Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Friday 5 August 2022

স্বপ্নবুননে দ্বিতীয় ধাপে পাইকগাছার ভেনামী চিংড়ি পাইলট প্রকল্প

স্বপ্নবুননে দ্বিতীয় ধাপে পাইকগাছার ভেনামী চিংড়ি পাইলট প্রকল্প


পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছাঃ" বিশ্ববাজার ধরতে চাই, বাগদার পাশে ভেনামী চাই" "ভেনামী'র সমৃদ্ধি রপ্তানী'র প্রবৃদ্ধি" শ্লোগানকে সামনে রেখে  পাইকগাছা লোনাপানি কেন্দ্র বিএফআরআই এ ভেনামী চিংড়ি চাষের পাইলট প্রকল্পের আওতায় ২য় বছরের মত ভেনামী চিংড়ির আহরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাইকগাছা লোপাকে ভেনামী চিংড়ির আহরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়াসিন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউট (বিএফআরআই) এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিএফএফইএ সভাপতি মোঃ হুমায়ন কবির,এমইউসী ফুডস লিঃ ডিরেক্টর ঢা.বি মৎস্য বিজ্ঞানের অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম,

শ্যামল দাস, সহকারী কমিশনার (ভূমি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি মোঃ জিয়াউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, লোনা পানি কেন্দ্র বাগমই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক  কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল, দেবাশীষ কুমার মন্ডল, মোঃ মতিউর রহমান,মোঃ হাশমি সাকিব, বৈজ্ঞানিক  কর্মকর্তা শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ আবু নাছের,  রিয়াজ মোর্শেদ রঞ্জু, রাফিয়া আফরিন ও শাহানাজ পারভীন, বিইসিএফএ এ্যাড. রফিকুজ্জামান প্রমূখ।

দেশের প্রথম ভেনামি চিংড়ি চাষের উদ্যোক্তা যশোরের এমইউসি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস বলেন, পৃথিবীর যে কোন দেশের দিকে তাকান তারা ভেনামী চিংড়ি ছাড়া বিকশিত হয়নি। অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় বানিজ্যিক চাষ সম্প্রসারণে প্রথম ৫টি দেশের চিংড়ির উৎপাদন ও রপ্তানিকারকের মধ্যে আমাদের নাম নেই। কারণ আমরা ভেনামীকে বানিজ্যিক ভাবে চাষাবাদ নিতে পারেনি। ক্রেতাদের চাহিদা রয়েছে কম, মধ্যম ও ছোট সাইজের চিংড়ি।সেখানে আমাদের বাগদা পেরে উঠছে না। সাতক্ষীরায় বাগদা ফলন না করায় পতিত আছে ১হাজার হেক্টর জমি। সেখানে আমরা ভেনামী চিংড়ি চাষ করে  লাভবান হতে পারি। প্রত্যেক দেশে আন্তর্জাতিক ভাবে দেখি সরকার এবং প্রাইভেট একসাথে কাজ করে। এটা অনুসরণ করলে বানিজ্যিক ভাবে আমাদেরও সফল হবেই। ১মবারের থেকে ২য় ধাপে এবার উৎপাদন বেশী হয়েছে। ১১হাজার ১শ ১২কেজি পার হেক্টর উৎপাদন হয়েছে। এটা সম্ভব হয়েছে কর্মীদের কর্মদক্ষতা, পুকুরে পানি বেশী, ২য় বছরের মত অভিজ্ঞা ছিল।২০২৩ সালে প্রথম ফলনে ১২ হাজার ১২কেজি পার হেক্টরে উত্তীর্ণ হবে আশা করি। এদেশ চিংড়িতে সমৃদ্ধ হবে। চাষীরা বানিজ্যিক ভাবে চাষের অনুমোদন পাবে।

খুলনার পাইকগাছা লোনা পানি কেন্দ্র বাগমই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম জানান, আমি মনিটরিংয়ের দায়িত্বে আছি। ভেনামি চিংড়ি চাষের জন্য সরকারের নির্দেশে লোনা পানি কেন্দ্রের ৬টি পুকুর উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। ২য় বছরে ১ম ফলনে আহরণকালে সচিব মহোদয় সহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তিনি আরো বলেন, ১টা পুকুরে আহরণ শুরু হয়েছে। এখনো ৫টা বাকী। সম্পূর্ণ আহরণ হলে কত টাকা খরচ হল, উৎপাদন কত, ইনকাম কত হল, রোগবালাই, পরিবেশের উপর প্রভাব সবকিছু কারিগরি কমিটি বিশ্লেষণ করে সুপারিশ করা হবে।

স্বপ্নবুননে দ্বিতীয় ধাপে পাইকগাছার ভেনামী চিংড়ি পাইলট প্রকল্প

ভেনামী চিংড়ি সম্পর্কে  দৈনিক জন্মভূমির প্রতিনিধি পূর্ণ চন্দ্র মন্ডল এর সাথে আলাপচারিতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাজারে ভেনামী চিংড়ির চাহিদা বৃদ্ধি পেয়েছে। গবেষণায় দেখা গেছে বিশ্ব বাজারে বর্তমানে ৭২% ভেনামী চিংড়ির দখলে। বাকী ২৮% নিয়ে আমাদের প্রতিযোগিতা করতে হয়। সেজন্য বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভেনামী চিংড়ি চাষ গুরুত্বপূর্ণ।  আমরা পরীক্ষামুলক বা গবেষণামুলক ভাবে এটা শুরু করেছি। পরিবেশের উপর, অর্থনীতির উপর কিরুপ প্রভাব ফেলে, কোন রোগবালাই আছে কি না? অন্যান্য সবকিছু বিচার-বিশ্লেষন করে যাচাই কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে ভিনামী চিংড়ি আমাদের দেশে বানিজ্যিক ভাবে চাষ করা যাবে কিনা? আমাদের মনে রাখতে হবে বাগদা জিআই পণ্য, বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ববাজারে সমাদিত। এর দাম একটু বেশী। 

আমাদের ঘের সুনির্দিষ্ট করা আছে। এটা থেকে অন্য স্পেসাইস কমে যাবে। চ্যালেঞ্জ একটাই বাগদার উপর ভেনামীর কি প্রভাব পড়ে? সবকিছু মিলায়ে ফলাফল পজেটিভ হলে দেখ কি করা যায়?মুলত  বাংলাদেশে খুলনা জেলার পাইকগাছায় সর্বপ্রথম ভেনামি চিংড়ি চাষের জন্য পাইলট প্রকল্প হিসাবে এর কার্যক্রম শুরু হয়েছে। এই পাইলট প্রকল্পের  উপরনির্ভর করছে দেশে ভেনামি চিংড়ি চাষের ভবিষ্যৎ। তবে, নানা প্রতিকূলতার মধ্যেও প্রথমধাপে সফলতা সন্তোষজনক। দ্বিতীয় ধাপেও সন্তোষজনক ভাবে বাড়ছে। ০.৪ হেক্টর পুকুরে ৮৮দিনে ৪ হাজার ৪শ ৪৫কেজি ভেনামী চিংড়ি উৎাপদিত হয়েছে। হেক্টর প্রতি ১১হাজার ১শ ১৩কেজি। কাজেই ভেনামীর সফলতায় চাষীরা বানিজ্যিক ভাবে চাষাদের স্বপ্নবুনছে। 

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ হিমায়িত চিংড়ি রপ্তানি দিন-কে দিন কমে যাচ্ছে। গবেষণায় দেখাগেছে বিশ্ব বাজারে বর্তমানে ৭২% ভেনামী চিংড়ির দখলে। বাকী ২৮% নিয়ে আমাদের প্রতিযোগিতা করতে হয়। সেজন্য বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভেনামী চিংড়ি চাষের বিকল্প নেই। সে লক্ষ্যে সরকার রপ্তানিকারকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি থাইল্যান্ড থেকে ভেনামি প্রজাতির চিংড়ির পোনা এনে খুলনা অঞ্চলের আটটি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক চাষের অনুমতি দেয় মৎস্য অধিদপ্তর। তারমধ্যে যশোর এমইউসি ফুডস লিঃ মৎস্য অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অধীনে খুলনা পাইকগাছার লোনা পানি গবেষণা কেন্দ্রে ভেনামি পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু করছে। গত বছর ৩১ মার্চ এমইউসি ফুডস থাইল্যান্ড থেকে ১০ লাখ ভেনামি জাতের পোনা আমদানি করে। চারটি পুকুরে ভেনামী চিংড়ি চাষ শুরু করেন। থাইল্যান্ড থেকে পাইকগাছা পর্যন্ত ট্রান্সজিট গ্যাপ/ পরিবহনজনিত সমস্যার কারণে ৭ লাখ ৬২ হাজার পোনা জীবিত থাকে। ফলে ২৪% লস হয়। পুকুরের আয়তন ১.৬১হেক্টর। ৯২ দিন থেকে মাছ ধরা শুরু এবং শেষ হয় ১০৯ দিনে। ধারনা করা হচ্ছে ৩ মাস পর থেকে আহরণ করা যায়। মোট উপাদন হয় ১৩ হাজার ৮ শ ৯৬ কেজি। পার হেক্টরে ৮.৬২ মেক্ট্রিক টন। ৫শ টাকা কেজি দরে দুবাইতে রপ্তানী করা হয়। পাইলট প্রকল্পের অংশ হিসাবে এটি পর্যবেক্ষণ কালে কিছু নির্দেশনা বা আরো নিবিড় ভাবে মনিটরিং করতে দ্বিতীয় পর্যায়ে চাষাবাদ করা হয়েছে। মাঝে লবনাক্ততা কম থাকায় বিলম্ব হয়েছে। পরবর্তীতে ২০-২০২১অর্থ বছরে ১০মে রাতে একই পদ্ধতিতে এমইউসি ফুডস ১২লাখ পোনা আনে। ৯ লাখ ৬৮ হাজার ২শ ৭৪টি পোনা জীবিত বাকিটা মৃত হয়।

Thursday 13 January 2022

 খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও গুণীজন সম্মাননা প্রদান

খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও গুণীজন সম্মাননা প্রদান

খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ও গুণীজন সম্মাননা প্রদান

মোঃসাইফুল ইসলামঃঃ খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগ গুণীজন সম্মাননা ও পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজার চত্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়। জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুণীজনদের সম্মাননা প্রদান ও প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি তার বক্তৃতায় বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তেমনি সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। আমি এ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাই আমার জীবন উৎসর্গ করেছি। আমি আজীবন মানুষের সেবাই কাজ করে যেতে চাই। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে মুখ‍্য আলোচক ছিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ঢাকার প্রফেসর ড. সন্দীপক মল্লিক। বিশেষ অথিতির বক্তব্য রাখেন পাইকগাছা লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমিরন কুমার সাধু, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এ্যাড. শফিকুল ইসলাম কচি, গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, যুবলীগ নেতা আজিজুল হাকিম, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক ঘোষ। হাসনা খাতুন সুমাইয়া ও রোজী সিদ্দীকার উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ হারুন-অর রশিদ হিরু, পাইকগাছা পৌরসভার যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসকাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, সাংবাদিক সাইফুল ইসলাম, নুর আলী মোড়ল, সৈয়দ আব্দুল্লাহেল হাদী, নলিনী কান্ত সানা, পঞ্চানন সরকার প্রমুখ। সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১০জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সম্মাননায় প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, উপকূলীয় মৎস্য গবেষনায় ড. মোঃ লতিফুল ইসলাম, সাংবাদিকতায় এনামুলহক, শিক্ষায় রহিমা আখতার সম্পা, বাংলা সাহিত্যে ছড়ায় যোগেন্দ্রনাথ চট্রোপধ্যায়, বাংলা সাহিত্যে প্রবন্ধে সৈয়দ আব্দুল্লাহেল হাদী, বাংলা সাহিত্যে কবিতায় দেবতোষ কুমার রায়, বাংলা সাহিত্যে কবিতায় সুশান্ত বিশ্বাস, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ মোঃ হারুন, সমাজ সেবায় পিযুষ কান্তি সাধু, কৃষি উদ্যোক্তা অশোক কুমার পাল। অনুষ্ঠানের প্রথম পর্বে সাহিত্য আসরে কবিতা পাঠ ও শেষে অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, নুর আলী মোড়ল, অনন্দ্য কান্তি সাধু তুর্য, রোজী সিদ্দীকি। অনুষ্ঠানে খুলনা, সাতীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Saturday 6 November 2021

 পাইকগাছায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার -suprovatpaikgachha.com

পাইকগাছায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার -suprovatpaikgachha.com



স্নেহেন্দু বিকাশ-পাইকগাছায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হযেছে।শনিবার সকালে হরিঢালী ইউপির সলুয়া পল্লী বিদ্যুৎ সাবসেষ্টশন এর কাছের জলাশয়ে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওসি জিয়াউর রহমান অজ্ঞাত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোট করেন। ধারনা করা হচ্ছে হতভাগ্য এ ব্যক্তিকে শ্বাসরোধ করেে মারা হতে পারে। তদন্তের জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত সিআইডি ও পিবিআই ঘনটাস্থলে পৌছানোর কথা ছিল। এ বিষয়ে ওসি জিয়াউর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা সহ সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Thursday 4 November 2021

 পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্মবার্ষিকী পালিত-suprovatpaikgachha.com

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্মবার্ষিকী পালিত-suprovatpaikgachha.com

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্মবার্ষিকী পালিত-
পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্মবার্ষিকী পালিত





পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃতি, সম্মাননা, ও পুরস্কার প্রদান। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান । উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দীন ফিরোজ বুলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ড. সন্দীপক মল্লিক, কাজী পরিবারের সদস্য কাজী জামানউল­াহ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পাইকগাছা শাখার সভাপতি প্রভাষক মোঃ মোমিন উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলাম খোকন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু।

এ্যাড. শফিকুল ইসলাম কচির উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কাজী আবুল বাসার, যুবলীগ নেতা এস.এম আজিজুল হাকিম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ফিরোজ আহম্মেদ, এস.এ সবুর, প ান্ন মল্লিক, কবি মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, রজি সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, ছাত্রলীগনেতা রাইহান পারভেজ রনি, হাসনা খাতুন সুমাইয়া ও অসীম রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. স.ম বাবর আলী ও গবেষণা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রফেসর ড. সন্দীপক মল্লিক কে কাজী ইমদাদুল হক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় প্রথম মোছাঃ তনুজা খাতুন, দ্বিতীয় সুমাইয়া সুলতানা ও তৃতীয় ফারিশা আকবর সপ্তর্ষী জ্যোতিসহ ৪০ জন ছাত্র ছাত্রী কে পুরষ্কার প্রদান করা হয়েছে।

উলে­খ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা স্মারক প্রদান করছে। 

অনুষ্ঠানে বক্তারা উপমহাদেশের কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন, সাহিত্যিকের পত্রিক পতিত জমি উদ্ধার প‚র্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং “আব্দুল­াহ” উপন্যাস পুনরায় অন্তর্ভ‚ক্ত করার দাবী জানান।

Tuesday 2 November 2021

খুলনার পাইকগাছার  লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন-.suprovatpaikgachha.com

খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন-.suprovatpaikgachha.com


খুলনার পাইকগাছার  লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন
খুলনার পাইকগাছার  লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন 


খুলনার পাইকগাছার  লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১ টায়  ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচীব জাবেদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন অভিষিক্ত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।বক্তব্য রাখেন  ইকবাল হোসেন খোকন,নব নির্বাচিত সদস্য রীনা পারভীন,চম্মা বেগম, বিনতি বিশ্বাস,বাবলু সরদার,স্বপন রায়,মঙ্গল চন্দ্র মন্ডল,বিজন হাওলাদার,পুলকেশ রায়,আজিজুল বিশ্বাস,কুমারেশ মন্ডল, ফেরদাউস ঢালী ও শওকাত হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কালিপদ মন্ডল,মৃগঙ্গ বিশ্বস,সোহরব হোসেন,ও গোলক বিহারী মন্ডল। সহকারী ইউপি সচীব বীথিকা রানী দাসের পরিচালনা দাসের পরিচালনা অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে ফুলে ফুলে শিক্ত করেন ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক, পেশাজীবি সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। বিশাল মটর সাইকেল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানে অনুষ্ঠান যোগ দেন হাজার মানুষ। অভিষেক শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বররা দায়িত্ব গ্রহন করেন।


 পাইকগাছা পৌরসভায় সড়কের উন্নয়ন-suprovatpaikgachha.com

পাইকগাছা পৌরসভায় সড়কের উন্নয়ন-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com


স্নেহেন্দু বিকাশ-পাইকগাছায় পৌরসভায় ৬২ লাখ টাকা ব্যয়ে হাসপাতাল রোডের ওয়াপদা ঘাট হতে শিবসা ব্রীজের মাছকাটা অভিমুখি সংযোগ সড়কে ড্রেস কার্পেটিং এর উন্নয়ন কাজ চলছে। মঙ্গলবার সকালে উন্নয়ন কাজের তদারকি করেন প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু ও কাউন্সিলর সহ ঠিকাদার প্রতিষ্ঠানের লোক।



 পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে হরিঢালী ইউপিতে ভোট হচ্ছে

পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে হরিঢালী ইউপিতে ভোট হচ্ছে


পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে হরিঢালী ইউপিতে ভোট হচ্ছে
 পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে হরিঢালী ইউপিতে ভোট হচ্ছে


স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায হরিঢালী ইউপিতে শান্তিপুর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সলুয়া রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

সোট ভোটার ১৬৫০ জন। প্রিজাইডিং অফিসার ফারুক হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১১২৫ টি। তবে পুরুষের উপস্থিতি খুবই কম।

মেম্বর প্রার্থী ফারুক হোসেন,সিরাজুল মোড়ল সহ সংরক্ষিত মহিলা প্রার্থী ভানু বেগম সহ স্থানীয়রা বলেন ভোট খুবই নিরপেক্ষ হচ্ছে।

 কয়রায় ঝুপড়ি বেঁধে দুর্বিষহ জীবনযাপন; ঘরে ফেরার আর কত দেরি-suprovatpaikgachha.com

কয়রায় ঝুপড়ি বেঁধে দুর্বিষহ জীবনযাপন; ঘরে ফেরার আর কত দেরি-suprovatpaikgachha.com

কয়রায় ঝুপড়ি বেঁধে দুর্বিষহ জীবনযাপন; ঘরে ফেরার আর কত দেরি
 কয়রায় ঝুপড়ি বেঁধে দুর্বিষহ জীবনযাপন; ঘরে ফেরার আর কত দেরি



ইট বসানো রাস্তায় সবুজের ফাঁকে চিকচিক করে সূর্যের আলো। সে আলো এসে পড়ে অস্থায়ী ঘরের চালে। কিন্তু সব ঘরে তো আর টিনের চাল নেই। তালপাতা আর কাগজ জোড়াতালি দিয়ে বানানো ঘরের চাল আর বেড়ার ফাঁক দিয়ে ঘরে এসে উঁকি দেয় সে আলো। গাদাগাদি করে থাকা ঘরের বাসিন্দারা বের হন বাইরে। দরজার সামনে দাঁড়িয়ে চেয়ে থাকেন অচেনা দিগন্তের দিকে। দূরে তখন পানি, তাঁদের ভিটেমাটি ভাসিয়ে নিয়ে যাওয়া পানি। চোখের পানি শুকালেও সে পানি আর শুকায় না। ফেরা হয় না আপন আলয়ে।

পাঁচ মাস ধরে এমনই চিত্র দেখা যাচ্ছে খুলনার কয়রা উপজেলার হরিহারপুর গ্রামের রাস্তা ও গাতিরঘেরীর বেড়িবাঁধে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে বেড়িবাঁধের ভাঙনে সর্বস্ব হারানো উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরীর মানুষেরা এখনো ঘরে ফিরতে পারেননি। ঝুপড়ি বেঁধে এখানেই দুর্বিষহ জীবনযাপন করছেন। গত শুক্রবার প্রাথমিকভাবে জোয়ারের পানি আটকানো গেলেও সম্পূর্ণভাবে পানি নিষ্কাশন করা যায়নি। ফলে নিজেদের জায়গায় ঘর বাঁধার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জোয়ারে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় উপজেলার ৪টি ইউনিয়নের ৪০টি গ্রাম। বিধ্বস্ত হয় ১ হাজার ২৫০টি ঘর। ভেঙে যায় বেড়িবাঁধের ১২টি পয়েন্ট। স্বেচ্ছাশ্রমে ১০টি পয়েন্ট ঠিক করা সম্ভব হলেও উত্তর বেদকাশি ইউনিয়নের গাতিরঘেরী ও মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ দশহালিয়ার দুইটি পয়েন্ট ঠিক করা যায়নি। এ দুই জায়গায় বাঁধ না হওয়ায় প্রায় ১৩০টি পরিবার বেড়িবাঁধে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। বসতবাড়ি হারিয়ে পাউবোর বাঁধ ও হরিয়ারপুরে ইটের রাস্তার ওপর পলিথিন ত্রিপলে মোড়ানো অস্থায়ী ঝুপড়ি ঘর বেঁধে পরিবার নিয়ে পাঁচ মাস ধরে বাস করছেন অনেকেই। এসব ঝুপড়ি ঘরে পরিবারের সব সদস্য মিলে কষ্টে রাত কাটাতে হয়। পুরুষ সদস্যরা দিনের বেলা কাজে চলে গেলে একটু স্বস্তি পায় অন্যরা। তবে নেই খাওয়ার পানি, স্যানিটেশন ও গোসলের ব্যবস্থা। নিরাপত্তা ও চিকিৎসা তো দুরাশা।

গাতিরঘেরীর গণেশ গাইন বলেন, ‘ঘরবাড়ি কিছু নেই। সব ইয়াসে ধ্বংস হয়ে গেছে। সবকিছু হারিয়ে পাঁচ মাস ধরে ছেলেমেয়ে নিয়ে ঝুপড়ি বেঁধে বাস করছি। পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের গাফিলতির কারণে বাঁধ নির্মাণে দেরি হয়েছে। বেঁচে থাকার তাগিদে পানি নেমে গেলে নতুন করে আবারও ঘর তুলব।’ অলোকা রানী বলেন, ‘সবকিছু হারিয়ে ইয়াসের পরের দিন থেকে খুপরি বেঁধে ইটের রাস্তার ওপর ছেলে-মেয়ে ও শ্বশুর-শাশুড়ি নিয়ে একসঙ্গে থাকছি। কবে নাগাদ আমাদের ভিটায় ফিরতে পারব জানি না। কষ্টের মধ্য দিন যাচ্ছে। বাঁধ হওয়ায় আবারও ভিটায় ফেরার স্বপ্ন দেখছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, গাতিরঘেরীতে গত শুক্রবার ক্লোজার আটকানো সম্ভব হয়েছে। এখন আর জোয়ারের পানি ঢুকছে না। সম্পূর্ণ পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।

 পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত-.suprovatpaikgachha.com

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত-.suprovatpaikgachha.com

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
 পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত



((মোঃ আব্দুল আজিজ.)) পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

এ্যাডঃ শফিকুল ইসলাম কচি’র স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে। বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত যুবক নিজাম উদ্দীন ও মোনালিসা।

  বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছায়-suprovatpaikgachha.com

বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছায়-suprovatpaikgachha.com


বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছায়


((মোঃ আব্দুল আজিজ.)) পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সুন্দরবন মার্কেট চত্বরে সংগঠনের সভাপতি অমরেশ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের স ালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ।

বক্তব্য রাখেন, গাজী শহিদুল ইসলাম খোকন, আলহাজ রেজাউল করিম, আলহাজ জয়নাল আবেদীন মিঠু, কোরবান আলী, পলাশ রায়, উদয় কুমার সাধু, আব্দুল্লাহ আল—মামুন, উত্তম কুমার দেবনাথ, ইকরামুল ইসলাম, সাদেকুর রহমান, আলহাজ¦ শেখ মুশরাফুল আলম ও অরুন কুমার মন্ডল।

Monday 1 November 2021

  শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে'এমপি বাবু

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে'এমপি বাবু

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে'এমপি বাবু
  




মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

 সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, রাজনীতি ক্ষমতার জন্ম দেয়, ক্ষমতা রাজনীতির জন্ম দেয় না। ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ ভালো জায়গায় আসতে পারেনি। বঁাকা পথে না চলতে এমপি বাবু দলের প্রতিটি নেতাকর্মীদের নির্দেশ দেন। এমপি বলেন, আমি দলের পরিচয়ে পরিচিত। দল সুসংগঠিত হলে আমরা সকলে ভালো থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারাকে অব্যহত রাখতে হলে, দলকে ক্ষমতায় রাখতে গেলে, দলকে সুসংগঠিত করতে হবে। এখন অনেকে বলেন আমি আমলীগ করি। সঠিকভাবে আওয়ামীলীগও অনেকেই উচ্চরন করতে পারেন না। এমন লোকদেরকে দলে স্থান না দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন। আগামী ৬ নভেম্বর খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সন্মেলন উপলক্ষে পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রবিবার  পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আ’লীগ নেতা বিভুতি ভুষন সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি গাজী মহাসিন রেজা, শিবানন্দ রায়, জি এম কামরুল হাসান,, জি এম বাসারুল ইসলাম, সুজন কুমার রায়, মোঃ সিরাজুল ইসলাম (ছোট), দপ্তর সম্পাদক প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, বিশ্বজিত অধিকারী, অমল রাজ মন্ডল, বিমল কৃষ্ণ গাইন, মনোজ কুমার মন্ডল, পলাশ রায়, , অসিত কুমার মন্ডল, শেখ আফজাল হোসেন, অরবিন্দু কুমার সানা,  কপিলমুনির সভাপতি প্রভাষক কামাল হোসেন, গদাইপুরের সভাপতি আক্কার আলী, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ। 

Sunday 31 October 2021

 পাইকগাছায় মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত-

পাইকগাছায় মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত-

পাইকগাছায় মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত
 পাইকগাছায় মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত


পাইকগাছায় শ্রীমা সারদা আশ্রমের যুব নারী সংগঠন নিবেদিতা সংঘের উদ্যোগে মহীয়সী নারী ভগিনী নিবেদিতার জন্মদিন উদযাপিত হয়েছে। 

প্রতিটি নারী মহামায়ার অংশ। জগজ্জননী শ্রীমা সারদা ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মা। সর্বভূতে ঈশ্বর দর্শন-এই হলো এই ভাবধারার মূল শিক্ষা। তাই "শিবজ্ঞানে জীবসেবা" বা ”নর রূপী নারায়ণের সেবা"র শিক্ষা হৃদয়ে লালন করে মানুষ হয়ে মানুষকে আঘাত নয় অনেক অনেক ভালোবাসা ও সেবার মানসে মানুষ দাঁড়ায় মানুষের পাশে।

স্বামী বিবেকানন্দের আহ্বানে এই মূল শিক্ষা নিয়ে মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছিলেন ভগিনী নিবেদিতা ।

গত ২৮ অক্টোবর,২০২১ বৃহস্পতিবার ভগিনী নিবেদিতার ১৫৫তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে মানব সেবার মহান ব্রত নিয়ে এগিয়ে এলো "শ্রীমা সারদা আশ্রম " আমিরপুর, পাইকগাছা, খুলনা, বাংলাদেশ-এর যুব নারী সংগঠন "নিবেদিতা সংঘ"

কার্যক্রম:






 * স্বাস্থ্যসচেতনতামূলক প্রচারণা ও ন্যাপকিন বিতরণ । স্থান: চান্নির চক এল সি কলেজিয়েট স্কুল

 *  স্বাস্থ্যসচেতনতামূলক প্রচারণা ও ন্যাপকিন বিতরণ এবং নরনারায়ণ সেবা। স্থান: বাইনবাড়িয়া ঋষিপাড়া।

এই মহতী উদ্যোগে শ্রীমা সারদা আশ্রমের পূজনীয় অধ্যক্ষ ব্রহ্মচারিণী শ্রাবন্তী মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই আয়োজন সফল করার জন্য শ্রীমা সারদা আশ্রমের পক্ষ থেকে তিনি নিবেদিতা সংঘ এবং সহৃদয়ী দাতা ভক্তদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।






পাইকগাছার ১০৮ ইউপি সদস্য শপথ গ্রহণ -suprovatpaikgachha.com

পাইকগাছার ১০৮ ইউপি সদস্য শপথ গ্রহণ -suprovatpaikgachha.com

  

পাইকগাছার ১০৮ ইউপি সদস্য শপথ গ্রহণ

((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছার নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১জন সাধারণ ও ২৭জন সংরক্ষিত সদস্য সহ মোট ১০৮ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। 

গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্যদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা উপহার প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। 

উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, নাহার আক্তার, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।

Saturday 30 October 2021

 পাইকগাছায় ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি-suprovatpaikgachha.com

পাইকগাছায় ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com
 পাইকগাছায় ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি



স্নেহেন্দু বিকাশ- পাইকগাছায় ৩০ অ‌ক্টোবর ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে উপল‌ক্ষে প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকা‌লে পাইকগাছা থানা চত্ব‌রে অ‌ফিসার ইনচার্জ জিয়াউর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এ প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়। সভা সু‌ত্রে জানা গে‌ছে, অাগামীকাল শ‌নিবার দেশব‌্যাপী কর্মসু‌চির অংশ হিসা‌বে সকাল ১০টায় র‌্যালী শে‌ষে থানা চত্ব‌রে অা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌বে। এ সভায় প্রধান অ‌তিথী হিসেবে উপ‌স্থিত থাক‌বেন সংসদ সদস‌্য অাক্তারুজ্জামান বাবু সহ স্হানীয় নেতৃবৃন্দ। প্রস্তু‌তি সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা পু‌লি‌শিং ক‌মি‌টির সভাপ‌তি মোঃ দাউদ শরীফ সহ উপ‌জেলা ও ইউ‌নিয়ন ক‌মি‌টির সভাপ‌তি , সম্পাদক‌দের ম‌ধ্যে নির্মল চন্দ্র মন্ডল, অারশাদ অালী বিশ্বাস, ইকবাল হো‌সেন খোকন, স্নে‌হেন্দু বিকাশ, এস এম শাহাবুদ্দীন শাহীন, সা‌য়েদ অালী মোড়ল কালাই, বিভু‌তি ভুষন সানা, র‌ফিকুল খান, গৌতম রায় , টি এম হাসানুজ্জামান, না‌হিদ হাসান বাবু সহ অ‌নে‌কে।
 পাইকগাছায় পুলিশিং ডে সভায় চুরি-ডাকাতি মাদক  জুয়া ও অপরাধ প্রবনতা রোধে চালেঞ্জ ঘোষনা-suprovatpaikgachha.com

পাইকগাছায় পুলিশিং ডে সভায় চুরি-ডাকাতি মাদক জুয়া ও অপরাধ প্রবনতা রোধে চালেঞ্জ ঘোষনা-suprovatpaikgachha.com




স্নেহেন্দু বিকাশ-পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে-২১'র সভায় বক্তারা চুরি-ডাকাতি, মাদক-জুয়া,বাল্য বিয়ে,সন্ত্রাসী কর্মকান্ড সহ অপরাধ প্রবনতা রোধে চালেঞ্জ ঘোষনা করেছেন। সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ,সিভিল প্রশাসন,জনপ্রতিনিধি,শিক্ষক,ইমাম-পুরোহিত ও সাংবাদিকেরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে  এটা সম্ভব এবং এ জন্য সরকার কাজ করে চলেছেন।নানা আয়োজনে এ উপলক্ষে শনিবার সকালে থানা চত্বর থেকে বনার্ড্য শোভাযাত্রা শেষ করে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন এএসপি ( ডি সার্কেল) সাইফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান,উপজেলা পুলিশিং ফোরাম এর সম্পাদক লস্কর ইউপি চেয়ারম্যানকে,এম,আরিফুজ্জামান তুহিন,মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ানম্যান আবুল কালাম আজাদ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার,রিপন মন্ডল, জি,এম,আব্দুস ছালাম কেরু,কাজল কান্তি বিশ্বাস,শাহাজাদা আবু ইলিয়াস শোখ জিয়াদুল ইসলাম জিয়া,অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এমএমএ অঃ রাজ্জাক। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পুলিশং ফোরাম এর সভাপতি -সম্পাদক,শিক্ষক ও ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন,নির্মল মন্ডল, আরশাদ আলী বিশ্বাস,সাধন ভদ্র,সায়েদ আলী মোড়ল কালাই,এসএম শাহাবুদ্দিন শাহীন, আঃ রউফ বিশ্বাস, হাফিজুর রহমান,জাকারিয়া হোসেন,হারুনর রশীদ হিরো,রমজান সরদার,অসীম মন্ডল, আঃ কাইয়ুম সহ অনেকে

Thursday 28 October 2021

 পাইকগাছায় গ্রাহক সেবায় পল্লীবিদ্যৎ এর ফেজবুক লাইভ আসর-suprovatpaikgachha.com

পাইকগাছায় গ্রাহক সেবায় পল্লীবিদ্যৎ এর ফেজবুক লাইভ আসর-suprovatpaikgachha.com


suprovatpaikgachha.com


গ্রাহকসেবাই পল্লীবিদ্যৎ এর ফেজবুক লাইভ আসর অনুষ্ঠিত হবে ৩১নভেম্বর। এ উপলক্ষ্যে রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ আসরে সরাসরি যুক্ত থাকবেন খুলনা জেলা পল্লী বিদ্যৎ সমিতির অন্তর্গত পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী। 

এসময় পাইকগাছা জোনাল অফিসের ফেজবুক পেজের ওয়ালে এসে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ লাইভে যুক্ত হয়ে গ্রাহক পর্যায়ের পল্লীবিদ্যৎ এর সম-সাময়িক নানাবিধ সমস্যামূলক প্রশ্নের সরাসরি উত্তর পওয়া যাবে। 

পাশাপাশি পল্লী বিদ্যৎ সম্পর্কে মতামত জানানোর সুযোগ রয়েছে। মূলত বরাবরের মতো এবারোও লাইভে সেবা গ্রহিতা ও অংশীজনদের অবহিতকরণ প্রতিপাদ্য এঅনুষ্ঠানের মূল বিষয়বস্তু। 

উল্লেখ্য, ২৭অক্টোবর পাইকগাছা জোনাল অফিস, খুলনা পল্লী বিদ্যৎ সমিতির মনোগ্রাম সম্বলিত প্যাডে ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী স্বাক্ষরিত একটি প্রেসনোটের মাধ্যমে পল্লীবিদ্যৎ এর সংশ্লিষ্ট দপ্তর, পাইকগাছা উপজেলার প্রশাসনিক দপ্তর ও ব্যবসায়িক দপ্তরসহ সকলের অবগতির জন্য প্রেরণ করেছেন।

 পাইকগাছায় গড়ইখালী ইউপির চেয়ারম্যান আঃ   ছালাম কেরু পথে-পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত-suprovatpaikgachha.com

পাইকগাছায় গড়ইখালী ইউপির চেয়ারম্যান আঃ ছালাম কেরু পথে-পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com




স্নেহেন্দু বিকাশ- পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম কেরু গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় হতে শপথ গ্রহণ করে ইউনিয়নে পৌছানোর পথে পথে উপছে পড়া শত-শত নারী-পুরুষ মানুষ কেরু কে স্বাগত জানান। সন্ধ্যায় এলাকাবাসী ইউনিয়ন পরিষদকে আলোক সজ্জায় সজ্জিত করে। এর পর ইউনিয়ন পরিষদ চত্তরে গণসংবর্ধনা প্রদান করা হয়। সাবেক প্রধান শিক্ষক দিলীপ সানার সভাপতিত্বে এবং শিক্ষক গনেশ মন্ডল ও ছাত্রলীগ নেতা ইমরানুল করিম নাছিমের পরিচালনায় বক্তব্য রাখেন অবঃ শিক্ষক অনিল কৃষ্ণ,শিক্শ দীলিপ মন্ডল, নব নির্বাচিত ইউপি সদস্য মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল,গাওসুল হক,আক্তার গাইন,বিকাশ মন্ডল,অচিন্ত সরদার,আয়ুব আলী,আব্বাস মোল্যা,রমেশ বর্মন,আব্দুস সাত্তার নুনতু,বিভাষ বাছাড়, যমুনা বৈদ্য, শিউলি মনি,নাছিমা আক্তার,আলহাজ্ব আয়ুব আলী,আবুল কালাম আজাদ,প্রভাযক ইমতিয়াজ হোসেন,পোস্ট মাষ্টার আলতাফ হোসেন,ডাক্তার নজরুল ইসলাম। ছাত্রলীগ নেতা মওদুদ আহমেদ,সাদ্দাম হোসেন, শেখ ওসমান, ধ্রুব সরকার ,সামাজিক সংগঠনের এস, এম আরাফাত হোসেন রায়হান, আল আমিন হোসেন লিটন, সৌরভ সহ অনেকে।
 পাইকগাছায় সনদপত্র বিতরন অনুষ্ঠানে সমৃদ্ধ জাতি গঠনে নারী জাগরনের কোন বিকল্প নেই-এমপি -suprovatpaikgachha.com

পাইকগাছায় সনদপত্র বিতরন অনুষ্ঠানে সমৃদ্ধ জাতি গঠনে নারী জাগরনের কোন বিকল্প নেই-এমপি -suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com

 পাইকগাছায় সনদপত্র বিতরন অনুষ্ঠানে সমৃদ্ধ জাতি গঠনে নারী জাগরনের কোন বিকল্প নেই-এমপি 




স্নেহেন্দু বিকাশ- খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র  সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দেশ জাতির অগ্রগতি ও সমৃদ্ধ জাতি গঠনে নারী জাগরণের কোন বিকল্প নেই এবং সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছেন।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা বালিকা বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা শেখ নজির আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী নারীদের মাঝে প্রশিক্ষন ও সনদ পত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এমপি বাবু আরো জানান, বর্তমান নারী বান্ধব সরকার  নারীদেরকে প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন এবং তারা সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি প্রশিক্ষন কর্মসূচি কাজে লাগিয়ে নারী উদ্যোক্তা সৃষ্টির আহবান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে  সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপ-পরিচালক হাসনাত হেনা, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিইও নার্গিস ফাতেমা জমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও শরিফুল ইসলাম কাজলের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক অজিত কুমার সরকার ও মোঃ খালেকুজ্জামান, ফাউন্ডেশনের ইকবাল হোসেন, নিত্যানন্দ রায়, মাসুম হোসেন, যুবলীগ নেতা শামীম সরকার, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শফিকুল ইসলাম, তছলিম হুসাইন তাজ, , ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ অনেকে।

Wednesday 27 October 2021

 পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি    ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ-suprovatpaikgachha.com

পাইকগাছায় স্কুলে অনিয়ম ও বঙ্গবন্ধু কর্নারের ছবি ম্যানেজিং কমিটির সভাপতির পাল্টা অভিযোগ-suprovatpaikgachha.com


.suprovatpaikgachha.com




স্নেহেন্দু বিকাশ- পাইকগাছার শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহমত আলী জোয়াদ্দার অভিযোগ করেছেন, মিথ্যা ভাবে বিদ্যালয় প্রধান শিক্ষক জয়া রানী দাশকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল সরেজমিনে স্কুলে গেলে তিনি পিটিএ' কমিটির সভাপতি হারিছ হোুসাইন জিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেন। তিনি আরোও জানান, প্রধান শিক্ষক একজন অভিজ্ঞ শিক্ষক। স্কুলের শিক্ষার্থীদের রিজাল্টও ভাল। স্কুলে কোন কিছুর সমস্যা হলে সেটা পরস্পরে আলোচনা করে সমাধান করা যেত,কিন্তু কমিটির কারোর সাথে মতামত না নিয়ে হুট করে উপ-কমিটির সভাপতি হরিছ হোসাইন জিয়া ক্ষোদ বি,এন,পি'র লোক হয়ে ১৫ আগস্ট নিয়ে মন্তব্য বা বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি নোংরা পরিবেশে এলো-মেলো অবস্থায় রাখা প্রধান শিক্ষককের নামে এমন অভিযোগ তোলা এটা অতিরিক্ত দরদ দেখানো ও পরিকল্পিত অভিযোগ।

.suprovatpaikgachha.com





এ সম্পর্কে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি জি,এম,সিরাজুল ইসলাম জানান, আমরা নিয়মিত ম্যানেজিং সভায় আয়-ব্যয় সহ বিবিধ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করি।,কিন্তু বিদ্যালয়ে কোন অনিয়ম বা বঙ্গবন্ধু কর্নারে নোংরা পরিবেশ থাকলে সেটা আলোচনা করা যেত। তা না করে পিটিএ সভাপতি হঠাৎ করে প্রধান শিক্ষকের নামে অভিযোগ করলেন এতে ম্যানেজিং কমিটির ভাবমূর্তি ও বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ আরশাদ আলী বিশ্বাস বলেন,হরিছ হোসাইন জিয়া নিজেই বি,এন,পি'র কর্মী হিসেবে চিহ্নি্ত। সে অতি দরদ দেখিয়ে স্কুলের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা ও তার পরিবারের টাঙানো ছবি নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন। পিটিএ কমিটির সভাপতির আনীত অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জয়া রানী দাশ ব্যাখ্যা দিয়ে বলেন,ম্যানেজিং কমিটি নিয়মিত সভায়আয়-ব্যয় দেখভাল করে এবং যার হিসাব রশিদ স্লিপ রয়েছে। কিন্তু পিটিএ সভাপতি হরিছ হোসাইন জিয়া অতিরিক্ত ক্ষমতা দেখিয়ে স্লিলিপের টাকা সহ সরকারী অর্থ নিজের মত করে খরচ করতে চায়। যা আমি ও ম্যানেজিং কমিটি দ্বিমত পোষন করি।

.suprovatpaikgachha.com





এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি আরো বলেন, করোনাকালে ১ বছরের উর্ধে স্কুল বন্দ ছিল। স্কুল খোলার পর নীতিমালা অনুযায়ী নিয়মিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয়ে হাজির হচ্ছে। অফিস কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি শোভা পাচ্ছে কিন্তু বঙ্গবন্ধু কর্নারের ছোট্ট রুমের এক পাশ্বে রক্ষিত বঙ্গবন্ধুর ছবি ও চেয়ার টেবিলের ছবি তুলে নোংরামি শুরু করে হয়রানী করার চেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জযা রানী দাশ অভিযোগ করেন। এ সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, পিটিএ কমিটির সভাপতির অভিযোগ বিষয়ে তদন্ত করলে সব কিছু পরিস্কার হওয়া যাবে বলে এমন মন্তব্য করেন
Rahaman and 8 
Like
Comment
Share
 কয়রায় নদীর চর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার-suprovatpaikgachha.com

কয়রায় নদীর চর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার-suprovatpaikgachha.com

suprovatpaikgachha.com
 কয়রায় নদীর চর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার


 কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে নদীর চরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি জোয়ারে পানিতে ভেসে এসে নদীর চরে আটকে যায়। বুধবার সকালে নদীতে মাছ ধরতে যেয়ে কয়েক জন জেলে দেখতে পায়। খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।

মো. রবিউল ইসলাম ( কয়রা থানার ) লাশ উদ্ধারের তথ্য জানিয়ে বলেন, অজ্ঞাত পুরুষ মরদেহটির পরণে কালো ট্রাউজার ও এ্যাশ কালারের ফুল হাতা গেঞ্জি রয়েছে। মুখে হালকা দাড়ি।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের লাশ উদ্ধার হয়। যার কোনো ক্লু পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। এরই মধ্যে আরেকটি লাশ উদ্ধার হল।