![]() |
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পাইকগাছায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা |
পাইকগাছা অফিস:আগামী ১৩ নভেম্বর ২০২৩ তারিখ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ_আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষ্যে সার্কিট হাউজ ময়দানে জনসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে পাইকগাছায় বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের_সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল_মন্টু। প্রধান অতিথি_ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের_সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি_সমিরণ সাধু, যুগ্ম-সম্পাদক আনান্দ মোহন_বিশ্বাস।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ_কামরুল হাসান টিপু'র সঞ্চালনায় বক্তৃতা_করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ_বুলু, নৌকার ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আওয়ামী লীগ নেতা হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম_সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, শামছুর রহমান, ইউনিয়ন আহ্বায়ক_মহাসেন রেজা, শংকর দেবনাথ, সেক্রেটারি নির্মল ঢালী, নির্মল বৈদ্য, বিভূতি ভূষণ সানা, ইকবাল হোসেন, রেজাউল হক, সুকৃতি মোহন সরকার, দ্বিজেন্দ্র নাথ_মন্ডল, পরেশ মন্ডল, কেডি বাবু, আকরামুল ইসলাম, দিপংকর মন্ডল, জগদীশ রায়, নাজমা কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি প্রমুখ।