Showing posts with label শিরনাম. Show all posts
Showing posts with label শিরনাম. Show all posts

Sunday 25 February 2024

 পাইকগাছায় ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী_কমিটি গঠিত- সভাপতি ডা. কওসার আলী - সেক্রেটারি অ্যাড. মজিবুর

পাইকগাছায় ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী_কমিটি গঠিত- সভাপতি ডা. কওসার আলী - সেক্রেটারি অ্যাড. মজিবুর

পাইকগাছায় ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী_কমিটি গঠিত- সভাপতি ডা. কওসার আলী - সেক্রেটারি অ্যাড. মজিবুর

পাইকগাছা অফিস::পাইকগাছায় সরল ৪নং ওয়ার্ডস্থ "ফাতিমা তুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসা"র কার্যকরী _কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সকালের সর্বসম্মতিক্রমে  নব গঠিত কার্যকরী কমিটিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুহাম্মদ কওসার আলী গাজী কে সভাপতি ও অ্যাড. এসএম মজিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করাহয়। 

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তজা জামান আলমগীর রুলু , অধ্যাপক জিএম শফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদমনিরুজ্জামান_মনি, মোহাম্মদ__রেজাউল__করিম ও এস এম রজত__আলী, মোহাম্মদ আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল গনি__সরদার ও মোহা. গোলজার নায়েব, কোষাধ্যক্ষ জিএম আব্দুস সালাম, সহকারী_কোষাধ্যক্ষ  আলহাজ্ব মোহাম্মদ শহিদুল_ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. সুফিয়ার_রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সোহরাব হোসেন গাজী, নির্বাহী সম্পাদক হলেন, মুফতি মাওলানা হাবিবুর_রহমান, অফিস_সম্পাদক  মুফতি মাওলানা আবু_রায়হান এবং কার্যকরী সদস্য হলেন, মো. জিন্নাত হোসেন , আলহাজ্ব মো. আব্দুল খালেক সরদার, মো. আব্দুল গফফার ও মো. নাজমুল হোসেন, মো. ইব্রাহিম শেখ, আলহাজ্ব মো. সাইদুর রহমান, শেখ মোহাম্মদ__রুহুল কুদ্দুস, মো. আসলাম পারভেজ, আলহাজ্ব মুশরাফুলআলম, বিএম কুরবান আলী।--------------

Saturday 24 June 2023

 রূপালী ব্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহক পেলেন স্মার্টফোন

রূপালী ব্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহক পেলেন স্মার্টফোন

রূপালী ব্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহক পেলেন স্মার্টফোন
 রূপালী ব্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহক পেলেন স্মার্টফোন

পাইকগাছা অফিস :সারা দেশে রূপালী ব‌্যাংক লিঃ রে‌মি‌টেন্স সেবা কর্মসূচী (ঈদ আনন্দ) শীর্ষক ক‌্যা‌ম্পেইন চলচ্ছে। তারই ধারাবাহিকতায় পাইকগাছায় রূপালী ব‌্যাংক লিঃ গড়ইখালী হাট শাখার উদ্যোগে রে‌মি‌টেন্স সেবা কর্মসূচী (ঈদ আনন্দ) শীর্ষক ক‌্যা‌ম্পেইন উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার বেলা ১২টায় গড়ইখালী হাট শাখার ব্যাংকের কার্যালয়ে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবু মুছা সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রধান মহা ব‌্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, জোনাল ম্যানেজার খুলনা এর উপ- মহাব‌্যবস্থাপক মোঃ নিজাম উদ্দীন ও সহকারী মহা ব‌্যবস্থাপক সনৎ কুমার সাহা। 

এসময় প্রভাষক মোঃ ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, ব্যাংকের সেকেন্ড কর্মকর্তা সজল রায়, সিনিয়র অফিসার দেব্ব্রত কুমার মন্ডল, অফিসার সৌমেন সাহা, জেলা জাসদ সেক্রেটারী স ম রেজাউল করিম, গড়ইখালী বাজার সমিতির সেক্রেটারী খানজাহান আলী। এছাড়া অত্র শাখার বিভিন্ন গ্রাহক গণ উপস্থিত ছিলেন। সভা শেষে রূপালী ব‌্যাংক লিঃ রে‌মি‌টেন্স সেবা কর্মসূচী (ঈদ আনন্দ) শীর্ষক ক‌্যা‌ম্পেইন এর ১ম সপ্তা‌হের ৪র্থ পুরস্কার এক‌টি স্মার্ট ফোন বিজয়ী গড়ইখালী হাট শাখার গ্রাহক তা‌নিয়া ইসলাম এর হা‌তে পুরস্কার তু‌লে দেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় প্রধান মহাব‌্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Sunday 29 January 2023

 খুবই নিম্নমানের ৪০ মে: টন চাউল সহ দু'টি ট্রাক ফেরত পাঠালেন ইউএনও মমতাজ

খুবই নিম্নমানের ৪০ মে: টন চাউল সহ দু'টি ট্রাক ফেরত পাঠালেন ইউএনও মমতাজ

পাইকগাছা খাদ্যগুদামে ঝটিকা অভিমানে খুবই নিম্নমানের ৪০ মে: টন চাউল সহ দু'টি ট্রাক ফেরত পাঠালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম
পাইকগাছা খাদ্যগুদামে ঝটিকা অভিমানে খুবই নিম্নমানের ৪০ মে: টন চাউল সহ দু'টি ট্রাক ফেরত পাঠালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম

পূর্ণ চন্দ্র মন্ডল,পাইকগাছা::পাইকগাছা খাদ্যগুদামে ঝটিকা অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। রবিবার ভোরে উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদে জানতে পারেন খাদ্যগুদামে দুই ট্রাক চাউল খালাস হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশনা দেন তিনি। 

ঘটনার সত্যতা পেয়ে সকালে খাদ্যগুদাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। পরিদর্শনকালে চাউল মান খুবই নিম্নমানের হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং সেগুলো ফেরত পাঠান। এদিকে চাল সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো কাগজ পত্র দেখাতে পারেননি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবুপদ ঘোষ। 

খুবই নিম্নমানের ৪০ মে: টন চাউল সহ দু'টি ট্রাক ফেরত পাঠালেন ইউএনও মমতাজ
 খুবই নিম্নমানের ৪০ মে: টন চাউল সহ দু'টি ট্রাক ফেরত পাঠালেন ইউএনও মমতাজ

পরবর্তীতে তিনি ইউএনও কে বিকেলে কাগজ পত্র দেখান। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান জানান,‌ পাইকগাছা খাদ্য গুদামে সাতক্ষীরা সদর খাদ্যগুদাম থেকে আগত চলমান চলাচল সূচীর ৪২২নং স্মারক মোতাবেক ২৯.০১.২৩ তারিখ ৫শত মেট্রিক টন চাউলের চলাচল সূচি জারি হয় এর থেকে ১৩৩৮ বস্তায় ৪০ মেট্রিক টন চাল সহ দুইটি ট্রাক ২৯.০১.২৩ তারিখ সকালে পাইকগাছা খাদ্য গুদামে আসে যার নং ঢাকা মেট্রো ১৬-১৮৬২, যশোর ট-১১-৫৯৬০। চালের নমুনা সংগ্রহ করে বিনির্দেশ সম্মত চাল না পাওয়ায় পাইকগাছা খাদ্য গুদাম থেকে ১৩৩৮ বস্তায় ৪০ মেট্রিক টন চাল সহ দুইটি ট্রাক সাতক্ষীরা সদর খাদ্যগুদামে ফেরত দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, পাইকগাছা খাদ্য গুদামে আসা চাউল পরিদর্শন কালে সেগুলোর মান খুবই নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এবং যে কোন চাউল আসলে আমাকে অবহিত করবে। আমার প্রতিনিধি আগে যাবে, চেক করবে তারপর গুদামে যাবে। এখন থেকে যাচাই-বাছাই ছাড়া কোন চাউল খাদ্য গুদামে ঢুকবে না বলে খাদ্য গুদামের কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন বলে জানান উপজেলা প্রশাসনের এ নির্বাহী কর্মকর্তা।

Wednesday 9 February 2022

 পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

পাইকগাছায় বাহারী রংয়ের গোলাপে আলোকিত সাংবাদিক সালামের ছাদ__বাগান

প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধিঃ

বাহারী রংয়ের গোলাপে আলোকিত হয়ে উঠেছে সাংবাদিক সালামের__ছাদে লাগানো ফুলের বাগানটি। সেখানে থরে থরে সারিবদ্ধ ভাবে লাগানো হরেক রকমের মধ্যে ভিন্ন রংয়ের গোলাপের সৌন্দর্য নজর কাড়ছে সকলের। সখের বসে গড়া ফুলের ছাদ বাগানের মাঝে মিশে রয়েছে সাংবাদিক শেখ আব্দুস সালামের কল্পনাময়ী মনবাসনা। 

পাইকগাছার কপিলমুনি শহরের প্রাণকেন্দ্রে সহচরী বিদ্যামন্দিরের উত্তর পার্শ্বে অবস্থিত সালাম নিবাসের তৃতীয় তলার ছাদ বাগান জুড়ে এ গোলাপ ফুলের সমাহার। প্রথমত তারই একটি ফেজবুক ওয়ালে ভিন্ন রংয়ের গোলাপ ফুলের ছবির সূত্র ধরে সরেজমিনে গিয়ে দেখাযায়, স্বপ্নের তৃতীয় তলা বিশিষ্ট সালাম নিবাসের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তারের চেম্বার ও ক্লিনিক। তৃতীয় তলায় প্রবীণ সাংবাদিক শেখ আব্দুস সালামের স্বপ্নের শয়ণ কুটির। এরপর সালাম নিবাসের সিঁড়ি বেয়ে একটু উপরে উঠতেই পুরো ছাদ জুড়ে ফল ও ফুলের বাগান। তারমধ্যে রয়েছে বিভিন্ন জাতের কবুতর। হরেক রকমের ফলের মাঝে ভিন্ন রংয়ের গোলাপের পাঁপড়ি যেন প্রকৃতির মাঝে ছাদ ও সেখানে আমন্ত্রিত অতিথিকে আলঙ্গিন করছে। 

এ ব্যাপারে কথা হয় সাংবাদিক আব্দুস সালামের সাথে, তিনি বলেন, সখের বসে করা পুরো ছাদ বাগানটি যেন আজ আমার স্বপ্ন পূরণের একটি চ্যাপ্টার। বেশ কয়েক বছর যাবত গড়ে তোলা ছাদ বাগানটি থেকে সফলতা আসছে। আমার ছাদ বাগান অঙ্গন জুড়ে রয়েছে, কাটা মুকুট, রং বাহারী গোলাপ, কাগজ ফুল, লাল গোলাপ, গাধা ফুল, জবা, জুই, বেলি রঙ্গন, বল সুন্দরী,  অপরাজিতা, সোনালী রঙ্গন ফুলের গাছ। ফলের মধ্যে রয়েছে মালটা, কমলা, কাগজী লেবু, বাউকুল, ব্যনানা আম, ড্যারাগন ফল, ডোরাকাটা কমলা, পেয়ারা, চালতে ও আইচ ফল। আরো রয়েছে পুই শাক, লাউ, এ্যালোবেরা ও পুদিনা পাতা, রয়েছে বাহারী পাতা বাহারসহ নাম না জানা অনেক ফুল ও ফলের গাছ। এছাড়া তার পরিকল্পনা রয়েছে ছাদ বাগানটি পর্যায়ক্রমে প্রশস্থ করা ও ছাদের প্রশস্থতার সাথে সাথে সুইমিংপুল আকৃতি জলকেলির জায়গা করার।

Tuesday 8 February 2022

 পাইকগাছায় প্রধানমন্ত্রী'র মানবিক সহয়তা পেয়ে   কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

পাইকগাছায় প্রধানমন্ত্রী'র মানবিক সহয়তা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

পাইকগাছায় প্রধানমন্ত্রী'র মানবিক সহয়তা পেয়ে   কান্নায় ভেঙে পড়লেন অসুস্থ্য সঞ্জয় ও মজিদ বয়াতীরা

খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী'প্রদত্ত  মানবিক সহয়তা স্বরুপ ৫ লক্ষ টাকার চেক পেয়ে আবেগপ্লুত হযে হার্ডের রোগী গোলবুনিয়ার সঞ্জয় সরদার ( ৫৫) বললেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি-'বাবুর ঋন পরিশোধ করতে পারবো না। ৫০ হাজার টাকার চেক পেয়ে একই অনুভুতি প্রকাশ করলেন পৌরসভার আঃ মজিদ বয়াতী ( ৬০)। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে খুলনা-৬'র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবুa প্রধান অতিথি হিসেবে পাইকগাছার ১৯ অসুস্থ্য নারী-পুরুষের মাঝে ১৫ লক্ষ ২০ হাজার টাকার এসব চেক বিতরণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,আঃ মান্নান গাজী, আ'লীগ নেতা শংকর দেবনাথ,নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ২ লক্ষ টাকার সহয়তাপ্রাপ্ত ভারতে চিকিৎসাধীন পৌরসভার বাসিন্দা দেবব্রত রায়ের মেয়ে উর্মি রায় সহ অনেকে। 

এ সময় আরোও  উপস্থিত ছিলেন আওয়ামীগ লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস,পঞ্চানন সানা, বিভুতী ভুষন সানা,ইকবাল হোসেন খোকন,দিলীপ ঢালী,  শাহিন সানা,সাযেদ আলী মোড়ল কালাই,মহিলা আ'লীগ নেত্রী শেখ জুলি,নাজমা কামাল,সুমাইয়া ইয়াসমিন লতা,যু্বলীগ নেতা এমএম আজিজুল হাকিম,বিশ্বজিৎ রায়,আঃ রাজ্জাক রাজু,আকরামুল ইসলাম,আমান সরদার,ইউপি সদস্য হাসানুজ্জামান, প্রভাষক বাবলুর রহমান,প্রসেন ঢালী,গৌতম রায়,মৃঙ্গাঙ্ক বিশ্বাস,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি,মানিক,রাছেল, নয়ন,সাব্বির,বিলাস সহ অনেকে।

Monday 7 February 2022

 মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা__

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা__

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা__

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক___মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (সোমবার) সকালে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

 সভায় জানানো হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে নগরীর শহিদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় পুষ্পমাল্য অর্পণের সময় প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে দুইজন একত্রে পুষ্পস্তবক অর্পণে অংশ নিতে পারবেন। দিবসটি উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন, জেলা শিশু একাডেমি ও সরকারি গণগ্রন্থাগার আলাদাভাবে শিশুদের জন্য চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিস নগরীর গুরুত্বপূর্ণ স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। ঐদিন বাদজোহর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।  পরে একই স্থানে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহীকর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরেরকর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।


Sunday 6 February 2022

  খুলনার___পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকটনিরসনে ৩৪.৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

খুলনার___পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকটনিরসনে ৩৪.৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

খুলনার___পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকটনিরসনে ৩৪.৭৯ কোটি টাকার নতুন প্রকল্প

 বঙ্গোপসাগরের কূল ঘেষা  সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা-কয়রার সুপেয় পানির সংকট নিরসনে ৩৪.৭৯ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন পাওয়া প্রকল্পটিতে রয়েছে, রেইন ওয়াটার হারভেষ্ট (ট্যাংকি), গভীর নলকূপ, ওয়াস ব্লকসহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা। সুন্দরবন উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির দীর্ঘ দিনের সংকট নিরসনে বিভিন্ন সময় জিও-এনজিও পর্যায়ে নানা প্রকল্প হাতে নিলেও বরাবরই তা লবনাক্ততার কাছে পরাস্থ হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, বঙ্গোপসাগরের সঙ্গে খুলনার পাইকগাছা-কয়রা উপজেলার নদ-নদীসমূহের নানাভাবে সংযোগ রয়েছে। ফলে সাগরের লবনাক্ত পানি সরাসরি পৌছে যায় উপজেলাগুলোর তৃণমূল পর্যায়ে। এতে সুপেয় পানির সংকট নিরসনে কোনো প্রকল্পই সফলতার মুখ দেখেনি। তবে সর্বশেষ সরকারের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে জনপদের সর্বস্তরের সাধারণ মানুষকে। অধিকাংশ এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

এ ব্যাপারে কয়রা-পাইকগাছার প্রত্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, অব্যাহত প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্থ এ অঞ্চলের মানুষ বছরের সিংহভাগ সময় নানা সংকটে অতিবাহিত করেন। বিশেষ করে নিরাপদ বেড়িবাঁধ ও সুপেয় পানির অভাব বরাবরই তাদের সংকটে নতুন মাত্রা যোগ করে।যে সকল এলাকায় সরাসরি লবণ পানি পৌছায় না সেসব এলাকাতেও চিংড়ী চাষের নিমিত্তে কৃত্রিমভাবে ঢুকানো হয় লবণ পানি। এক দিকে লবণ পানির আধিক্য অন্যদিকে আর্সেনিকোসিস ও আয়রণের ধকল। যে সকল এলাকায় আয়রণ’র পরিমাণ কম সেখানে আর্সেনিকের পরিমাণ বেশি। আবার যে সকল লবণাক্ততার পরিমাণ বেশি সেখানে আর্সেনিকের পরিমাণ কম। এক কথায় উপকূলের এ অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের।

এ ব্যাপারে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব মো:আক্তারুজ্জামান বাবু বলেন, তার নির্বাচনী এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকূপও এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। সংকট নিরসনে বিশেষ সফলতাও আসেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ে একটি প্রকল্প দাখিল করা হয়।

সর্বশেষ মঙ্গলবার পরিকল্পনা কমিটির সভায় উপকূলীয় পাইকগাছা-কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪.৭৯ কোটি টাকার একটি নতুন প্রকল্প’র অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় উপকূলীয় উপজেলা দু’টিতে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পটি অনুমোদন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এমপি, পরিকল্পনা মন্ত্রী, এলজিআরডি মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


 পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা  জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো গর্বিত পিতা-মাতা -সাংসদ বাবু

পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো গর্বিত পিতা-মাতা -সাংসদ বাবু

পাইকগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা  জীবনের শ্রেষ্ঠ বন্ধু হলো গর্বিত পিতা-মাতা -সাংসদ বাবু

স্নেহেন্দু বিকাশঃ খুলনা-৬ ( পাইকগাছা -কয়রার ) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু, কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেছেন পৃথিবীতে জীবনের সব চেয়ে শ্রেষ্ঠ বন্ধু হলো মা-বাবা। গর্বিত  পিতা-মাতার পরামর্শ আদর্শ ও শিক্ষা নিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক বন্ধনে আবদ্ধ থেকে দেশের মানুষের কল্যানে কাজ করার অনুরোধ  করেছেন। রবিবার সকালে চাঁদখালী ইউপি'র গজালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 'স্টুডেন্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অফ চাঁদখালী (সোয়াক) আয়োজিত ইউনিয়ন ব্যাপী ২০২১ সালের এস,এস,সি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫-প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখন সেশনজট নেই উল্লেখ করে এমপি বাবু আরোও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা'র সরকার বিজ্ঞান মনস্ক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গণমুখী শিক্ষানীতি প্রবর্তন করে মানুষের আঙ্খাকার প্রতিফলন 

ঘটিয়েছেন। উপকুলীয় অঞ্চল সহ নির্বাচনী এলাকায় মানুষের দীর্ঘদিনের দুঃখ ওয়াপদা বেঁড়িবাধ নির্মানে সরকারের টেকসই বাধ নির্মানে দেড় হাজার কোটি টাকার বরাদ্দ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের আরোও জানান, ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত ৪শ কোটি টাকার সড়ক সরলী করন মেগা প্রকল্প চলমান রয়েছে এবং সর্বশেষ পাইকগাছা-কয়রায় সুপেয় পানি ব্যবস্থাপনায় ৩৬ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প দৃটান্ত হয়ে থাকবে। বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি বি,এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু,চাঁদখালী ইউপি চেয়ারম্যান ও (সোয়াক)  এর প্রতিষ্ঠাতা শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, বিদ্যালয প্রধান শিক্ষক মতিউর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল সরদার,কামরুল হাসান,আনিছুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান। শিক্ষক খায়রুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ,কৃষকলীগ নেতা আঃ করিম মোড়ল,জেলা যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক সুমাইয়া সুলতানা লতা, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম,প্রভাষক বাবলুর রহমান,ইউপি সদস্য আনিছুর রহমান, আব্দল্ল্যাহ সরদার,ফাতেমা তুজ জোহরা রুপা,এসনেয়ারা খাতুন,হাসানুজ্জামান,আব্দুল্লাহ আল মামুন,শিক্ষক প্রদীপ কুমার মন্ডল, পবিত্র কুমার সানা,বিউটি খাতুন, যুবলীগ নেতা হাবিবুর রহমান, শিবলী সাদিক,আয়োজক কমিটির কমল জিয়া, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম,হুমায়ুন কবির,হোজাইফা ও তুষার বিশ্বাস, ছাত্রলীগ নেতা মানিক, মোঃ নয়ন ইসলাম,মওদুদ আহমেদ,এমরানুর কবির নাসিম,সাব্বির, যুবরাজ,বিশ্ববিদ্যালয় ছাত্র মাহফুজুর রহমান,তাছলিমুল হাসান সাকিব সহ তাসিন আহমেদ সোহাগ,তানিয়া সুলতানা মিশু,মুত্বাসির নয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 মানুষের কল্যাণে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি-এমপি বাবু

মানুষের কল্যাণে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি-এমপি বাবু


((মোঃ আব্দুল আজিজ,)) খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ হয়, আর জামায়াত-বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নকরার পাশাপাশি দেশের প্রতিটি মানুষ যাতে উন্নত জীবন-যাপন

মানুষের কল্যাণে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি-এমপি বাবু

করতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে। 

এমপি বাবু বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অত্র এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে এবং এলাকার মানুষের কল্যাণে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। মানুষের কল্যাণে কাজ করার মাঝে এক ধরণের শান্তি আছে, আত্মতৃপ্তি আছে, যা অন্যকোন কাজে পাওয়া যায় না। তিনি বলেন, শীতে যাতে কোন মানুষের দুর্ভোগ না হয় এ জন্য সরকার দুস্থ মানুষের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করেছে। সরকারের পাশাপাশি দলীয় ভাবেও আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠন ও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহŸান জানান। তিনি শনিবার বিকালে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর ফজলুল উলুম মাদরাসা মাঠে খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ তারিকুল আলম খান কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগনেতা আলহাজ¦ তরিকুল আলম খান, নৌ-যান মালিক সমিতির মহাসচিব আলহাজ¦ অহেদুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ^াস, জেলা যুবলীগনেতা শামীম সরকার, মাসুদ খান, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আব্দুল বারিক গাজী, ইউপি সদস্য হেলাল উদ্দীন খান, খুকুমনি, সালাম খান, আব্দুল করিম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, অহিদুজ্জামান ও মাজাহারুল ইসলাম মিথুন।


Friday 28 January 2022

 ডিম ও টমেটোর স্বাস্থ্যকর ক্যান্টোনিজ রেসিপি

ডিম ও টমেটোর স্বাস্থ্যকর ক্যান্টোনিজ রেসিপি

ডিম ও টমেটোর স্বাস্থ্যকর ক্যান্টোনিজ রেসিপি

 ডেস্ক রিপোর্ট : চাইনিজ ক্যান্টোনিজ টমেটো ডিম খেতে মজা ও পুষ্টিকর। রেস্টুরেন্টে গিয়ে আমরা এই বিদেশি খাবারটা খাই। করোনাকালে অনেকে বিদেশি খাবার থেকে বঞ্চিত হয়ে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন। আমরা যদি বাসায় মনোরম পরিবেশে এটি তৈরি করতে পারি তবে নিশ্চয়ই রেস্টুরেন্টের চেয়ে ভালো ও স্বাস্থ্যকর হবে।

পুষ্টির দিক থেকে বিশেষ করে টমেটো থাকা লাইকোপিন ক্ষতিকারক র‌্যাডিকেল প্রতিরোধ করতে সাহায্য করে, বার্ধক্যের হার এবং ক্যানসারের ঝুঁকি হ্রাস করে। অন্যদিকে ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্রেস মিনারেল শরীরকে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে যা শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। সব দিক থেকে টমেটো ও ডিম বেশ স্বাস্থ্যসম্মত। বাড়িতেই সহজ উপায়ে রেস্টুরেন্টের মতো তৈরি করুন বাহারি পদ, ক্যান্টোনিজ টমেটো ডিম।

উপকরণ-টমেটো: ৫টি ডুমো ডুমো করে কাটা।ডিম: ৩টি।রসুন বাটা: ১ চামচ।আদা বাটা: ১ চামচ।পেঁয়াজকলি: ১/২ কাপ, ছোট করে কাটা।মরিচের গুঁড়া: ১/২ চামচ।কর্নফ্লাওয়ার: ২ চামচ।তেল, লবণ, গোলমরিচ: পরিমাণ মতোপ্রণালি-প্রথমে কড়াইয়ে তেল দিয়ে টমেটো এবং নুন, গোলমরিচ দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে দিয়ে দিন আদা, রসুন বাটা এবং মরিচের গুঁড়া। যত ক্ষণ না টমেটো প্রায় গলে আসার উপক্রম হয়, ততক্ষণ নাড়তে থাকুন ভাল করে। টমেটো যখন গলে গিয়ে সসের মতো হয়ে আসবে, তখন তাতে দিয়ে দিন কর্নফ্লাওয়ার। নেড়ে নিন। একটি বাটিতে ডিমগুলো ফেটিয়ে নিয়ে এ বার দিয়ে দিন টমেটোতে। এখনই নাড়বেন না। ডিম একটু হয়ে এলে তখন নাড়বেন। রান্না হয়ে গেলে নামিয়ে, উপর দিয়ে পেঁয়াজকলি দিয়ে দিন। সাদা ভাত দিয়ে পরিবেশন করতে পারেন ক্যান্টোনিজ টমেটো ডিম।


Thursday 27 January 2022

  খুলনার  পাইকগাছায় বারি-১৪ জাতের সরিষা ফসলের উপর কৃষক মাঠ দিবস

খুলনার পাইকগাছায় বারি-১৪ জাতের সরিষা ফসলের উপর কৃষক মাঠ দিবস

খুলনার  পাইকগাছায় বারি-১৪ জাতের সরিষা ফসলের উপর কৃষক মাঠ দিবস

পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও  কারিগরি আলোচনা বৃহস্পতিবার সকালে উপজেলা মঠবাটিতে অনুষ্ঠিত হয়। ২০২১-২২ অর্থ বছরে তেল জাতীয়  ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক সরিষা একক প্রদর্শনীর অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারিসরিষা-১৪ ফসলের উপর এ মাঠ দিবস ও কারিগরি আলোচনার আয়োজন করে। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অ লের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বি এ ডি সি’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ হারুন, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রæবজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় ও ইউপি সদস্য নাজমা বেগম। 

উপ-সহকারী কৃষি কর্মকতা ডল্টন রায়ের স ালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, এস এম বাবুল আক্তার ও জিএম মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন চলতি মৌসুমে উপজেলায় ২’শ হেক্টর  জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। সাধারণ সরিষার চেয়ে বারি-১৪ জাতের সরিষা অনেক লাভজনক। এ জাতের সরিষা বিঘা প্রতি ৫থেকে ৬মণ উৎপাদন হয়ে থাকে। বক্তারা আমদানি নির্ভরতা কমিয়ে আনাসহ জমির উর্বরতা শক্তি এবং উৎপাদন বৃদ্ধির জন্য বারি-১৪ জাতের সরিষা ফসল আবাদের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।


     পাইকগাছার শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

পাইকগাছার শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

পাইকগাছার শীতার্তদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

পি,সি,মন্ডলঃঃ পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস কম্বল ও চাদর বিতরণ করেন। উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ সভাপতি প্রকাশ সরকার, সদস্য ভূধর বিশ্বাস, শুভংকর রায়, আনন্দ মন্ডল, তারক মন্ডল, সমীরন মন্ডল, ইউপি সচিব জাভেদ ইকবাল, ইউপি সদস্য পুলকেশ রায়, বাবলু সরদার, ফেরদৌস ঢালী, স্বপন মন্ডল, কুমারেশ মন্ডল, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, চম্পা বেগম, রীনা পারভিন, যুবনেতা রথীন্দ্রনাথ বিশ্বাস, প্রনব মন্ডল, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা অমৃত সরদার, সীমান্ত মন্ডল, উদ্যোক্তা আলাউদ্দিন সানা সহ ইউনিয়নের বয়স্ক ব্যক্তি।

 পাইকগাছায় ৮৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে  ডবল ইটের ১টি রাস্তা নির্মাণে ভাগ্য লটারী

পাইকগাছায় ৮৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ডবল ইটের ১টি রাস্তা নির্মাণে ভাগ্য লটারী


পাইকগাছায় ৮৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে  ডবল ইটের ১টি রাস্তা নির্মাণে ভাগ্য লটারী

পি,সি, মন্ডলঃঃপাইকগাছায় এইচ বিবি হেরিং বন্ড ১টি ডবল ইটের  রাস্তার টেন্ডারের জন্য ১০২ টি জমাকৃত  সিডিউলের ভাগ্য লটারীতে প্রথম হয়েছে দাকোপের তুহিন ব্রাদার্স কনস্ট্রাশন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারী সম্পন্ন করেন ইউএনও মমতাজ বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পিআইও মোঃ ইমরুল কায়েস, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান সহ গণমাধ্যম কর্মী ও ঠিকাদাররা। উল্লেখ্য, চলতি অর্থবছরে চাঁদখালীর কাটাখালী বাজারের পিচের রাস্তার মাথা হতে পুরাতন আবাসন প্রকল্প অভিমুখি দেড় কিলোমিটার ডবল ইটের রাস্তা নির্মাণের  জন্য ৮৪ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ হয় । ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবেন।


 পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ

পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ

পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ

পি,সি, মন্ডলঃঃ পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সরল ৫নং ওয়ার্ডস্থ পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কার্যালয় ইউনিভার্সাল এডাস স্কূলে পাইকগাছা হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সুব্রত কুমার রপ্তান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল মেয়র কবিতা রানী দাশ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শেখ আনিসুর রহমান মুক্ত। প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ডাঃ সঞ্জীব কুমার সরকার, তাপস সরকার, দিলীপ রায়, সাধনা রায়, আব্দুল খালেক, জগদীশ রায়, প্রধান শিক্ষক প্রদীপ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


 পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা

পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা

পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা


পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।  বৃহস্পতিবার সকালে মটবাটী সরদার বাড়ী চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম উপ-পরিচালক কৃষি অফিস খুলনা। উপসহকারী কৃষি অফিসার ডল্টন রায়ের পরিচালনায়------ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হারুন। বক্তব্য রাখেন ব্লক সুপার ভাইজার প্রদীপ কুমার পোদ্দার, মিজানুর রহমান, মিন্টু রায় ,কৃষক মোঃ মিজানুর রহমান সরদার।

Wednesday 26 January 2022

 হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি শেখ রফিকুল ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু

হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি শেখ রফিকুল ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু

হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি শেখ রফিকুল ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু

ডেস্ক রিপোর্ট::পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারী) পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান হরিঢালী পুলিশিং কিমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ৭ দিনের মধ্যে পূণাঙ্গ কমিটির একটি তালিকা করার জন্য পরামর্শ দিয়েছেন। এব্যাপারে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু বলেন, খুলনা-৬ আসনের, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু'র নির্দেশ ও সুপারিশক্রমে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ রফিকুল ইসলামকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে হরিঢালী ইউপি পুলিশিং কমিটি গঠন করেছেন। পাশাপাশি আগামী একসপ্তাহের মধ্যে পূণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন। এ কমিটি মূলত এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করবে। সর্বপরী তানজীম মুস্তাফিজকে উক্ত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করায় পিতৃতুল্য অভিভাবক পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু'র প্রতি কৃতঞ্জতা ঞ্জাপন করেছেন এলাকাবাসী।

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

পূর্ণ চন্দ্র মন্ডল::  আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গডড়য়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে-----। 

গ্রাম-বাংলার অয়াজপাড়া গায়ে এখনও অনেক আসমানীরা শত কষ্টে নিভৃতে বসবাস করছে। তাদের মধ্যে একজন অমেলা বিশ্বাস। বয়স ৬২ বছর হবে। তাঁর বৃদ্ধ স্বামী  নারায়ণ বিশ্বাস। বয়স ৭০ ছুই ছুই। পাইকগাছা সদর থেকে ১৪/১৫ কিলোমিটার দূরে মামুদকাটি গ্রামটি। পাশদিয়ে বহে চলেছে কপোতাক্ষ নদ। কোল ঘেঁষে এ পল্লীতে শতাধিক জেলে পরিবারের বসবাস। প্রায় ৫শ বছর ধরে বংশ পরশপরাই এ পেশায় জীবিকা নির্বাহ করে আসছে৷ ঝড়ঝঞ্চট, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নদের পাড় আঁকড়ে বাস করছে এ পরিবার গুলো। শুধু ভিটার সামান্য জায়গা ছাড়া কোন আবাদি জমি নেই এখানকার জেলেদের। এ গ্রামের বৃদ্ধ-বৃদ্ধার নারায়ণ পরিবারের মাত্র ১০ শতকের ভিটা জমি। বয়সের ভারে ন্যুজ নারায়ণ বিশ্বাস এখন নদী বা সমুদ্রে মাছ ধরতে পারে না তাই নিকটবর্তী মৎস্য ঘের থেকে দু-এক কেজি মাছ কিনে এনে গ্রামের হাটে বিক্রি করে। আর বৃদ্ধা স্ত্রী অমেলা তাদের জীর্ণ কুঠিরের বারান্দায় বসে জাল বুনেন। এ থেকে যা আয় হয় তা দিয়েই কষ্টে দিন কাটে। মাঝে মধ্যে পেটে দানা পানি না পড়লেও খেদ নেই তাদের। তাদের দুঃখ নিজেদের কুঁড়ে ঘরে বসবাস করতে পারছেন না। রাতে একটু স্বস্থিতে ঘুমাতেও পারছেন না তারা। 

দরিদ্র জেলে নারায়ণ-অমেলারা ভিটেমাটি আকড়ে থাকতে চান

অমেলা বিশ্বাস জানান, অসহায়ত্বের সুযোগে পাশের প্রভাবশালী অনিল বিশ্বাসের চোখ পড়েছে আমাদের ভিটার উপর। লোভের বশবর্তী হয়ে শেষ সম্বলটুকুর সিংহভাগ জমি জবর দখল করে রাতারাতি ঘর বানিয়েছেন। বাকি এক চিলতে জায়গায় ভাঙ্গা ছোট্ট ওই কুঁড়ে ঘরের বারান্দার এক কোণে অতি কষ্টে নাওয়া খাওয়াসহ রাত যাপন করতে হয়। সেটাও গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে অনিল বিশ্বাস। নানা ভীতি প্রদর্শন করা হচ্ছে আমাদের। সরেজমিনে গেলে দেখা যায়, ঘুণে ধরা কয়েকটি বাঁশের খুঁটি আপ্রাণ চেষ্টা করছে জীর্ণশির্ণ গোলপাতার ঘরটিকে মাথা উচুঁ করে রাখতে। ভিতর দিয়ে তাকাতেই সূর্য্যিমামা কয়েকটা চালের ভিতর দিয়ে উঁকি মারছে। বাহির থেকে  বোঝা যাচ্ছে রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাবু দেওয়া হয়েছে। যে কোন দমকা বা ঝড়ো হাওয়ায় ঘরটি মাটিতে মিশে যেতে পারে। 

বৃদ্ধ নারায়ণ বিশ্বাস ও তার স্ত্রী অমেলা বিশ্বাস কান্না জড়িত কন্ঠে প্রতিনিধিকে বলেন, কত ঝড় ঝঞ্ঝার প্রতিকূলতা গেল, একাত্তরে রাজাকারদের তাড়া খেয়েছি তবু এ ভিটেমাটি একদিনের জন্য ছাড়েনি। ওরা ইন্ডিয়ায় গেলি ওদের ভিটে চকি দেছি৷ আজ আমাদের কে ভিটে ছাড়া করতে উটেপড়ে লেগেছে। ঘরটি ঠিকমত বানতি  দেচ্ছে না অনিল বিশ্বাস। এ নিয়ে অনেকবার তাদের হাতে আমরা শারিরীক নির্যাতনের শিকার হইছি। প্রাণভয়ে আমাদের ছেলে চলে গেছে পাটনি পাড়ায়। 

তারা আরও জানান, মোকদ্দমায় উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত আমাদের পক্ষে রায় দিলেও সে রায় তোয়াক্কা করছেন না অনিল বিশ্বাস। সে কারণেই এই ভাঙ্গাচুরা ঘরের স্যাঁৎসেতে  বারান্দায় একপাশে রান্না করি। অন্য পাশে ইটের উপরে কয়েকটি তকতা দিয়ে তাদের থাকতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। অসহায় অমেলাদের একটাই দাবি, খাদ্য চাই না, বস্ত্র চাই না দখলে করে নেয়া তাদের শেষ সম্বল এই পৈত্রিক ভিটের জায়গাটি ফিরে পেতে চাই। ঘরটি সংস্কার করে যেনো শেষ বয়সে মাথা গুঁজতে পারি। এ বিষয় অনিল কৃষ্ণ জানান, এটি আমাদের জমি। কোর্টে মামলা চলছে যে রায় পাবে সেই জমিতে থাকবে। আমি জোর করে জমি দখল করেনি। তবে ঘরবাঁধার ব্যাপারে বাঁধা দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য শংকর বিশ্বাস জানান, আমি অনেকবার মিমাংসার চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শুনচ্ছে না।

 পাইকগাছা গড়ইখালি সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছা গড়ইখালি সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

পাইকগাছা গড়ইখালি সিপিপি’র স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

খুলনা পাইকগাছা উপজেলার গড়ই খালিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও সিপিপি এর ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার গড়ই খালি ইউনিয়ন এর সিপিপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর আয়োজনে, গড়ইখালি ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর ১৮০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও অফিস উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংকেতিক যন্ত্রপাতি ও ব্যক্তিগত সরঞ্জাম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ১০ নং গড়ই খালি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম (কেরু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর পাইকগাছা উপজেলা, টিম লিডার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন, বাংলাদেশে হাজার হাজার মানুষ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসাবে বর্তমানে কাজ করছেন। যার মধ্যে নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে অর্ধেক নারী স্বেচ্ছাসেবক রয়েছে। তিনি আরও বলেন, আপনারা স্বেচ্ছায় এ কর্মসূচীতে যোগ দিয়েছেন। সিপিপির সাফল্যের জন্য এ বছর জাতিসংঘ থেকে আমরা পুরষ্কার পেয়েছি। এ পুরষ্কার পাওয়ার পিছনে আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের অবদান সবচেয়ে বেশী। সাধারন মানুষের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে হতে বিভিন্ন দূর্যোগে ২৭ জন প্রাণ দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা দূর্যোগ এলে সেটিকে দৃঢ়তার সাথে মোকাবেলা করার চেষ্টা করেন। এসময় তিনি দূর্যোগ থেকে বাঁচতে ও সমাজকে বাঁচাতে সকল স্বেচ্ছাসেবকদেরকে সময় মত এগিয়ে এসে জনসাধারনের পাশে থাকতে অনুরোধ জানান। ইউনিয়ন টিমলিডার আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ এলাকার বেক্তিবর্গ ও ইউনিয়ন সিপিপির সকল সদস্যগণ।

 খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

‘তথ্য-সংস্কৃতি বিকাশ এবং তথ্য-ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমের সম্প্রসারণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা-মোংলা আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ (বুধবার) খুলনার হোটেল সিটি ইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 

 _____প্রধান অতিথির বক্তৃতায় মেয়রবলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো বিদেশী সাহায্য নির্ভর। বিগত ৩০ বছরে বাজেটের আকার ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিদেশী সাহায্য নির্ভরতা কমিয়ে এখন আমাদের বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি। এজন্য তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান। মোংলা বন্দর প্রসঙ্গে সিটি মেয়র বলেন, মৃতপ্রায় বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই বন্দরকে ঘিরে চারপাশে বহু কলকারখানাসহ মোংলা ইপিজেড গড়ে উঠেছে, সেখানে প্রায় পাঁচ হাজার নারী শ্রমিক কাজ করে স্বাবলম্বী হচ্ছে। বন্দরে বিদেশেী জাহাজ আসার পরিমাণ বাড়ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ২০২১ সালে করোনার মধ্যেও বন্দরের ইতিহাসে সবচেয়ে বেশি পণ্যবাহী জাহাজ খালাস হয়েছে। পদ্মাসেতু চালু হলে এই বন্দরে জাহাজ আসার পরিমান বহুগুণ বৃদ্ধি পাবে, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষকে এখনই প্রস্তুতি নেওয়ার আহবান জানান। নিয়মিত নদীখনন করে নাব্যতা বজায় রাখা এবং বন্দর সংলগ্ন রাস্তাগুলো ৬ লেনে উন্নীতকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন___তিনি।

 __খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার আ স ম ওয়াহিদুজ্জামান, বাগেরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের__সভাপতি শেখ লিয়াকত হোসেন ও মোংলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন (সিএন্ডএফ) এর সভাপতি মোঃ সুলতান হোসেন খান। কী-নোট পেপার উপস্থাপন করেন মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোঃ মাহফুজ আহমেদ। স্বাগত জানান মোংলা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোঃ মেহবুব হক।

 সাতক্ষীরার রসুলপুরে পুরুষ ও যুবকদের ওরিয়েন্টেশন

সাতক্ষীরার রসুলপুরে পুরুষ ও যুবকদের ওরিয়েন্টেশন

সাতক্ষীরার রসুলপুরে পুরুষ ও যুবকদের ওরিয়েন্টেশন

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় মঙ্গলবার, (২৫ জানুয়ারী ২০২২) বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভার রসুলপুর পল্লী সমাজে পুরুষ ও যুবকদের নিয়ে জেন্ডার বৈষম্য দূরীকরণে সংসারে নারী ও পুরুষের সমান অংশ গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ওরিয়েন্টেশন করা হয়।

ওরিয়েন্টেশনে নারী এবং পুরুষের মধ্যে জেন্ডার বিষয়ক বৈষম্য মুলক আচরণ নিয়ে আলোচনা করা হয় ও তা প্রতিরোধে পুরুষদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এটা তাদেরকে কাউন্সিলিং করা হয়।


ঘরের কাজে নারী ও পুরুষের সমান অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও পুরুষদের ভুমিকা অনষীকার্য এটা তারা স্বীকার করে প্রতিশ্রুতি বদ্ধ হয় যে তারা এখন থেকেই ঘরের কাজে নারীদের কে সহযোগীতা করবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখবে।