়েছে আমাদের ভিটার উপর। লোভের বশবর্তী হয়ে শেষ সম্বলটুকুর সিংহভাগ জমি জবর দখল করে রাতারাতি ঘর বানিয়েছেন। বাকি এক চিলতে জায়গায় ভাঙ্গা ছোট্ট ওই কুঁড়ে ঘরের বারান্দার এক কোণে অতি কষ্টে নাওয়া খাওয়াসহ রাত যাপন করতে হয়। সেটাও গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে অনিল বিশ্বাস। নানা ভীতি প্রদর্শন করা হচ্ছে আমাদের। সরেজমিনে গেলে দেখা যায়, ঘুণে ধরা কয়েকটি বাঁশের খুঁটি আপ্রাণ চেষ্টা করছে জীর্ণশির্ণ গোলপাতার ঘরটিকে মাথা উচুঁ করে রাখতে। ভিতর দিয়ে তাকাতেই সূর্য্যিমামা কয়েকটা চালের ভিতর দিয়ে উঁকি মারছে। বাহির থেকে  বোঝা যাচ্ছে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাবু দেওয়া হয়েছে। যে কোন দমকা বা ঝড়ো হাওয়ায় ঘরটি মাটিতে মিশে যেতে পারে। 

বৃদ্ধ নারায়ণ বিশ্বাস ও তার স্ত্রী অমেলা বিশ্বাস কান্না জড়িত কন্ঠে প্রতিনিধিকে বলেন, কত ঝড় ঝঞ্ঝার প্রতিকূলতা গেল, একাত্তরে রাজাকারদের তাড়া খেয়েছি তবু এ ভিটেমাটি একদিনের জন্য ছাড়েনি। ওরা ইন্ডিয়ায় গেলি ওদের ভিটে চকি দেছি৷ আজ আমাদের কে ভিটে ছাড়া করতে উটেপড়ে লেগেছে। ঘরটি ঠিকমত বানতি  দেচ্ছে না অনিল বিশ্বাস। এ নিয়ে অনেকবার তাদের হাতে আমরা শারিরীক নির্যাতনের শিকার হইছি। প্রাণভয়ে আমাদের ছেলে চলে গেছে পাটনি পাড়ায়। 

তারা আরও জানান, মোকদ্দমায় উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত আমাদের পক্ষে রায় দিলেও সে রায় তোয়াক্কা করছেন না অনিল বিশ্বাস। সে কারণেই এই ভাঙ্গাচুরা ঘরের স্যাঁৎসেতে  বারান্দায় একপাশে রান্না করি। অন্য পাশে ইটের উপরে কয়েকটি তকতা দিয়ে তাদের থাকতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। অসহায় অমেলাদের একটাই দাবি, খাদ্য চাই না, বস্ত্র চাই না দখলে করে নেয়া তাদের শেষ সম্বল এই পৈত্রিক ভিটের জায়গাটি ফিরে পেতে চাই। ঘরটি সংস্কার করে যেনো শেষ বয়সে মাথা গুঁজতে পারি। এ বিষয় অনিল কৃষ্ণ জানান, এটি আমাদের জমি। কোর্টে মামলা চলছে যে রায় পাবে সেই জমিতে থাকবে। আমি জোর করে জমি দখল করেনি। তবে ঘরবাঁধার ব্যাপারে বাঁধা দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য শংকর বিশ্বাস জানান, আমি অনেকবার মিমাংসার চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শুনচ্ছে না।

 পাইকগাছা গড়ইখালি সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছা গড়ইখালি সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছা গড়ইখালি সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

খুলনা পাইকগাছা উপজেলার গড়ই খালিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও সিপিপি এর ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার গড়ই খালি ইউনিয়ন এর সিপিপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর আয়োজনে, গড়ইখালি ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর ১৮০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংকেতিক যন্ত্রপাতি ও ব্যক্তিগত সরঞ্জাম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ১০ নং গড়ই খালি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম (কেরু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর পাইকগাছা উপজেলা, টিম লিডার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন, বাংলাদেশে হাজার হাজার মানুষ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসাবে বর্তমানে কাজ করছেন। যার মধ্যে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে অর্ধেক নারী স্বেচ্ছাসেবক রয়েছে। তিনি আরও বলেন, আপনারা স্বেচ্ছায় এ কর্মসূচীতে যোগ দিয়েছেন। সিপিপির সাফল্যের জন্য এ বছর জাতিসংঘ থেকে আমরা পুরষ্কার পেয়েছি। এ পুরষ্কার পাওয়ার পিছনে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অবদান সবচেয়ে বেশী। সাধারন মানুষের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে হতে বিভিন্ন দূর্যোগে ২৭ জন প্রাণ দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা দূর্যোগ এলে সেটিকে দৃঢ়তার সাথে মোকাবেলা করার চেষ্টা করেন। এসময় তিনি দূর্যোগ থেকে বাঁচতে ও সমাজকে বাঁচাতে সকল স্বেচ্ছাসেবকদেরকে সময় মত এগিয়ে এসে জনসাধারনের পাশে থাকতে অনুরোধ জানান। ইউনিয়ন টিমলিডার আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ এলাকার বেক্তিবর্গ ও ইউনিয়ন সিপিপির সকল সদস্যগণ।

 খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

‘তথ্য-সংস্কৃতি বিকাশ এবং তথ্য-ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমের সম্প্রসারণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা-মোংলা আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ (বুধবার) খুলনার হোটেল সিটি ইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

 _____প্রধান অতিথির বক্তৃতায় মেয়রবলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো বিদেশী সাহায্য নির্ভর। বিগত ৩০ বছরে বাজেটের আকার ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিদেশী সাহায্য নির্ভরতা কমিয়ে এখন আমাদের বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি। এজন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান। মোংলা বন্দর প্রসঙ্গে সিটি মেয়র বলেন, মৃতপ্রায় বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই বন্দরকে ঘিরে চারপাশে বহু কলকারখানাসহ মোংলা ইপিজেড গড়ে উঠেছে, সেখানে প্রায় পাঁচ হাজার নারী শ্রমিক কাজ করে স্বাবলম্বী হচ্ছে। বন্দরে বিদেশেী জাহাজ আসার পরিমাণ বাড়ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ২০২১ সালে করোনার মধ্যেও বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি পণ্যবাহী জাহাজ খালাস হয়েছে। পদ্মাসেতু চালু হলে এই বন্দরে জাহাজ আসার পরিমান বহুগুণ বৃদ্ধি পাবে, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে এখনই প্রস্তুতি নেওয়ার আহবান জানান। নিয়মিত নদীখনন করে নাব্যতা বজায় রাখা এবং বন্দর সংলগ্ন রাস্তাগুলো ৬ লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন___তিনি।

 __খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, বাগেরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের__সভাপতি শেখ লিয়াকত হোসেন ও মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন (সিএন্ডএফ) এর সভাপতি মোঃ সুলতান হোসেন খান। কী-নোট পেপার উপস্থাপন করেন মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোঃ মাহফুজ আহমেদ। স্বাগত জানান মোংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ মেহবুব হক।

 সাতক্ষীরার রসুলপুরে পুরুষ ও যুবকদের ওরিয়েন্টেশন

সাতক্ষীরার রসুলপুরে পুরুষ ও যুবকদের ওরিয়েন্টেশন

সাতক্ষীরার রসুলপুরে পুরুষ ও যুবকদের ওরিয়েন্টেশন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় মঙ্গলবার, (২৫ জানুয়ারী ২০২২) বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভার রসুলপুর পল্লী সমাজে পুরুষ ও যুবকদের নিয়ে জেন্ডার বৈষম্য দূরীকরণে সংসারে নারী ও পুরুষের সমান অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ওরিয়েন্টেশন করা হয়।

ওরিয়েন্টেশনে নারী এবং পুরুষের মধ্যে জেন্ডার বিষয়ক বৈষম্য মুলক আচরণ নিয়ে আলোচনা করা হয় ও তা প্রতিরোধে পুরুষদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এটা তাদেরকে কাউন্সিলিং করা হয়।


ঘরের কাজে নারী ও পুরুষের সমান অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও পুরুষদের ভুমিকা অনষীকার্য এটা তারা স্বীকার করে প্রতিশ্রুতি বদ্ধ হয় যে তারা এখন থেকেই ঘরের কাজে নারীদের কে সহযোগীতা করবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখবে।

Tuesday 25 January 2022

 পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে সর্ব সাধারণের মাঝে  মাক্স বিতরণ

পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে সর্ব সাধারণের মাঝে মাক্স বিতরণ

পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে সর্ব সাধারণের মাঝে  মাক্স বিতরণ

পাইকগাছায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জন সচেতনতা বৃদ্ধি ও মাক্স ব্যবহার নিশ্চিত করতে থানা পুলিশের উদ্যোগে পাইকগাছা বাজারে পথচারী, ব্যবসায়ী, ভ্যানচালকদের মাঝে মাক্স বিতরণ করেছে। মঙ্গলবার সকালে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম পৌর সদরের কাপড় পট্টি, ফল পট্টি, মাছ বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দোকানদার ও ক্রেতা সাধারণকে মাক্স পারার জন্য উদ্ভুদ্ধ করেন পাশাপাশি ভ্যানচালক, দরিদ্র, পথচারীদের মাঝে বিনামুল্যে মাক্স বিতরণ করেন।  এসময় তিনি বলেন, দেশে করোনা প্রাদুর্ভাব আবারো বেড়ে যাওয়ায় জনসচেতনতার লক্ষে পুলিশ বিভাগ নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, এস আই সুকান্তসহ অনান্য পুলিশ সদস্যগণ।