Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Thursday 10 August 2023

 পাইকগাছায় অভিমানী হাফেজ'র আত্মহত্যা

পাইকগাছায় অভিমানী হাফেজ'র আত্মহত্যা

পাইকগাছায় অভিমানী হাফেজ'র আত্মহত্যা

পাইকগাছা অফিস :পাইকগাছায় স্ত্রী বাড়ী থেকে চলে যাওয়ায় অভিমান করে হাফেজ মুসা সরদার (৩৬) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার রাড়ুলি ইউনিয়নের মৃত সুলতান সরদারের ছেলে। ৪/৫ দিন আগে কোন এক সময় নিজ বসত ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসী ধারনা করছে। প্রায় দু'মাস আগে তার একমাত্র সন্তানকে নিয়ে স্ত্রী বাড়ী থেকে ঝগড়া করে চলে যায়। 

দীর্ঘদিন বাড়ীতে ফিরে না আসায় বাড়ীতে একা একাই কা বসবাস করছিল। এর মধ্যে সে সম্প্রতি এ ঘটনা ঘটায়। আজ দুপুরে তার ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা ঘরের ভেতর উঁকি ঝুঁকি দেয়। এসময় ঝুলন্ত  লাশটি দেখে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। 

সংবাদ পেয়ে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরী করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Friday 13 January 2023

 পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত
 পাইকগাছায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত

পাইকগাছা অফিস::পাইকগাছায় মটবাটি শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রাবর দুপুর সাড়ে ১২ টায় প্রধান অতিথি হিসাবে ওই পিঠা উৎসবের উদ্বধন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ড। 

সভাপতিত্ব করেন, শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পদক প্রশান্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. শিবু প্রসাদ সরকার, সম্পাদক অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার, তুষার কান্তি বিশ্বস, প্রজিৎ কুমার রায়, শিক্ষক হিরেন্ময় বৈদ্য, মিলন রায় চৌধুরী, সুজিত কুমার মন্ডল, সন্তোষ সরকার, জগন্নাথ দেব নাথ, হরিপদ মন্ডল, প্রশান্ত রায়,  হিরক বিশ্বাস, সবুজ মন্ডল, অনুপ বিশ্বাস, চৈতন্য ঢালী, মিতারায়, নমিতা বিশ্বাস, প্রেমা রায়, সাথী সরকার, মেনকা মন্ডল প্রমুখ।

Tuesday 5 April 2022

 ঈদের নাটকে ভাই-বোনের চরিত্রে মোশাররফ-জুঁই

ঈদের নাটকে ভাই-বোনের চরিত্রে মোশাররফ-জুঁই

ঈদের নাটকে ভাই-বোনের চরিত্রে মোশাররফ-জুঁই

বিনোদন ডেস্ক  দেশের ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তব জীবনে স্বামী-স্ত্রী, তেমনি অসংখ্যবার পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে হাজির হয়েছেন। তবে এবার ব্যতিক্রমভাবে পর্দায় আসছেন তারা। ঈদের বিশেষ নাটক ‘হোয়াট ইজ লাভ’-এ তাদের ভাই-বোনের চরিত্রে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী। এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির--------শুটিং শেষ হয়েছে। নাটকটিতে একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

নাটকটির গল্পে দেখা যাবে, রনি চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ঘটনাচক্রে রনির বিয়ে ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি। বিয়ে না করে নিজেকে পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলছেন। অন্যদিকে একই এলাকার ঘর জামাই অয়ন চৌধুরী। অয়নের এখন যে স্ত্রী, তাকে বিয়ে করার কথা ছিল রনি নামে আরেকজনের। এ চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে।

মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে---------অভিনয় করেছেন সারিকা সাবা, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ প্রমুখ। ঈদুল ফিতরে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

Friday 25 February 2022

 এবার পর্দায় দেখা মিলবে রাজ-পরীর প্রথম সিনেমা-‘গুণিন’

এবার পর্দায় দেখা মিলবে রাজ-পরীর প্রথম সিনেমা-‘গুণিন’

এবার পর্দায় দেখা মিলবে রাজ-পরীর

সেন্সর পেয়েছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। খুব দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কী হয়? সিনেমাতেও কী তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন প্রশ্নের উত্তর পেতে হলে গিয়ে দেখতে হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গুণিন’। এ সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

সেইসঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়। সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে।

খুব তাড়াতাড়ি ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পাবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবেন। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফরমেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে, সবাই খুব ডেডিকেটেড ছিল। পরিচালক আরও বলেন, ‘গুণিন’ সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেয়া।

আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।

Monday 14 February 2022

 ভালোবাসা দিবস বর্জন করে চিরকুমার সংঘের মিছিল

ভালোবাসা দিবস বর্জন করে চিরকুমার সংঘের মিছিল

ভালোবাসা দিবস বর্জন করে চিরকুমার সংঘের মিছিল

ডেস্ক রিপোর্ট : ভালোবাসা দিবস বর্জন করে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন নিখিল বাংলা চির কুমার সংঘ। তারা এই দিবস পালনের নামে নোংরামি বন্ধের দাবি জানিয়েছেন তারা। এদিকে পহেলা বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসে বরিশালে সোমবার দিনের প্রথমভাগে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও উচ্ছ্বাসের কমতি ছিলো না তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রকৃতিপ্রেমীদের মাঝে। তবে বিকেলে বসন্ত উৎসবের আয়োজন করেছে উদীচী এবং বরিশাল নাটক নামে দুটি সংগঠন।সোমবার বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে চিরকুমার সংঘের ব্যানারে একটি মিছিল শুরু হয়। একদল তরুণের অংশগ্রহণে মিছিলটি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে সংলগ্ন হিরণ পয়েন্টে গিয়ে শেষ হয়। ‘নিজ সঙ্গে স্বর্গ বাস, বিয়ে করলে সর্বনাশ’, ‘এক একটি কাপল ধরো, কাপল ধরে সিঙ্গেল করো’ শ্লোগান দেয়া হয় মিছিলে।

মিছিল শেষে চিরকুমার সংঘের সভাপতি রাকিব হোসেন বলেন, ‌‘তারা পুঁজিবাদী প্রেমের বিপক্ষে। যারা প্রেমের নামে ছলনা করে, মানুষের জীবন নষ্ট করে, নোংরামি করে তাদের বিপক্ষে চিরকুমার সংঘ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালাম, অ্যালফ্রেড নোবেলসহ অনেকেই ছিলেন চির কুমার। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চিরকুমার থাকার কারণেই নিজেকে দেশ ও জাতির কল্যাণে কাজ লাগাতে পেরেছেন। এসব কারণেই তারা চিরকুমার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে বরিশালে বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা বসন্ত উদযাপনে উচ্ছ্বাসের কমতি ছিলো না নতুন প্রজন্মের মাঝে। তারা সেঁজেগুজে প্রিয়জন, বন্ধু-বান্ধবসহ পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন। করেছেন আনন্দ। একে অপরকে ফুল দিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেন তারা। ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে ছিলো বাড়তি ভিড়। তবে একই দিনে বিশেষ দুটি দিবস হওয়ায় সার্বিকভাবে ফুলের বেচাকেনা কম হয়েছে বলে দাবি করেন ফুল দোকানিরা।

Tuesday 8 February 2022

 গণ্ডি ছাড়িয়ে তানজিন তিশা, প্রশংসায় নির্মাতা সঞ্জয়

গণ্ডি ছাড়িয়ে তানজিন তিশা, প্রশংসায় নির্মাতা সঞ্জয়

গণ্ডি ছাড়িয়ে তানজিন তিশা, প্রশংসায় নির্মাতা সঞ্জয়

ডেস্ক রিপোর্ট : তানজিন তিশা নামটিই যথেষ্ঠ তার পরিচয়ের জন্য। নাটকের দর্শকের কাছে তিনি ভীষণভাবে পরিচিত, জনপ্রিয়। দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। তবে এবার তিনি আসছেন একটু ভিন্ন প্ল্যাটফর্মে, আর অনেকটা ব্যতিক্রম চরিত্রে।প্রজেক্টের নাম ‘লোহার তরী’। এটি একটি ওয়েব ফিল্ম। নির্মাণ করেছেন হালের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি।

মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ‘লোহার তরী’র ট্রেলার। সেখানে রীতিমতো চমকে দিয়েছেন তানজিন তিশা। নিজেকে গণ্ডির বাইরে এনে ভিন্ন রূপ আর অভিনয়শৈলিতে চমক দেখিয়েছেন। তাই ট্রেলার দেখেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-দর্শকরা। পুরো সিনেমা মুক্তির পর সেই প্রশংসার পাল্লা আরও ভারি হবে বলেও কেউ কেউ মনে করছেন।

এদিকে যিনি তানজিন তিশাকে এমন রূপে হাজির করছেন, সেই নির্মাতা সঞ্জয় সমদ্দারও বাদ পড়লেন না অভিনেত্রীর বন্দনা থেকে। কাছে তিনি অকপটে জানালেন তিশার পরিশ্রম ও ত্যাগের কথা।

কখনো সাদাসিধে, কখনো গ্ল্যামারাস, চঞ্চল তরুণীর রূপে দেখা গেছে তানজিন তিশাকে। তবে ‘লোহার তরী’তে তিনি ধূমপানও করেছেন। নির্মাতা সঞ্জয় বলেন, ‘পর্দায় এবারই প্রথম তিশা ধূমপান করেছেন। অবশ্যই তা চরিত্রের প্রয়োজনে। সুতরাং তিনি অনেক বেশি সাহসিকতার পরিচয় দিয়েছেন।’

এই ওয়েব ফিল্মের শুটিংয়ের সবচেয়ে বড় প্রতিকূলতা ছিল রাত। সঞ্জয় জানান, লঞ্চে করে একবার বরিশাল যাওয়া, আবার আসা; সারারাত শুটিং করা, দিনে ঘুমানো। সবমিলিয়ে অনেক বেশি শারীরিক ও মানসিক শ্রম দিয়ে কাজটি সম্পন্ন করেছেন তারা।

এদিকে ওয়েব ফিল্মটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানালেন তানজিন তিশা। তিনি বলেন, ‘ফিল্মের একটি দৃশ্যে আমি লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। যদিও আমি খুব ভালো সাঁতার জানি না, তারপরও এটা করেছি। সাঁতার জানলেও স্রোতের মধ্যে নদীতে সাঁতার কাটা খুব একটা সহজ নয়। সাঁতার কেটে ডানদিকে আসতে চাইলে স্রোত আমাকে বামদিকে নিয়ে যেত। আমি তো এক পর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! এটা আমার জন্য খুবই ভয়ংকর একটা অভিজ্ঞতা ছিল। তারপরও আমি চেষ্টা করেছি গল্প ও চরিত্রের প্রয়োজনে সেরাটা দিয়ে কাজ করতে। আমার বিশ্বাস, দর্শক সেই পরিশ্রমের প্রমাণ পাবেন।’

উল্লেখ্য, ‘লোহার তরী’ ওয়েব ফিল্মের গল্পটি রহস্যে ঘেরা ও রোমাঞ্চকর। এটি যৌথভাবে লিখেছেন সঞ্জয় সমদ্দার ও নাজিম উদ দৌলা। এতে তানজিন তিশা ও মনোজ প্রামাণিক ছাড়া আরও অভিনয় করেছেন খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, টাইগার রবি প্রমুখ।

Tuesday 11 January 2022

 ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম



ডেস্ক রিপোর্ট : ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছেন হিরো আলম। এ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন হিরো আলম। এ প্ল্যাটফর্মে হিরো আলমের গান, সিনেমাসহ সব কাজ পাওয়া যাবে। প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‌‘হিরো আলম সিনেমা’

আজ মঙ্গলবার দুপুরে হিরো আলম বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম করতে প্রচুর অর্থ প্রয়োজন। আমি আস্তে আস্তে করবো। ধাপে ধাপে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।’

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তিনটা ছবি মুক্তি দিতে চাই। কাজ শেষ। কিন্তু করোনার কারণে হলে মুক্তি দিতে সাহস পাচ্ছি না। এজন্য ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছি। যার ইচ্ছে হবে, দেখবে।’

হিরো আলম স্থানীয় ও সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন। তিনিজানিয়েছেন, আবারও জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু এবং নন্দীগ্রাম উপজেলা) থেকে অংশ নেবেন।

Sunday 2 January 2022

 পাইকগাছায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

পাইকগাছায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

পাইকগাছায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ


পাইকগাছা অফিস ::পাইকগাছায় শীতে অসহায় কাবু বয়োবৃদ্ধদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার খড়িয়া বাইতলা বাজারে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বিভূতী সানা,  লিয়াকত সরদার, আলেক গাজী, অরুন মন্ডল ও আফিল মোড়ল সহ আরো অনেকে। অপরদিকে  রবিবার বিকেলে উপজেলার লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলুর উদ্যোগে ও ক'জন হাজী ও যুবকের অর্থায়নে এ কম্বল বিতরন করা হয়।



 আলহাজ্ব চায়েব আলী সানার সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলুর পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল মজিদ সানা, আলহাজ্ব রেজাউল করিম ও ব্যবসায়ী মোজাম আলী সানা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাছিমা খাতুন,জিন্নাত আলী গাজী,আঃ গফুর মোল্লা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, রাসেল সরদার সহ ফয়সাল আহম্মেদ,মশিয়ার,বাপ্পী,হাসান,ইসলাম সহ অনেকে।


 পাইকগাছায় মোবাইল ব্যাংকিং ট্যাপ এর বর্ণাঢ্য শোভাযাত্রা

পাইকগাছায় মোবাইল ব্যাংকিং ট্যাপ এর বর্ণাঢ্য শোভাযাত্রা

পাইকগাছায় মোবাইল ব্যাংকিং ট্যাপ এর বর্ণাঢ্য শোভাযাত্রা


পাইকগাছায় ট্রাস্ট আজিয়াটা পে ও বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত ট্রাস্ট ব্যাংকের যৌথ পরিচালনায় (ট্যাপ) মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম শুরু করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি আল মদিনা মার্কেটস্থ ব্যাংকের নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোবাইল ব্যাংকিং ট্যাপ এর টেরিটরি ম্যানেজার মোস্তফা বদরুল হাসান, ডিস্ট্রিবিউটার শাহাজান লাভলু, ম্যানেজার তারিক হাসান, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও এসএম আলাউদ্দিন সোহাগ, ফারিন বুশরা, হেনা হিতৈষী। উপস্থিত ছিলেন, ব্যাংকের ডিএসও সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পাইকগাছার বিভিন্ন নদী থেকে লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

পাইকগাছার বিভিন্ন নদী থেকে লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ

পাইকগাছার বিভিন্ন নদী থেকে লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ



মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন শুরু করেছে পাইকগাছা উপজেলা টাস্কফোর্স কমিটি। ৪টি ধাপে এ অপারেশন পরিচালনা করা হবে। প্রথম ধাপ ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী, দ্বিতীয় ধাপ ১৪ জানুয়ারী হতে ২১ জানুয়ারী, তৃতীয় ধাপ ২৮ জানুয়ারী হতে ৩ ফেব্রæয়ারী, চতুর্থ ধাপ ১৩ ফেব্রæয়ারী হতে ২০ ফেব্রæয়ারী।

প্রথম ধাপের অপারেশনের অংশ হিসেবে রোববার সকালে উপজেলার সোলাদানা ও দেলুটি ইউনিয়নের বিভিন্ন নদীতে নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

অভিযানে ১ লাখ টাকা মূল্যের ১০ হাজার বর্গ কিলোমিটারের ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের এএসআই আকরাম হোসেন, সহকারী উপজেলা মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও রবিউল ইসলাম।

 পাইকগাছায় সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

পাইকগাছায় সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

পাইকগাছায় সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ


পাইকগাছা পৌর সদরে ঐতিহ্যবাহী সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাতা আলহাজ¦ ফাতেমা জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, মেয়র সেলিম জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক অনিমা রানী চক্রবর্তী। উপস্থিত ছিলেন, শিক্ষক রেশমা পারভীন, সমীরণ ঢালী, পম্পা বৈরাগী, মাহবুবা রহমান, রূপা মন্ডল, শাপলা কর্মকার ও অপর্না সাহা।

 পাইকগাছায় মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

পাইকগাছায় মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

পাইকগাছায় মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত


পি,সি,মন্ডল  পাইকগাছাঃঃ  পাইকগাছায় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের ১৩ তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা 


বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। 

মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার, এসআই মোশারফ, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, প্রভাষক ময়নুল ইসলাম, আনসার বিডিপির প্রশিক্ষক মোঃ আলতাপ হোসেন, মোঃ আবু সাঈদ, মিজানুর রহমান, জহুরুল হক, প্রেমাংশু তরফদার, শাহিনুর রহমান, এস এস শহিদুল হক, আজম উদ্দিন সরদার সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।


 পাইকগাছায় সমবায় দিবসে অনুদানের চেক  ও ভাতার কার্ড বিতরণ

পাইকগাছায় সমবায় দিবসে অনুদানের চেক ও ভাতার কার্ড বিতরণ

পাইকগাছায় সমবায় দিবসে অনুদানের চেক  ও ভাতার কার্ড বিতরণ


পি,সি, মন্ডলঃঃপাইকগাছায় আলোচনা সভা, অনুদানের চেক সহ ভাতার কার্ড বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবসের কর্মসূচি পালিত হয়েছে। 

"মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে হয়। কর্মসূচিতে  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। এসময় তিনি বলেন উপজেলায় মোট ২৭৭৮১ জনকে ভাতার আওতায় আনা হয়েছে।

যার মধ্যে বয়স্ক ভাতা ১৫২৯৩, বিধবা ও স্বামী পরিতক্তা ৭৬১৪, প্রতিবন্ধী ৪৬১৭, দলিত, হরিজন, বেদে ৯০, দলিত, হরিজন বেদে শিক্ষার্থীর উপবৃত্তি ৪২, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ১২৫ জন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, মহিলা বিষযক কর্মকর্তা মনিরুজ্জামান, এসআই মোশারফ, পাইকগাছা প্রেসক্লাব সম্পাদক মোসলেম উদ্দীন আহম্মেদ। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আলাউদ্দিন রাজা, আনসার বিডিপির দলনেতা মোঃ আলতাপ হোসেন, মোঃ আবু সাঈদ, মিজানুর রহমান। অনুষ্ঠানে ১৪ জন ভাতা ভোগীকে ৪২ হাজর ও চার জন অসুস্থ প্রতিবন্ধীকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


 পাইকগাছা আইনজীবী সমিতির মিট টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

পাইকগাছা আইনজীবী সমিতির মিট টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

পাইকগাছা আইনজীবী সমিতির মিট টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান


 পি,সি,মন্ডল পাইকগাছাঃঃ পাইকগাছা আইনজীবী  সমিতির মিট টুগেদার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রথম অনুষ্ঠানে  আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত সভাপতি এ্যাড. অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মুবারক মুনিম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক এ্যাড. সুকান্ত রায় এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. অনাদি কৃষ্ণ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী জিএ সবুর, কিশোর মোহন মন্ডল, সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পীযূষ কান্তি সরকার,পঙ্কজ কুমার ধর, চিত্ত রঞ্জন সরকার, মো: শফিকুল ইসলাম, মো: মোজাফফার হাসান, প্রধীশ হালদার, প্রশান্ত ঘোষ, অরুন কুমার মন্ডল, আঃ মজিদ গাজী, জিএম আক্কাছ আলী, মো: আব্দুর রাজ্জাক, দিপংকর কুমার সাহা, শিবুপ্রসাদ সরকার, শেখ আঃ কালাম আজাদ।

 উপস্থিত ছিলেন, সুকুমার দেবনাথ, শেখ আব্দুর রশিদ, অবনী সানা, সুকুমার দেবনাথ, মনিরুল ইসলাম, বেলাল উদ্দীন, বারিকুল ইসলাল, শংকর ঢালী, মোহতছিম বিল্লাহ, এস সুবেহ সাদিক, মুজিবর রহমান, সমাবেশ মন্ডল, একরামুল হক, বিজয়কৃষ্ণ মন্ডল ও রাশনা শারমিন সহ নব নির্বাচিত সদস্যবৃন্দ।

Monday 13 December 2021

 পাইকগাছা হরিঢালী'র নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ সম্পন্ন

পাইকগাছা হরিঢালী'র নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ সম্পন্ন

পাইকগাছা হরিঢালী'র নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ সম্পন্ন



পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় ২ নভেম্বর অনুষ্ঠিতব্য হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের নব-নির্বাচিত ১২ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে  শপথ অনুষ্ঠানে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। 

নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, শপথ গ্রহণের পর এখন আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদের সদস্যরা। আশাকরি সততার সহিত এলাকার উন্নয়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

 শপথ গ্রহণ করেন ১নং সংরক্ষিত সদস্য মোছাঃ আনজুরা বেগম, ২নং সংরক্ষিত সদস্য স্মিতা মন্ডল, ৩নং সংরক্ষিত সদস্য জয়ন্তী বিশ্বাস, সাধারণ সদস্য যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম, মোঃ আকবর আলী মোড়ল, মোঃ হাবিবুর রহমান, শেখ আব্দুল গফুর, মোঃ শেখ আজিজুল খান, মোঃ মুজাহিদ হাজরা, শংকর কুমার বিশ্বাস, বিষ্ণুপদ রায় এবং শেখ ফারুক হোসেন। 

এছাড়া রবিবার সকালে জেলা পরিষদের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার হরিঢালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাফর সিদ্দিকীকে শপথ পাঠ করান।



সাতক্ষীরায় জলাবদ্ধতায় ম্লান হয়ে গেছে হেমন্তের নবান্ন উৎসব

সাতক্ষীরায় জলাবদ্ধতায় ম্লান হয়ে গেছে হেমন্তের নবান্ন উৎসব

সাতক্ষীরায় জলাবদ্ধতায় ম্লান হয়ে গেছে হেমন্তের নবান্ন উৎসব



সাতক্ষীরায় জলাবদ্ধতায় ম্লান হয়ে গেছে হেমন্তের নবান্ন উৎসব। জেলার অধিকাংশ বিল ডুবে থাকায় এ বছর নবান্নের উৎসবে মেতে উঠতে পারেনি কৃষক। ফসলশূন্য জলাবদ্ধ বিলগুলোর দিকে তাকালে বোবা কান্নায় ভেঙে পড়ছেন কৃষক। যেবিলগুলোতে থাকার কথা সোনালী ধানের সমারোহ সেই বিলগুলো এখনো পানিতে থৈ থৈ করছে।


আমন ফসল থেকে বঞ্চিত হয়েছে হাজার হাজার কৃষক। হেমন্তের এই দিনে যেগ্রামগুলোর উঠোন ভরা থাকতো নতুন ধানের পালায়, সেই উঠোনে এবার এক আঁটি ধানও দেখা যায়নি। নবান্নের দিনে যে কৃষাণী ব্যস্ত থাকতেন ঘর গোছাতে সেই কৃষাণী এবার অলস সময় পার করছেন। কপালে তার চিন্তার ভাজ। বোরো আবাদ নিয়েও কৃষক রয়েছেন দুশ্চিন্তায়। বিলের পানি যে এখনো শুকায়নি তার! রোদে শুকানো ছাড়া পানি কমার কোন পথ নেই।


সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো: আনিসুর রহিম বলেন, পয়লা অগ্রহায়ন বাঙালির নবান্ন উৎসব। ফসলকেন্দ্রিক সবচেয়ে বড় ও প্রাচীন উৎসবে মেতে ওঠার দিন। নতুন ধানে হয় নবান্ন। অনাদিকাল ধরে গ্রামীণ জনপদে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। লোকায়ত জীবন ও কৃষিনির্ভর অর্থনীতির জয়গান করা হয় নবান্ন উৎসবে। শহর ও গ্রাম সর্বত্রই লাগে আনন্দের ঢেউ। মরা কার্তিকে কৃষকের গোলা শূন্য হয়ে গেলে খাবারের অভাব দেখা দেয়। সবাই তখন তাকিয়ে থাকে অগ্রহায়ণের দিকে। এবারও সাতক্ষীরার কয়েক লক্ষ কৃষক তাকিয়ে ছিলেন হেমন্তের মাঠের দিকে।

 কিন্তু সর্বনাশা জলাবদ্ধতা কৃষকের মুখের হাসি কেড়ে নেয়। আমন হারা কৃষক পরিবারে এবার হেমন্তদিনে দেখা যায়নি নবান্নের আয়োজন। আমনের ক্ষতি পুষিয়ে নিতে এবার বোরো চাষে কোমর বাঁধছেন কৃষকরা।


নাগরিক নেতা এড: ফাহিমুল হক কিসলু বলেন, নবান্ন মানে নতুন অন্ন। নতুন চালের রান্না উপলক্ষে আয়োজিত উৎসবই নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব শুরু হয়। হাজার বছর ধরে নবান্ন উৎসব উদযাপন হয়ে আসছে। ঘরে ফসল তোলার আনন্দে এ উৎসবের আয়োজন করা হতো। কিন্তু সাতক্ষীরায় প্রায় অর্ধ শতাধিক বিল বিগত কয়েক বছর ধরে জলাবদ্ধতার কারণে ডুবে থাকে। এসব বিলে আমন চাষ করতে পারে না কৃষক। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ। বিলগুলোর পানি এখনো শুকায়নি। ফলে বোরো আবাদেও সংশয় রয়েছে। কৃষকরা খুবই অসহায় অবস্থায় রয়েছে।


স্থানীয় কৃষকদে থেকে জানা যায় জেলার দাঁতভাঙ্গা, মালিনি, হাজিখালি, বুড়ামারা, পালিচাঁদ, চেলারবিল, ডাইয়ের বিল, ঘুড্ডির বিল, কচুয়ার বিল, ঢেপুর বিল, লাবসার বিল, বল্লীর বিল ও পদ্মবিলসহ অর্ধশতাধিক বিল এখনও ফসল শূন্য। এসব বিল ও গ্রামের পানি নিষ্কাশনের পথ বেতনা, মরিচ্চাপ ও সীমান্তের ইছামতি নদী। এসব নদী বিল ছাড়া উঁচু হয়ে গেছে। ফলে প্রতি বছর বিলগুলো জলাবদ্ধতার শিকার হচ্ছে। এতে করে আমনের পাশাপশি বোরো আবাদও অনিশ্চিত। তবে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রজানায়, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৮০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৯ হাজার ৬০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৮৯ হাজার ৯১০ হেক্টর জমিতে। অথচ এসময় অর্ধশতাধিক বিল ছিল পানিতে নিমজ্জিত। আমন মৌসুমে বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার শিকার হয় বিলগুলো। এতে করে কৃষক আমন চাষ করতে পারে না। অপরদিকে বোরো মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকে। বিলের পানিও এসময় কমতে থাকে। ফলে আমনের তুলনায় বোরো আবাদের পরিমাণ বেশি হওয়ার কথা থাকলেও সাতক্ষীরায় তা কমেছে প্রায় ১০ হাজার হেক্টর।


সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়াতথ্যমতে, ২০১৫ সালে জেলায় ৯৪ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়। ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ৮৪ হাজার ৩৫৫ হেক্টরে। ২০১৭ সালে জেলায় ৮৩ হাজার ৭৬৫ হেক্টর জমিতে আমন চাষ হয়। ২০১৮ সালে ৬০ হাজার ৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়। ২০১৯ সালে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ৮৯ হাজার ২২৯ হেক্টর জমিতে। ২০২০ সালে ৮৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন আবাদের টার্গেট করা হয়। কিন্তু জলাবদ্ধতার কারণে আমন মৌসুমে বিগত ১০ বছরের অধিক সময় প্রায় অর্ধশতাধিক বিল পানিতে ডুবে থাকে। ফলে লক্ষ্যমাত্রা নির্ধারণকরা থাকলেও সর্বনাশা জলাবদ্ধতার কারণে তা পূরণ হয়না। 

 জেলার প্রায় ৫৬ হাজার হেক্টর নিচু জমিতে বোরোর আবাদ করা সম্ভব হচ্ছেনা বলে জানায় একাধিক সূত্র।


সাতক্ষীরায় মোট এক লক্ষ ৭৭ হাজার ৮১৪ হেক্টর জমির মধ্যে আবাদি জমির পরিমাণ প্রায় এক লক্ষ ৩১ হাজার ৭৮৮ হেক্টর। এর মধ্যে স্থায়ী পতিত জমি প্রায় ৪৫ হাজার ১১০ হেক্টর। এর বাইরে চাষযোগ্য জমির মধ্যে মাঝারি ও নিচু জমির পরিমাণ ৪৬ হাজার ৮০৪ হেক্টর। এসব জমির বেশির ভাগ অংশ এখনো পানির নিচে। চলতি মৌসুমে সাতক্ষীরায় ৭৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে জলাবদ্ধতার কারণে ৫৫ হাজার ৭৮৮ হেক্টর জমিতে এবার বোরো চাষ অনিশ্চিত।


কৃষি বিভাগের হিসাব মতে, জেলার মোট ১৪ লক্ষ ৩৪ হাজার ২০০ জন মানুষ সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। এসব কৃষকের মধ্যে বর্তমান বোরো চাষের সাথে প্রায় ১০ লক্ষ মানুষ জড়িত। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

 তবে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল অবলম্বন করা হচ্ছে। যেমন-বৈরী জলবায়ুর (লবণাক্ততা, বন্যা, খরা, জলাবদ্ধতা ও অধিক তাপ সহিষ্ণু) সাথে খাপ খাওয়ানোর মতো উচ্চফলনশীল ফসলের নতুন নতুন জাতের উদ্ভাবন করা হচ্ছে। এগুলোর ব্যবহার ও চাষাবাদ বাড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। কৃষিতে তথ্য প্রযুক্তি, স্যাটেলাইট, মলিকুলার ও বায়োটেকনোলজি প্রযুক্তিরর ব্যবহার বাড়ানো হচ্ছে। শস্যবীমা চালু করার কথাও ভাবা হচ্ছে।

সাতক্ষীরা’র উপ-পরিচালক কৃষিবিদ মো: নুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৮০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্ষাকালে আমন চাষ হয়। তখন লবণাক্ততা কম থাকে। ফলে আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটাসহ অন্যান্য এলাকায় আমন চাষ হলেও বোরো মৌসুমে হয়না। তিনি বলেন, জেলার ৭টি উপজেলার কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত কৃষি কর্মকর্তারা। কৃষকদের যেকোন প্রয়োজনে কৃষি কর্মকর্তারা পাশে থাকবেন বলে জানান তিনি। । কৃষকদের সার্বিক খোঁজ খরব নেওয়া হচ্ছে।এবং তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন    ডুমুরিয়ায় ট্রা‌কের নি‌চে ঝাঁপ দি‌য়ে বৃদ্ধার আত্মহত্যা

 কুলিয়ায় চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর সংবর্ধনা প্রদান

কুলিয়ায় চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর সংবর্ধনা প্রদান


কুলিয়ায় চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর সংবর্ধনা প্রদান



দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও ছয় বারের নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হককে বিজয়োত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 রোববার বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড টিকেটসহ আশপাশের কয়েকটি গ্রামের জনগন নির্বাচন পরবর্তী আছাদুল হককে এ সংবর্ধনা প্রদান করেন।

 টিকেট পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আছাদুল হক।

 ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু হৃদয় মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য বাবু প্রভাষ চন্দ্র মন্ডল, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্যা শ্যামলী রানী মন্ডল প্রমুখ।

তালায় অসহায় বৃদ্ধাকে নতুন টিউবওয়েল উপহার দিলেন প্রিসিলা

তালায় অসহায় বৃদ্ধাকে নতুন টিউবওয়েল উপহার দিলেন প্রিসিলা


তালায় অসহায় বৃদ্ধাকে নতুন টিউবওয়েল উপহার দিলেন প্রিসিলা


 যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রিসিলা নাজনীন ফাতেমা সাম্প্রতিক সময়ে সকলের পরিচিত মুখ।

 সচেতনতামূলক নানাধরনের ভিডিও তৈরী করে আলোচনায় এসেছে সে। এছাড়া সামাজিক ও মানবিক নানাবিধ কর্মকান্ডের মাধ্যমে প্রশংসার তুঙ্গে অবস্থান করে নিয়েছেন তিনি। তিনি সাধারনত অসহায়, এতিম ও সুবিধা বি ত মানুষের মাঝে সহযোগীতা করে থাকেন। আমেরিকা প্রবাসী এই তরুণী পড়াশুনার পাশাপাশি তার এই সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।


এ সকল মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতা এবার সাতক্ষীরায় তালায় ভালবাসা ছড়িয়ে দিয়েছেন তিনি। তালা সদরের আটারই গ্রামের অবেদা বেগম (৬২) নামের অসহায় বৃদ্ধাকে নতুন টিউবওয়েল উপহার দিয়েছে প্রিসিলা। রবিবার (১২ ডিসেম্বর) রবিবার সকালে অসহায় বৃদ্ধার নিজ বাড়িতে এই টিউবওয়েল স্থাপন করা হয়।

 বৃদ্ধা অবেদা বেগমের বাড়ীতে কোন টিউবওয়েল ছিলো না। কখনো অন্যের বাড়িতে আবার কখনো দূরে যেয়ে খাওয়ার পানি আনতে হত। বিষয়টি স্থানীয় একজন সংবাদকর্মীর দৃষ্টিতে আসে। পরবর্তীতে ওই সংবাদকর্মী আমেরিকা প্রবাসী প্রিসিলা কে জানান বিষয়টি । পরবর্তী সময়ে প্রিসিলার খোঁজখবর নিয়ে এই অসহায় বৃদ্ধাকে একটি টিউবওয়েল উপহার দেন।
 আশাশুনিতে  মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট

আশাশুনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট

আশাশুনিতে  মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট



 আশাশুনিতে বাংলাদেশ’র সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।


টুর্ণামেন্টর উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে ৮টি জোনের টিম অংশ নেয়। প্রথম খেলায় আশাশুনি জোন ৪৭-২১ পয়েন্টে সরাপপুর জোনকে পরাজিত করে। ২য় খেলায় প্রতাপনগর জোন ৩৮-১৮ পয়েন্টে শ্রীউলা জোনকে, ৩য় খেলায় বুধহাটা জোন ২৫-৯ পয়েন্টে বিছট জোনকে এবং ৪র্থ খেলায় বড়দল জোন ২৪-১৩ পয়েন্টের ব্যবধানে দরগাহপুর জোন কাবাডী দলকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। 

সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি পেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, অংশগ্রহনকারি জোনের গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার, নিলকোমল মন্ডল, মনিরুজ্জামান খান, আরিফ বিল্লাহ, উত্তম কুমার, পবিত্র দাশ, নূরুল হুদা, আলমগীর কবির। আগামী (১৫) ডিসেম্বর একই মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা ও ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Thursday 9 December 2021

  খুলনার পাইকগাাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবসে  শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠিত

খুলনার পাইকগাাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠিত


খুলনার পাইকগাাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবসে  শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠিত


পিসিমন্ডল, পাইকগাছা ৷পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে ৷ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে  উপজেলা নির্বাহী  অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে

খুলনার পাইকগাাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবসে  শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠিত


প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু৷ বিশেষ অতিথি ছিলেন , ভাইস চেয়ারম্যান  ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান ৷ প্রভাষক মইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

উপজেলা তথ্য আপার তন্বী দাশ,  কাউন্সিলর কবিতা রানী দাশ ও আসমা আহমেদ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, রায়হান পারভেজ রনি সহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৷ যে ৫ জন নারী এবার জয়িতা সম্মাননা পেলেন যথাক্রমে

খুলনার পাইকগাাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবসে  শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অনুষ্ঠিত


.শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাফল্য রেহানা পারভীন , অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হলেন যুথিকা বৈরাগী , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী কৃষ্ণা রানী চক্রবর্তী, সফল জননী বীনা রানী দাস ,