Showing posts with label কয়রা. Show all posts
Showing posts with label কয়রা. Show all posts

Sunday, 5 January 2025

খুলনার  কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ আ'ট'ক-১

খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ আ'ট'ক-১

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আ'ট'ক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশের  বিশেষ অভিযান চালিয়ে  ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আ'ট'ক করেছে  । এ সময় হরিণের মাংস বহনকারি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী)  সকাল ৮ টার দিকে উপজেলার কালনা বাজার হতে তাকে মাংস  সহ আ'ট'ক করা হয়।  

আ'ট'ককৃত ব্যাক্তি হলেন পাইকগাছা  উপজেলার কাশিমনগর  গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র মোঃ ইকবাল মোড়ল (২৩)।  কয়রা থানার অফিসার ইনচার্জ  ( ওসি) জিএম ইমদাদুল হক  বলেন, এ ব্যাপারে ব'ন্যপ্রানী নিধন আ'ইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জু'ডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিন'ষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জে'ল হাজতে প্রেরন করা হয়েছে।

Wednesday, 16 October 2024

পাইকগাছায় বিশ্ব খাদ্য ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত হয়েছে

পাইকগাছায় বিশ্ব খাদ্য ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত হয়েছে

পাইকগাছা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় বুধবার সকালে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি সপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সাথে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। 

পাইকগাছায় বিশ্ব খাদ্য ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত হয়েছে

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হুদার পরিচালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান,প্রাণী সম্পদ সম্প্রসারণ  কর্মকর্তা পপি রাণী রায়। বক্তব্য রাখেন সাংবাদিক জিএম মিজানুর রহমান, আলাউদ্দিন রাজা,উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ,কৃষক কাজী অহিদুজ্জামান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে শীতকালী সবজির বীচ প্রদান করেন।

Tuesday, 5 September 2023

 পাইকগাছায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে পবিত্র কুমার দাশ এর যোগদান

পাইকগাছায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে পবিত্র কুমার দাশ এর যোগদান

পাইকগাছায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে পবিত্র কুমার দাশ এর যোগদান
 পাইকগাছায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে পবিত্র কুমার দাশ এর যোগদান

পাইকগাছা অফিস::পাইকগাছায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন পবিত্র কুমার দাশ। তিনি রোববার খুলনা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও উপজেলা মৎস্য অধিদপ্তরে যোগদানকৃত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ কে পৃথক পৃথক ভাবে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও সংশ্লিষ্ট দপ্তরের সহকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, সাবেক সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ ও এসডিএফ’এর ক্লাস্টার অফিসার নাসিম আনসারী।  উল্লেখ্য, পবিত্র কুমার দাশ ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০২২ সালের ৪ জুলাই পর্যন্ত পাইকগাছা উপজেলায় কর্মরত ছিলেন। তৎকালীন সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফরিদপুরের মধুখালীতে বদলী করা হয়। তিনি পুরাতন কর্মস্থলে যোগদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র কুমার দাশকে অভিনন্দন জানিয়েছেন এলাকার ঘের মালিক, মৎস্য চাষী ও ব্যবসায়ীরা।

Monday, 28 August 2023

 পাইকগাছার গড়ইখালী বাজারে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ

পাইকগাছার গড়ইখালী বাজারে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ

পাইকগাছার গড়ইখালী বাজারে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ
 পাইকগাছার গড়ইখালী বাজারে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণ

পাইকগাছা অফিস ::পাইকগাছার গড়ইখালী বাজারে সরকারি জায়গার উপর নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেছেন উপজেলা প্রশাসন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী এলাকার জনৈক কামরুল ইসলাম গাইন ২০১৭-১৮ বছরে গড়ইখালী বাজারে ০৩/২০১৭-১৮ বন্দোবস্ত কেস এর মাধ্যমে পিতা কেসমত গাইন এবং ০৪/২০১৭-১৮ বন্দোবস্ত কেস এর মাধ্যমে ও দাদীমা মহরম বেগম এর নামে ১ শতক জমি একসনা বন্দোবস্ত প্রাপ্ত হন। 

বন্দোবস্ত জমির উপর ইতোমধ্যে পাকা টিন সেডের ঘর নির্মাণ করা হয়েছে। এদিকে সরকারি নীতিমালা উপেক্ষা করে বন্দোবস্ত গ্রহীতা কেসমত গাইন ও তার লোকজন বন্দোবস্ত জমির দক্ষিণ পাশের সরকারি অতিরিক্ত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেকরোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু  ঘটনাস্থলে যান। 

এসময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেন। এসময়ে  সার্ভেয়ার কাওছার আহম্মেদ ও গড়ইখালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা জালাল আহম্মেদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু বলেন, অভিযোগ ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সকলের সহযোগীতায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

Wednesday, 9 August 2023

 পাইকগাছায় চিংড়ি ঘেরে যুবকের গলিত লাশ

পাইকগাছায় চিংড়ি ঘেরে যুবকের গলিত লাশ

পাইকগাছায় চিংড়ি ঘেরে যুবকের গলিত লাশ

পাইকগাছা অফিস::পাইকগাছায় চিংড়ি ঘের থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নাম বিশ্বজিৎ সানা (৩৮)। সে নিখোঁজ ছিল। বুধবার সকালে লোক মুখে খবর পেয়ে  সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনেন। নিহত যুবক উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানা (মনু) সানার ছেলে। সে ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। 

স্থানীয়দের প্রাথমিক ধারনা মাছ চুরি সংক্রান্ত বা অন্য কোন কারণে হয়তো তাকে মেরে চিংড়ি ঘেরে ফেলে দেওয়া হতে পারে। পারিবারিক সুত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ৬ আগস্ট রাত ১১ টার পর বিশ্বজিৎ নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মেলেনি। 

সর্বশেষ  গতকাল সকালে বিশ্ব'জিৎ এর  বাড়ী থেকে প্রায় আধা কিঃ মিঃ দুরে আমুরকাটার পঙ্কজ সরদারের ছোট্ট  চিংড়ি ঘেরের মাঝ বরাবর  তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এটা হত্যাকান্ড না অন্য কোন কিছুতে মৃত্যু হল তার রহস্য উদ্ধারের জন্য পুলিশী তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, লাশের সুরোতহাল করে মর্গে পাঠানো হয়েছে। মাছ চুরি সংক্রান্ত হত্যাকান্ড না অসুস্থ্য জনিত মৃত্যু তা নিশ্চিত হতে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তিনি আগাম কোন মন্তব্য করতে রাজি হয়নি।

Wednesday, 26 July 2023

বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের গ্রæপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের গ্রæপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের গ্রæপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত

পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ১ম ও ২য় পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লতার মুনকিয়া অমর কানন, হরিঢালীর রামনাথপুর ও চাঁদখালীর কাওয়ালী: বঙ্গমাতায় গদাইপুর পুরাইকাটি, কপিলমুনির হাউলি প্রতাপকাটি, লতার হাঁড়িয়া খাসমোহল ও গড়ইখালীর বগুড়া সপ্রবি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনুষ্ঠিত খেলায় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মমতাজ বেগম। 

উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার  সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান ও ঝংকার ঢালী, সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, সম্পাদক মোঃ নুরুজ্জামান, প্রধান শিক্ষক ডিএম শফিকুল ইসলাম,সৌরভ রায়, মিলি জিয়াসমিন, অহিদুজ্জামান, দিপংকর সরদার, এস আই আনজির, সহকারী নাজমুল হোসেন, গগন ঢালী, দিপক মন্ডল, রামপ্রসাদ সরদার প্রমুখ। প্রথম পর্বের খেলায় টাইব্রেকারে চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে রাড়ুলী বাঁকা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কে, লতার মুনকিয়া অমর কানন সপ্রবি ৪-০ গোলে সোলাদানার খাটুয়ামারী সপ্রবি কে, দেলুটির দারুনমল্লিক সপ্রবি ১-০ গোলে লস্কর এর খড়িয়া বীণাপানি সপ্রবি কে পরাজিত করে ২য় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। 

দুপুরে ২য় পর্বে খেলায় পাইকগাছা মডেল সপ্রবি ১-০ গোলে গড়ইখালীর বগুড়ারচক সপ্রবি কে করে পরাজিত করে ওয়ার্কোভারে পাইকগাছা মডেল সপ্রবি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পরবর্তীতে লতার মুনকিয়া অমর কানন সপ্রবি ৩-০ গোলে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া হিতামপুর সপ্রবি কে , হরিঢালীর রামনাথপুর সপ্রবি ২-০ গোলে দেলুটির দারুনমল্লিক সপ্রবি কে, চাঁদখালী কাওয়ালী সপ্রবি ২-০ গোলে কপিলমুনি সপ্রবি কে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

অপরদিকে, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে গদাইপুর পুরাইকাটি সপ্রবি,কপিলমুনির হাউলি প্রতাপকাটি সপ্রবি, লতার হাঁড়িয়া খাসমোহল সপ্রবি ও গড়ইখালীর বগুড়া সপ্রবি সেমিফাইনালে উঠেছে। ধারাভাষ্য দেন, মহাসিন আযম, অনুপ কুমার সরকার। খেলা পরিচালনা করেন মোঃ অহিদুল ইসলাম, এসকে আসাদুল্লাহ, ইসরাইল হোসেন, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, রত্নেশ্বর সরকার, খলিলুর রহমান, সোহরাব হোসেন, দীবাংশু মন্ডল।

Thursday, 13 July 2023

 জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
 জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা অফিস:"জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩" উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ' এই শ্লোগান কে সামনে রেখে আগামী ২৪-৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রেক্ষাপটে আলোচ্যসূচি বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। এসময়ে ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান,  মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, 

প্রধান শিক্ষক_রবীন্দ্রনাথ দে, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ-হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান_তুহিন, মান্নান গাজী, আবু শাহাজাদা ইলিয়াস, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, শেখ খোরশেদুজ্জামান ও শংকর কুমার বিশ্বাস, সাংবাদিক আঃ আজিজ, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম  সহ‌বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Friday, 24 March 2023

 পাইকগাছা-কয়রায় ব্যাপক ক্ষতি শিলাবৃষ্টিতে দিশেহারা তরমুজ চাষিরা

পাইকগাছা-কয়রায় ব্যাপক ক্ষতি শিলাবৃষ্টিতে দিশেহারা তরমুজ চাষিরা

পাইকগাছা-কয়রায় ব্যাপক ক্ষতি   শিলাবৃষ্টিতে দিশেহারা তরমুজ চাষিরা
 পাইকগাছা-কয়রায় ব্যাপক ক্ষতি শিলাবৃষ্টিতে দিশেহারা তরমুজ চাষিরা

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::পাইকগাছা-কয়রা'য় চৈত্রের প্রথম সপ্তাহেই টানা দু-তিন দিনের বৃষ্টির সাথে শিলাবৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর আর্থিক মূল্য কোটি টাকার উর্ধ্বে। এতে চরম ক্ষতিমূখে দিশেহারা হয়ে পড়েছে সীমান্তবর্তী দু'উপজেলার  তরমুজ চাষিরা। অক্লান্ত পরিশ্রমে  তিল তিল করে তৈরি করা ক্ষেতে হঠাৎ শিলা বৃষ্টিতে চাষীরা হতাশাগ্রস্থ। স্বপ্ন বুননের প্রারম্ভে এ ক্ষতি ছিল চিন্তার বাইরে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গতবার তরমুজ চাষ হয়েছিল ১৫শ হেক্টর। চলতি বছর তরমুজ চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫শ থেকে ১৬শ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে প্রায়  ১৭শ হেক্টরেরও  জমিতে।

কয়রা উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, গতবার ৬ শ হেক্টর জমির চাষের বিপরীতে চলতি মৌসুমে উপজেলার পাঁচ ইউনিয়নের ১২শ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ করা হয়। তবে শিলা বৃষ্টি তে ২শ হেক্টর জমির তরমুজ নষ্ট হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আবহাওয়া অনুকুলে থাকায় শুরুতেই আগাম জাতের তরমুজের বীজতলা ভাল হওয়ায় ফলন ভাল হয়েছে। রমজানকে সামনে রেখে অধিক লাভের আশায় তরমুজ চাষীরা আশাবাদী ছিল এবারও ভাল ফলন হবে কিন্তু আমবষ্যার কারণে ২/৩ দিনের টানা বৃষ্টি ও শিলা বৃদ্ধিতে তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

 পাইকগাছা-কয়রায় ব্যাপক ক্ষতি শিলাবৃষ্টিতে দিশেহারা তরমুজ চাষিরা

কৃষি অফিস সংশ্লিষ্টরা আরও জানান, তরমুজের আগাম চাষিরা বিশেষ করে কয়রার  চার্ন্নিররচক, হাতিয়ার ডাঙ্গা, চন্ডিপুর, কিনুকাটি এলাকাসহ পাইকগাছার দেলুটিসহ কানাখালী,পাতড়াবুনিয়া, কুমখালীর আংশিক এলাকায়  ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টিপাতে তরমুজের আগাম গুটি ঝরেগেছে। ঝড়ো হাওয়ায় গাছগুলো উলোট-পালট ও তছনছ হয়েছে।  অন্যদিকে বৃষ্টির পর কড়া রৌদ্রের তাপমাত্রায় তরমুজ গাছ শুকিয়ে যাওয়ার চাষিরা আরোও হতাশ হয়ে পড়েছেন। 

এ পরিস্থিতিতে গাছের যৌবন ফিরে পেতে পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম তরমুজ গাছে ছত্রাক নাশক কীটনাশক স্প্রের কথা বলে অফিস বা স্ব স্ব ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। কানাখালী বাসিন্দা তরমুজ চাষি বিজয় রায়, শিবানী সরদার, পাতড়াবুনিয়া বাসিন্দা সাবেক ইউপি সদস্য মোঃ ইয়াসিন আলী ও রাজ্জাক সরদার বলেন, শিলা বৃষ্টিতে তরমুজের গুটি ঝরে গেছে। গাছের গড়ায় জল জমে রৌদ্রে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। চড়া দামের বীজও সার, জল সেচ ও ক্ষেত পরিচর্যায় ধর দেনা ও এনজিও ঋণ নিয়ে স্বপ্নের তরমুজ ক্ষেতের বেহাল দেখে চাষিদের মাথায় হাত উঠেছে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এখনো যথেষ্ট সময় আছে ক্ষেত পরিচর্যার। আবহাওয়া অনুকুলে থাকলে শিলাবৃষ্টিতে যে ক্ষতি হয়েছে তা কৃষক কাটিয়ে উঠতে পারবে।

Thursday, 23 March 2023

 পাইকগাছায় বিশ্ব পানি দিবস উদযাপিত

পাইকগাছায় বিশ্ব পানি দিবস উদযাপিত

পাইকগাছায় বিশ্ব পানি দিবস উদযাপিত
 পাইকগাছায় বিশ্ব পানি দিবস উদযাপিত 

পাইকগাছা অফিস ::“পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন” প্রতিপাদ্যকেসামনে রেখে  পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  বুধবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 

ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার রেজাউল করিম এর সঞ্চালনায় বক্তৃতা করেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী‌ ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, আঃ মান্নান গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দীন, মাহবুবা নাজনীন ইরানী, তরুণ কান্তি মন্ডল, আবু রাসেল কাগজী, স্বপন ঘোষ, সুষ্মিতা রায়, উজ্জ্বল কুমার বিশ্বাস, সাংবাদিক আঃ আজিজ, রোভার লিডার নয়ন মনি বিশ্বাস ও গার্ল ইন রোভার উম্মে হায়াত উর্মি। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Saturday, 11 February 2023

কয়রায় দুটি নৌকা সহ প্রায় চার মণ হরিণের মাংস জব্দ

কয়রায় দুটি নৌকা সহ প্রায় চার মণ হরিণের মাংস জব্দ

কয়রায় দুটি নৌকা সহ প্রায় চার মণ হরিণের মাংস জব্দ

রাসেল আহাম্মেদঃসুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ কাঁশিটানা বন টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার মন (১৫০ কেজি) হরিণের মাংস জব্দ করেছে। এ সময় তারা হরিণ ধরার ফাঁদ সহ ২ টি নৌকা উদ্ধার করে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন। 

সুত্র জানায় গতকাল শুক্রবার সন্ধা ৭ টার দিকে কাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে।

এ সময় অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুিজবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এ.জেড.এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Tuesday, 7 February 2023

 আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা

আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা

আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা
 আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা

রাসেল আহাম্মেদ, কয়রা থেকেঃগত ৩ ফেব্রুয়া‌রি সুন্দরবনের সুপতি স্টেশনাধীন চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘের উপস্থিতি লক্ষ করার পর ২৪ ঘন্টা ধরে একই স্থানে ঘোরাঘুরি করার পর বাঘগুলো ব‌নে ফি‌রে যাওয়ার কয়েকদিন পর এবার সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শরবতখালী ফরেস্ট অফিস এলাকায় গতকাল রবিবার রাতে দুইটি বাঘের গর্জন শুনে এখন আতঙ্কিত রয়েছেন বন রক্ষীরা। ঐ এলাকায় বাঘ দুইটি রাতভোর ঘোরাঘুরি করেছে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সুত্রে আরো জানা যায়, গত ৬ই ফেব্রুয়ারী সকালে ঐ এলাকায়  দুটি বাঘের পায়ের ছাপ ক্যামেরা বন্দি করেছে বন বিভাগের কর্মরত টহল ফাঁড়ির কয়েকজন সদস্যরা।

বন বিভাগের শরবত খালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, সম্প্রতি টহল ফাঁড়ির আশে পাশের এলাকায় তিনটি বাঘ ঘোরাফেরা করছে। গতরাতে পুকুরপাড়ে দুটি বাঘের গর্জন শুনতে পায় তারা। বর্তমানে রাতভোর তাদেরকে আতঙ্কে থাকতে হয় এবং সকালে দুটি বাঘের পায়ের ছাপ ক্যামেরা বন্দি করা হয়েছে। তবে বাঘ দুটি বয়স্ক বলে নিশ্চিৎ করেছে বন বিভাগ। এখনও বাঘগুলো অফিসের আশ পাশে নদী তীরে অবস্থান করছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.জেড.এম হাসানুর রহমান বলেন, বর্তমান সময়টা সুন্দরবনের বাঘের প্রজনন মৌসুম, তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদেরকে নিরাপদে রাখতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Thursday, 2 February 2023

 সুন্দরবন সংলগ্ন এলাকায় লোনা পানির ঘের বন্ধ করে শুরু হলো মিষ্টি পানিতে ধান চাষ

সুন্দরবন সংলগ্ন এলাকায় লোনা পানির ঘের বন্ধ করে শুরু হলো মিষ্টি পানিতে ধান চাষ

সুন্দরবন সংলগ্ন এলাকায় লোনা পানির ঘের বন্ধ করে শুরু হলো মিষ্টি পানিতে ধান চাষ
 সুন্দরবন সংলগ্ন এলাকায় লোনা পানির ঘের বন্ধ করে শুরু হলো মিষ্টি পানিতে ধান চাষ

রাসেল আহাম্মেদ, কয়রা থেকেঃ
আশির দশক থেকে সুন্দরবন সংলগ্ন অর্থাৎ খুলনার কয়রা উপজেলা এলাকায় অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম স্বরুপ হয়ে আসছে লবন পানির মৎস ঘের তবে ‘আর নয় লবণ পানির চিংড়ি চাষ, এবার হবে মিষ্টি পানিতে ধান চাষ’ এই শ্লোগানের মধ্যে দিয়ে ভয়াবহ লবণ পানির অভিশাপ থেকে মুক্ত হতে চলেছে  উপজেলার নদী ও সুন্দরবনের পার্শ্ববর্তী মহেশ্বরীপুর ইউনিয়নের `নয়ানী' গ্রাম(২নং ওয়ার্ড)। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সার্বিক প্রচেষ্টায় প্রায় ২ হাজার  বিঘা জমিতে নদী থেকে লবণ পানি উত্তোলন বন্ধ করা হয়েছে এবং ঐ জমিতে জমির মালিকরা চলতি বছরে বোরো মৌসুমে বোরো আবাদ শুরু করেছেন। 

সরোজিমনে ঘুরে জানা গেছে, পরিবেশ বিপর্যয় এই এলাকার মানুষের যেন চিরন্তন দৈণ্যদশা, অর্জিত অর্থের প্রাপ্তিতে অসম চিংড়ি চাষের বর্তমান পদ্ধতিকে বলা যায় বিতর্কিত করে তুলেছে। যার ফলে চিংড়ি খাতটি রফতানি বাণিজ্যের অন্যতম বৃহৎ অর্থকারী খাত হিসাবে প্রতিষ্ঠিত হলেও সঠিক নীতিমালা এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও আনুকূল্যের অভাবে দেশের জীবনদানকারী খাত হিসাবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হচ্ছে না বরং প্রান্তিক চাষিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারণে জমির মালিক ও কৃষকরা দাবি তোলেন লবণ পানির চিংড়ি ঘেরের বিরুদ্ধে। তারা এখন মিষ্টি পানিতে চাষাবাদ করতে চান। 

কয়রা উপজেলার মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে সর্বোমোট ৬ হাজার ২৭০ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়। এর মধ্যে ছোট-বড় ঘেরের সংখ্যা রয়েছে ৭ হাজারের অধিক। তবে কিছু কিছু এলাকায় বসতবাড়ি ছাড়া যে দিকে চোখ যায় দেখা যায় শুধু লবণ পানির চিংড়ি ঘের আর ঘের। তবে ঘেরের বিরুদ্ধে নয় লবণ পানির বিরুদ্ধে ২০২১ সালের ২৩ ডিসেম্বর উপজেলা পরিষদের সাধারণ সভায় লবণ পানির চিংড়ি চাষ না করার জন্য উপস্থাপন করা হয় এরপর থেকে ঘোর চাষিরাই নড়েচড়ে বসেন লবণ পানির চিংড়ি চাষের বিরুদ্ধে।

ঘেরে লবণ পানি না ওঠানোর জন্য মাইকিং করে সহ বিভিন্ন ভাবে জানিয়ে দেওয়া হয় এবং একই সাথে অবৈধ পাইপ লাইন অপসারণের জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়। এই সময়সীমার মধ্যে যারা অপসারণ করেনি  তাদের পাইপ ও লাইনটি  অপসারণ করা হয়। ঐ সময় অনেক ঘের মালিকরা ঘের না করার ঘোষণা দিয়েছিলেন তাই তারই ধারাবাহকতায় দীর্ঘ এক বছর পরে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ানের নয়ানী গ্রাম(২নং ওয়ার্ড) লবণ পানিমুক্ত হয়েছে। বর্তমানে সেখানে বোরো আবাদ ও শুরু হয়েছে। 

এ বিষয়ে স্থানীয় ৩নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ শাহনেওয়াজ শিকারী বলেন, মুলুত জমির মালিক ও এলাকাবাসীর সাথে আলোচনা করেই লবণ পানি উত্তোলন বন্ধ করা হয়েছে।  আশির দশক থেকে এলাকায় অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ শুরু হয়, যার কারণে জমির  মালিকদের জমি থাকলেও চাল কিনে খেতে হচ্ছে। তবে এখন থেকে  ধান ও মাছ দুটোই পাওয়া যাবে বলে আশাব্যক্ত করেন।

স্থানীয় নয়ানী গ্রাম(২নং ওয়ার্ড) এর সদস্য মনি রায় বলেন, ২০২২ সাল অর্থাৎ বিগত  বছর ঘের না করার সিদ্ধান্ত হলে জমির মালিক ও এলাকাবাসীরা এক বছর সময় নেন এবং আগামী বছর ঘের করবেন না বলে অঙ্গীকারবন্ধ হন। সেই ধারাবাহিকতায় এ বছর এই গ্রাম লবণ পানি মুক্ত হয়েছে।

উল্লেখ্য যে, প্রায় ৮০ এর দশকের পর থেকে এবার লবণ পানি হতে মুক্ত হয়ে বোরো আবাদ শুরু করতে পেরে খুুশির আমেজ এলাকাবাসীদের মধ্যে । তবে এরই ধারাবাহিকতায়  একে একে লবণ পানি বন্ধের কার্যকর বাস্তবায়ন দেখতে চায় ইউনিয়নবাসীরা।

Wednesday, 1 February 2023

 পাইকগাছায় বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

পাইকগাছায় বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

পাইকগাছায় বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

পাইকগাছা অফিস ::সম্প্রতি সময়ে উঠতি বয়সের যুবকদের মধ্যে সড়কে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা দেখা যায়। এব্যাপারে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে  এধরনের অপরাধ প্রবণতা রোধ আইনী ব্যবস্থার ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায়  মোটরসাইকেল ব্যবহারে বৈধ কাগজপত্র ও সরকারি নিয়মনীতিতে আনতে পাইকগাছার পৌরসদরের বিভিন্ন স্থানে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলার সড়ক গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। সড়কে জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মটর গাড়ী চালানো, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া গ্রামের হিরন্ময় ঢালীকে সড়ক পরিবহণ আইন ২০১৮ মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এধরনের অপরাধ করবে না মর্মে মুচলেকা নিয়েতাকে ছেড়ে দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার জাহাঙ্গীর, সুচিন সহ সঙ্গীয় ফোর্স। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং জিকজ্যাক স্টাইলের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অপরাধে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

লাইসেন্সবিহীন মোটরসাইকেলে সড়কে বেপরোয়া হয়ে গেছে, তাই দুর্ঘটনা এড়াতে সড়ক আইন মেনে চলতে ও মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এ অভিযান চলমান থাকবে৷ পাশাপাশি তিনি এব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করেন।

Tuesday, 24 January 2023

পাইকগাছায় সড়কে ইট রাখায়  জরিমানা

পাইকগাছায় সড়কে ইট রাখায় জরিমানা

পাইকগাছায় সড়কে ইট রাখায় জরিমানা
পাইকগাছায় সড়কে ইট রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা 

পাইকগাছা অফিস ::পাইকগাছায় সড়কে ইট রেখে যানবাহন ওপথচারীদের চলাচলের অসুবিধা সৃষ্টি করায়এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন সড়কে জুলফিকার নামে জনৈক ব্যক্তি তার বসতবাড়ী নির্মাণের জন্য ভাটা থেকে আনা বিপুল পরিমাণ ইট বসতবাড়ীর সামনের সড়কে মজুদ করে রাখে। 

এতে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সড়কে ইট রাখার অভিযোগে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর আওতায় বাড়ীর মালিক জুলফিকারকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহীম, আনসার সুচিন। চাঁদখালী বাজার সংলগ্ন সড়কে এক ব্যক্তি ইট রেখে যানবাহন ও

পথচারীদের চলাচলের অসুবিধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করলে  ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ ইটের মালিকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যৎ এধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

Saturday, 21 January 2023

পাইকগাছায় সপ্তদ্বীপার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান

পাইকগাছায় সপ্তদ্বীপার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান


পাইকগাছা অফিসঃপাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজনদের সম্মাননা স্মারক ও পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -৬ ( পাইকগাছা -কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।  

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একটি এলাকার উন্নয়নের প্রধান শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তেমনি সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। 

আমি এ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাই আমার জীবন উৎসর্গ করেছি। আমি আজীবন মানুষের সেবাই কাজ করে যেতে চাই। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার প্রফেসর ড. সন্দীপক মল্লিক। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মণ্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ্যাড. মুজিবুর রহমান, একুশে টেলিভিশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, ব্যাংকার সুব্রত চৌধুরী, অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নির্ম্মল চন্দ্র অধিকারী, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি অশোক ঘোষ। অন্দিতা ঘোষ ও নিগার সুলতানার উপস্থাপনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন, কবি বিকাশেন্দু সরকার, এমএ রাজ্জাক, শিাক অজ্ঞলি রানি শীল, যুবলীগ নেতা আজিজুল হাকিম, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, এস আই সুব্রত দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, নলিনী কান্ত সানা, পঞ্চানন সরকার প্রমুখ।

সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১১জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সম্মাননায় প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় পরিবেশবাদী সংগঠণ বনবিবি এর পক্ষ থেকে আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি কে উপকুল বন্ধু সম্মাননা স্মারক, সাংবাদিকতায় মহেন্দ্রনাথ সেন, চিত্রশিল্পী ও ভাস্কর্যে নিহার রঞ্জন ভদ্র, বাংলা সাহিত্যে কবিতায় পঞ্চানন সরকার, বিকাশেন্দু সরকার, এম এ রাজ্জাক, বাংলা সাহিত্যে ছোট গল্পে সুব্রত দেবনাথ, বাংলা সাহিত্যে উপন্যাসে সুব্রত চৌধুরী, হৈম-নরেন্দ্র স্মৃতি পদকে মনোনিতরা হলেন, মুক্তিযুদ্ধ ও সমাজ সেবায় বীর মুক্তিয়েদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আর্ত মানবতার সেবায় মোঃ ডালিম সরদার, কৃষি উদ্যোক্তা নার্সারী সুকনাথ পাল। অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, ঐশী আক্তার লিমা, রোজী সিদ্দীকি প্রমুখ। অনুষ্ঠানে খুলনা, সাতীরা ও এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।



Friday, 13 January 2023

 পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত
 পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

পাইকগাছা অফিস::পাইকগাছায় মটবাটি শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রাবর দুপুর সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসাবে ওই পিঠা উৎসবের উদ্বধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ড। 

সভাপতিত্ব করেন, শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পদক প্রশান্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. শিবু প্রসাদ সরকার, সম্পাদক অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার, তুষার কান্তি বিশ্বস, প্রজিৎ কুমার রায়, শিক্ষক হিরেন্ময় বৈদ্য, মিলন রায় চৌধুরী, সুজিত কুমার মন্ডল, সন্তোষ সরকার, জগন্নাথ দেব নাথ, হরিপদ মন্ডল, প্রশান্ত রায়,  হিরক বিশ্বাস, সবুজ মন্ডল, অনুপ বিশ্বাস, চৈতন্য ঢালী, মিতারায়, নমিতা বিশ্বাস, প্রেমা রায়, সাথী সরকার, মেনকা মন্ডল প্রমুখ।

Thursday, 12 January 2023

পাইকগাছার কে,ডি শাহাপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ে আঃ সামাদ সরদার সভাপতি নির্বাচিত

পাইকগাছার কে,ডি শাহাপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ে আঃ সামাদ সরদার সভাপতি নির্বাচিত

পাইকগাছার কে,ডি শাহাপাড়া সরঃ প্রাথঃ  বিদ্যালয়ে আঃ সামাদ সরদার সভাপতি নির্বাচিত
পাইকগাছার কে,ডি শাহাপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ে আঃ সামাদ সরদার সভাপতি নির্বাচিত 

পাইকগাছার চাঁদখালী'র কে,ডি শাহাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস,এম,সি'র সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক মোঃ আঃ সামাদ সরদার। বৃহস্পতিবার বিদ্যালয়ে গোপন ভোটের মধ্যদিয়ে তিনি নির্বাচিত হন। কমিটির ১১ সদস্যের মধ্যে আঃ সামাদ সরদার ( মাছ) প্রতিকে পেয়েছেন-৬ ভোট।  

তার প্রতিদ্বন্দ্বী (চেয়ার) প্রতিকের প্রার্থী বিশ্বজিৎ দফাদার পেয়েছেন-৫ ভোট। নির্বাচন শেষে বেলা ১-৩০মিঃ আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ মন্ডল,মোঃ আসাদুজ্জামান, ঝংকার কুমার ঢালী,এসআই আনজীর হোসেন ও বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুল ইসলাম সহ অনেকে। 

Tuesday, 27 December 2022

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা উপজেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাইকগাছা উপজেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত


পাইকগাছা অফিস: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির খুলনার পাইকগাছা উপজেলা কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি এস এম সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন। সভায় বক্তৃতা করেন, পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, শংকর কুমার দেবনাথ, অজিয়ার রহমান, মিজানুর রহমান, জয়দেব কৃষ্ণ রায়, গোবিন্দ লাল মন্ডল, মোঃ অহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় মন্ডল, নিজামুল হক, মানষ কুমার মন্ডল, লতিফুর রহমান, ইয়াছিন আলী, মনোরঞ্জন রায়, এস এম আব্দুল জব্বার প্রমুখ।

Thursday, 22 December 2022

 মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষকীতে নানা আয়োজন

মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষকীতে নানা আয়োজন

মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষকীতে নানা আয়োজন
 মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষকীতে নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধিঃখুলনার পাইকগাছা উপজেলার সমাজিক ও মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল ২১ ই ডিসেম্বর বুধবার বিকাল ০৩টা হইতে রাত ৮টা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। 

``রক্তই হোক আত্নার বাঁধন" এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিয়মিত রক্তদাতা, রক্ত সংগ্রহকারী ও রক্তদানে উদ্বুদ্ধ করীদের ক্রেস্ট ও সন্মাননা প্রদান সহ চার দলীয় ডে-নাইট নক আউট কাবাডি(হা-ডু-ডু) টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গজালিয়া ব্লাড ব্যাংকের কার্যনির্বাহী সদস্য ও সরকারী বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় ও গজালিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম কিবরিয়া, অষ্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী এস.এম আব্দুল্লাহ আল জোবায়ের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রতিষ্ঠা বার্ষিকীর সন্ধায় হা-ডু-ডু খেলায় গজালিয়া, লক্ষীখোলা, আলমতলা ও গড়ের আবাদ এই চারটি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে আলমতলা টিম ও লক্ষীখোলা টিম মুখোমুখি হলে হাড্ডা হাড্ডি লড়াই শেষে আলমতলা টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


উল্লেখ্য যে, সর্বশেষ ২০২৩-২৪ বর্ষের মোঃ খায়রুল ইসলামকে পুনরায় সভাপতি, মোঃ মাহমুদুল আলমকে সহ-সভাপতি,  মোঃ এজাজুল হককে সাধারণ সম্পাদক, মোঃ রাশেদুজ্জামান কে সাংগঠনিক সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট  নব গঠিত কমিটি ঘোষনা করা হয়।

Thursday, 15 December 2022

 পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ  উদ্যোগে  জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


পাইকগাছা অফিস :পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্বেকরেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। 


উপজেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র সঞ্চালনায়, এসময়ে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ রশীদুজ্জামান মোড়ল, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শামসুর রহমান, জিএম ইকরামুল ইসলাম,  পৌরসদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সামছুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, মিজানুর রহমান, জগদীশ রায়, বাবুলাল বিশ্বাস, আজিবর রহমান, আঃ মজিদ বয়তী, পরেশ মন্ডল, ভূধর বিশ্বাস, শেখ রাজু, স্নেহেন্দু বিকাশ, মাজহারুল ইসলাম মিথুন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি , সাব্বির প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদখালী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক  আঃ করিম।