![]() |
পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তালা সৈকত ফুটবল একাডেমি চ্যাম্পিয়ান |
পাইকগাছা অফিস::পাইকগাছায় রাড়ুলী ইউ.এফ.ডি. ক্লাব আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরার তালা সৈকত ফুটবল একাডেমি চ্যাম্পিয়ান হয়েছে। শুক্রবার বিকেলে রাড়ুলী ষষ্ঠীতলা ফুটবল মাঠে হাজারো দর্ককের উপস্থিতিতে এ খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারলে খেলা টি শেষ পর্যন্ত অমিমাংসিত হয়ে টাইব্রেকারে গড়ায়।
চরম উত্তেজনাপূর্ণ খেলাটি পরবর্তীতে টাইব্রেকারে তালার সৈকত ফুলবল একাডেমী ৫-৪ গোলে সাতক্ষীরা সদরের জি ফুলবাড়িয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। রাড়ুলী ইউ.এফ.ডি. ক্লাব আয়োজিত এ খেলা শেষে প্রতিষ্ঠানের সভাপতি অ্যাড. আব্দুল্লাহ আল মামুন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ (পাইকগাছা- কয়রা)'র সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু ও অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ ফুটবল দলের খোলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেরা খেলোয়ার নির্বাচিত হন সৈকত ফুটবল একাডেমির গোল রক্ষক মিঠুন।
খেলা পরিচালনায় প্রধান রেফারি রাজু আহম্মেদ ও সহকারী মফিজুল ইমলাম ও তপন বাছাড়। ধারাভাষ্যে ছিলেন শাহিন ও মনিরুল ইসলাম। ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ ময়েজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, রাড়ুলী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু, প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, তালা খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইমরান মোড়ল, ছহিল উদ্দীন, ইলিয়াস মোড়ল, সাইফুল ইসলাম, পিযুষ দাশ বাপ্পি, মহিলা ইউপি সদস্য সোনিয়া,প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, কাউন্সিলর গফফার মোড়ল, মোমিনুল ইসলাম, বিমল পাল, পিযুষ সাধু, আনিছ গাজী, আকরামুল ইসলাম সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।