Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

Tuesday, 1 October 2024

পাইকগাছায় ৭ কিলোমিটার দুরবর্তী ইউনিয়ন থেকে পৌরসভায় পানি বন্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

পাইকগাছায় ৭ কিলোমিটার দুরবর্তী ইউনিয়ন থেকে পৌরসভায় পানি বন্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনার পাইকগাছা পৌরসভা উপজেলার গদাইপুর ইউনিয়ন থেকে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোড় নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি, ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি ও ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

পাইকগাছায় ৭ কিলোমিটার দুরবর্তী ইউনিয়ন থেকে পৌরসভায় পানি বন্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের কিছু পাতি নেতা/কর্মী ও দালালদের যোগসাজসে পেশী শক্তির বলে পৌরসভা হতে গদাইপুর শক্তিশালী পানির প্লান্ট স্থাপন পর্যন্ত মেইন সড়কের মাটির নিচ দিয়ে ৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করে। এ সময় তাদের ষড়যন্ত্র বন্ধে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি। অথচ তারা আওয়ামী ও প্রশাসনের ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যহত রাখে। এছাড়াও প্রতিবাদ কারীদের বিরুদ্ধে তারা বিগত সময়ে বিভিন্ন হয়রানিমুলক মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করার চক্রান্তে লিপ্ত থাকে। তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানববন্ধনসহ পুর্বের ন্যায় সকল প্রকার প্রতিবাদ সংগ্রাম অব্যহত থাকবে বলে জানান। এ সময় বক্তারা আরো বলেন, রক্ত দিবো, জীবন দিবো, তবুও ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিবো না। মানববন্ধনে গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা এসএম আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল, মুফতি মাওলানা কুদরত উল্লাহ কাসেমী, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মোঃ শহিদুল ইসলাম, জাহানারা বেগম, খুকু মনি। ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃকামাল সরদার, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, কাজী আবুল বাশার খোকা, রওশন সরদার, কাজী সিফাত উল্লাহ, আল-আমিন মোড়ল, কাজী ইস্তেফা, শামিম হোসেন, কাজী শুভ , রজব আলী গাজী, শামসুর রহমানসহ ইউনিয়নের সকল স্তরের শতশত মানুষ।

Tuesday, 24 September 2024

 পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

পাইকগাছা উপজেলা প্রতিনিধি,,খুলনার পাইকগাছায় সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৩ হাজার ৪০ টি ফলজ বৃক্ষের চারা বিতারণ করা হয়েছে। 

পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ লাখ টাকার চারা বিতারণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মঙ্গলবার দুপুরে পাইকগাছা সিনিয়র মাদ্রাসায় উক্ত চারা বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলার মোট ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০ টি মাধ্যমিক ও ২১ টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আম, কদবেল, মাল্টা, পেয়ারা ও আইস ফলের চারা প্রদান করা হয়। ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার অভ্যান্তরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতারণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোকৌশলী শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা অসীম দাস উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস ও সহকাটী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস।

Wednesday, 9 August 2023

 এলাকাবাসীর যাতায়াতের জন্য দুটি রাস্তা করে দিলেন গড়ইখালীর চেয়ারম্যান কেরু

এলাকাবাসীর যাতায়াতের জন্য দুটি রাস্তা করে দিলেন গড়ইখালীর চেয়ারম্যান কেরু

এলাকাবাসীর যাতায়াতের জন্য দুটি রাস্তা করে দিলেন গড়ইখালীর চেয়ারম্যান কেরু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::এবার এলাকাবাসীর চলাচলের জন্য দুটি রাস্তা করে দিচ্ছেন পাইকগাছার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার জিএম আব্দুস সালাম কেরু। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম গাজী পাড়ায় মহিবুল গাজীর বাড়ি থেকে কপিল সানার বাড়ি পর্যন্ত ৬শ ফুট এবং আব্বাস বাড়ি থেকে মোসলেম গাজীর বাড়ি পর্যন্ত ৫শ ফুট রাস্তা বালু দিয়ে উঁচু করে যাতায়াতের উপযোগী করে দিচ্ছেন। এর ফলে ১নং ওয়ার্ডের পশ্চিম গাজী পাড়ার কয়েক’শ পরিবারের যাতায়াত ব্যবস্থা উন্নত ও সহজ হলো। 

এর আগে কাদা মাটি মেখে যাতায়াত করতে হতো অত্র এলাকার মানুষের। ছোট ছোট যানবাহন এবং মালামাল পরিবহনে চরম ভোগান্তি হতো এখানকার মানুষের। ব্যক্তিগত উদ্যোগে দুটি রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু ও ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে রাস্তার চলমান কাজ পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গাউছুর করিম সরদার, আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার নুন্টে, আনজুয়ারা বেগম, আহম্মাদ আলী গাজী ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Thursday, 6 July 2023

পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পাইকগাছার লতা ইউপির চেয়ারম্যানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাইকগাছা অফিস পাইকগাছায় লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে সাময়িক বরখাস্তের পর স্থায়ী বরখাস্তের দাবি তে পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। যাহা এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে অফিস পাড়ায়, বাজার ঘাটে সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

 গত রবিবার সকালে উপজেলা পরিষদস্থ পাইকগাছা প্রেসক্লাবের সামনে মেইন সড়কে লতার ইউনিয়নবাসীর ব্যানারে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার তিন দিন পর এবার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্রায় ৩ ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তারা চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের কুৎস্যা ছড়িয়ে যাচ্ছে। বক্তারা অনতিবিলম্বে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে স্বপদে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মানববন্ধন বক্তৃতা করেন, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল_বিশ্বাস, বিজন হালদার, কুমারেশ_মন্ডল, বিনেতা বিশ্বাস ও রিনা পারভিন, সাবেক ইউপি সদস্য সুষমা রায় ও মতলেব সানা, আওয়ামীলীগ নেতা অমলেন্দু_তরফদার, দিনেশ তরফদার, অনিল সরকার, দীলিপ রায়, দিনেশ_মন্ডল, মদন মোহন মন্ডল, রাধিকা গোলদার, মহিলা নেত্রী শিউলী রায়, গীতা মন্ডল, রত্না স্বর্ণকার, আয়শা, সাজুতা বেগম, আন্না বেগম, রেবেকা খাতুন, যুবনেতা গৌতম_রায়, স্বেচ্ছাসেবকলীগের বিদ্যুৎ মন্ডল, পলাশ বাছাড়. নুর_ইসলাম গাইন, বিপুল বিশ্বাস, অরন্য_ঢালী, দীপংকর মল্লিক, সুজন রায়, জয় খান. তাপস, বিচিত্র, বিশ্বজিত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে ২০ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করেন।

Wednesday, 3 May 2023

 পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকেআর্থিক সহায়তা প্রদান

পাইকগাছায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকেআর্থিক সহায়তা প্রদান


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::পাইকগাছায় এবার আবাসনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই নারী পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্থ সুফিয়া বিবি ও খালেদা বেগমকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ দুই নারীকে সহায়তার চেক প্রদান করেন সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, যুবলীগনেতা আকরামুল ইসলাম ও সিএ কৃষ্ণপদ মন্ডল। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাত ৯ টার দিকে গড়ইখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন গাংরখী আবাসনের বাসিন্দা সুফিয়া বিবি ও খালেদা বেগমের দুটি বসতঘর ও বসতঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

Friday, 31 March 2023

পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত


পাইকগাছা অফিস::পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহণ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, পঞ্চানন সরকার, লুৎফর রহমান, নাহার ইসলাম, ঐশী আক্তার লিমা, কওসার আলী মোড়ল, রোজী সিদ্দকিী, হাসনা খাতুন সুমাইয়া, ফারজানা আক্তার ময়না, মো: আকতার হোসেন, জি এম লিয়াকত আলী, দেবাশীষ সাধু সহ অনেকে।

Monday, 27 March 2023

 পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
 পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা অফিস::পাইকগাছায় খাদ্য দ্রব্যের মুল্য তালিকা না টানানোর কারণে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা মোতাবেক আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন। রমজান কে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে পাইকগাছা পৌর সদরে তরমুজ, পোল্ট্রি, মোদিখানা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অমান্য করার অপরাধে চারটি ব্যবস্যা প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতে এটা রক্ষা করতে বাধ্য করা হবে। উপস্থিত ছিলেন, পেশকার শারাফাত হোসেন, এসআই অমিত ও বেঞ্চসহকারী আরিফুল ইসলাম খান সহ সঙ্গীয় ফোর্স।

Thursday, 23 March 2023

 মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে

মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে

মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে
 মাহে রমজানের ঠিক আগমুহূর্তে অসহায় মানুষের পাশেদাঁড়িয়েছে 


মোঃ খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার::পাইকগাছা (খুলনা) থেকে, খুলনার পাইকগাছায়  আলমতলা গ্ৰামের মরহুম আলহাজ্ব শাহজাহান আলী সানার স্বরণে অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস।এ মাসে প্রতিদিন প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ফরজ করা হয়েছে। এ মাস ইবাদতের বসন্ত।এ মাসে ইবাদতের সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়।রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলার কসম! মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি।চলমান পরিস্থিতিতে বেশির ভাগ মানুষই বিপাকে আছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্তরা পরিবারের ব্যয়ভার বহন নিয়ে ভীষণ চিন্তায় আছে। কিন্তু এ রকম পরিস্থিতিতেও যদি নিজেরা একটু মিতব্যয়ী হয়ে অন্যদের সহযোগিতা করা যায়, তাহলে আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাওয়া যাবে।  

বুধবার সকালে মরহুমের নিজ বাসভবনে মরহুমের ছেলেরা প্রথম দিনে ৩০ টি পরিবারের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি চাউলসহ ২৪ টি  খাদ্য পণ্য প্রদান করেন। যার মুল্য ৪ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন তার ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম খোকন সানা ছেলে মাসুদ সানা,মামুন সানা ও দীনার সানা । এসময় মাসুদ সানা জানান,প্রতি বছর আমরা এটা নিয়মিত করে আসছি। ১ মাসের জন্য প্রতি পরিবারকে এটা দেয়া হয় তার পিতার স্বরণে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এটা করে থাকি। আমরা আরও অনেক পরিবারকে এটা দেয়া হবে। তা ছাড়া আমাদের রিজিকদাতা একমাত্র আল্লাহ, তাঁর ওপর ভরসা করে যদি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে তিনি আমাদের রিজিকেও বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই আসুন, পবিত্র রমজানে আমরা সকলে ব্যয় ও খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের পাশে দাঁড়াই, হয়তোমহান আল্লাহ এর উসিলায় আমাদের সবাইকে ক্ষমা_করে দেবেন।

Monday, 13 March 2023

 পাইকগাছায় ৩০০ পিস ইয়াবাসহ দু' যুবক গ্রেপ্তার

পাইকগাছায় ৩০০ পিস ইয়াবাসহ দু' যুবক গ্রেপ্তার

 পাইকগাছায় ৩০০ পিস ইয়াবাসহ দু' যুবক গ্রেপ্তার

পাইকগাছায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় গাইন ও ইব্রাহীম গাজী নামে দু'যুবককে আটক করেছে পুলিশ। হৃদয় উপজেলার গড়ইখালী গ্রামের বাবু গাইনের ছেলে ও হব্রাহীম একই গ্রামের মঈদুল গাজীর ছেলে।  

রবিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে পৌরসভার শিববাটি ব্রীজের অপরপ্রান্তে শ্মরনখালী মোড় থেকে থানা পুলিশের এসআই সুকান্ত কর্মকার, এএসআই মঞ্জুরুল সঙ্গীয় ফোর্স নিয়ে  ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে দু'জনকে আটক করেন। ইন্সপেক্টর ( তদন্ত) মো রফিকুল ইসলাম ইয়াবাসহ  দু'জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Sunday, 22 January 2023

 পাইকগাছার দেলুটিতে ভাংচুর অগ্নিসংযোগ ও মারপিঠের অভিযোগে থানায় এজাহার

পাইকগাছার দেলুটিতে ভাংচুর অগ্নিসংযোগ ও মারপিঠের অভিযোগে থানায় এজাহার


স্নেহেন্দু বিকাশ::পাইকগাছার দেলুটি'তে গভীর রাতে অগ্নিসংযোগ ও ঘেরা-বেড়া ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ২২ জানুয়ারী কালীনগর গ্রামের মৃতঃ চিত্তরঞ্জন হালদারের ছেলে অখিল হালদারের বাড়ীতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। 

মারপিটে আহত  অখিল কুমার হালদার জানান,জমা-জমি নিয়ে স্থানীয় সমারেশ হালদার ও হরিনখোলার শিবপদ কবিরাজ গংদের সাথে বিরোধ চলে আসছিল। তিনি অভিযোগ করেণ ২২ জানুঃ রাত ১ টার দিকে  পুর্বশত্রুতার জেরে সমারেশ হালদার ও শিবপদ কবিরাজ, সৈয়দখালীর শহিদুল শেখ গংরা বহিরাগত লোকজন নিয়ে আমার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে ঘেরা-বেড়া ভাংচুর করতে থাকে। 

এ সময় বাঁধা দিলে দুর্বৃত্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামল চালিয়ে আমাকে বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় পরিবারের সদস্যরা ঠেকাতে এগিয়ে এলেও তারাও রেহাই পাইনি। ঘটনার সময় উঠানের ধান তছরুপ হয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিযে এলে দুর্বৃত্তরা ক্ষয়ক্ষতি করে খড়ের গাদায় আগুন দিয়ে চলে যায়।  খবর পেযে ঐ রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তবে  এ সম্পর্কে জানতে চাইলে রাতের ব্যাপার বলে স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তি তাৎক্ষনিক ভাবে কোন মন্তব্য চাভনি। এ বিষয়ে থানায় এজাহার দাখিলের কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পুলিশী তদন্ত সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Thursday, 12 January 2023

 পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল শিশু সাব্বির'র

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল শিশু সাব্বির'র

 পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় এবার প্রাণ গেল শিশু সাব্বির'র💬

পাইকগাছা অফিস ::পাইকগাছায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছে না। গত ৩১ জানুয়ারি পাইকগাছা উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে ইট বোঝাই ট্রলির চাপায় প্রাণ গিয়েছিল ৩ বছরের শিশু কন্যা জান্নাতুলের। এবার সড়কে বেপরোয়া গতির নছিমন চাপায় সাব্বির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,  বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়নের পার বয়ারঝাপায় আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন তার দাদির সাথে চারবান্দা বাজার থেকে ফিরবার পথে হাজী দৌলত গাজীর বাড়ির সামনে পৌঁছালে। 

পিচের রাস্তা পার হবার সময় বেকারীর পণ্য বোঝাই দ্রুত গতির নছিমন তাকে চাপা দেয়। গুরুতর  অবস্থায় তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ মৃত্যু ঘোষনা করেন। স্থানীয়রা  নছিমন জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। মৃত সাব্বিরের দাদা নজরুল গাজী বলেন, ১২ জানুয়ারী  বিকেলে সোলাদানা বাজার থেকে  আমার স্ত্রীর ও সাব্বির ইজিবাইক যোগে এসে বাড়ীর সামনে নেমে পিচের রাস্তা পার হচ্ছিল। 

এমন সময় দ্রুত গতির নছিমন চাপা দিলে সাব্বির গুরুতর ভাবে আহত হয়। দ্রুত  তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনি থানায় অস্বাভাবিক ম‌ত্যুর অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য  খুমেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে

Tuesday, 27 December 2022

পাইকগাছার রাড়ুলী, লস্কর ও সোলাদানা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তুহিন

পাইকগাছার রাড়ুলী, লস্কর ও সোলাদানা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান তুহিন


পাইকগাছা অফিস: পাইকগাছায় "কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট" ও "লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংকের" উদ্যোগে উপজেলার রাড়ুলী, লস্কর ও সোলাদানা  ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের ৮০ জন, দুপুরে  লস্কর ইউনিয়নের লস্কর, লস্কর হাটে ও কড়ুলিয়া গ্রামে এবং বিকালে সোলাদানা ইউনিয়নের পাইকগাছা গ্রামে ১৫০ জন 

দুঃস্থ্, অসহায়, বৃদ্ধ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সেক্রেটারি কেএম আরিফুজ্জামান তুহিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রমজান আলী সরদার ও জি এম তাজ উদ্দিন, তেজেন মন্ডল, প্রশান্ত মন্ডল, সেলিম মালী, দিনারুল ইসলাম, সালামুন হোসেন, মাবিউর রহমান কাদের ও বাসুদেব সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । 



Friday, 16 December 2022

 পাইকগাছায় সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা, মামলাটি ওসিকে এজাহারের নির্দেশ

পাইকগাছায় সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা, মামলাটি ওসিকে এজাহারের নির্দেশ


পাইকগাছা অফিস:পাইকগাছায় সাংবাদিক আলাউদ্দীন রাজা কে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে ৫ জন কে আসামী করে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি পাইকগাছা থানাকে এজহার হিসেবে গণ্য করার আদেশ দিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল গ্রামের মৃত আঃ রউফ নায়েবের পুত্র আলাউদ্দীন রাজা দীর্ঘদিন জাতীয় দৈনিক দেশের কন্ঠ ও ও আঞ্চলিক দৈনিক প্রজন্ম একাত্তর পত্রিকায় পাইকগাছা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছে। যে কারণে তার এলাকায় একটি গোষ্ঠীর গাত্রদাহ চলে আসছে।

 আলাউদ্দীন রাজা প্রতিদিনের ন্যায় পেশাগত কাজে ৪/১১/২২ তারিখ সকালে পাইকগাছায় আসার পথে  নিছার সরদার, মোস্তাক সরদার, জহুরা খাতুন সহ ৫ জন আলাউদ্দীন রাজা কে পথ গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা করে পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তার ডান পায়ের হাঁটু এক্সরে করতে বলেন। এক্সরে করার পর তার পা ফ্র্যাকচার 

 হয়েছে বলে রিপোর্ট আসে। তার পর অর্থপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। এসব বিষয়ে সাংবাদিক আলাউদ্দীন রাজা ১৬/১১/২২ তারিখে পাইকগাছা থানায় এজাহার দায়ের করলে অজ্ঞাত কারণে মামলা টি এজাহারভুক্ত হয়নি। 

এ বিষয়ে সাংবাদিক আলাউদ্দীন রাজা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। অবশেষে বৃহস্পতিবার আলাউদ্দীন রাজা বাদী হয়ে নিছার সরদার কে ১ নং আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে ওসি পাইকগাছা থানাকে নির্দেশ দিয়েছেন বলে আইনজীবী এড. এফ এম এ রাজ্জাক জানিয়েছেন।

Sunday, 11 December 2022

 পাইকগাছায় কেটলির গরম জলে ঝলশে গেছে দিনমজুর পরাণের শরীর

পাইকগাছায় কেটলির গরম জলে ঝলশে গেছে দিনমজুর পরাণের শরীর

 পাইকগাছায় কেটলির গরম জলে ঝলশে গেছে দিনমজুর পরাণের শরীর

পাইকগাছা অফিস :পাইকগাছায় চা দোকানদারের ছুঁড়ে মারা কেতলির গরম পানিতে  খরিদ্দার পরান সাধু (৪৩) এর  মুখ মন্ডল ও শরীরের একাংশ ঝলছে গেছে। সে পেশায় একজন দিন মজুর। 

এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৮ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাঁধুখাঁ পাড়ার সার্বজনীন পূজা মন্দিরের পিছনে সুদাম দাশের চায়ের দোকানে। 

খবর পেয়ে ঐ রাতেই থানা পুলিশ ঘটনাস্থল গেলে সংবাদ পেয়ে অভিযুক্ত সুদাম গা ঢাকা দেয়। আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মৃতঃ দুলাল সাধুর ছেলে পরান সাধু রাত ৮ টার দিকে চা পান শেষে দোকানদারের নিকট একটি পান চান। দোকানদার আরও চা বানতে ব্যস্ত থাকায় দেরি হচ্ছে দেখে সে দোকানদারের  লুঙ্গি ধরে টান দিয়ে পানের কথা বলে। এ অপরাধে এঘটনা ঘটায়। 

থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

Sunday, 6 November 2022

 পাইকগাছায় কয়রা সিমান্তে মন্দির উদ্বোধন

পাইকগাছায় কয়রা সিমান্তে মন্দির উদ্বোধন

পাইকগাছায় কয়রা সিমান্তে মন্দির উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা কয়রার সিদ্ধান্তে চন্ডিপুরে প্রনব মঠ(মন্দির)উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাড়ে দশ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আইনজীবী গোবিন্দ চন্দ্র পরামানিক (ভার্চুয়ালি) ওই মন্দ্রির উদ্বোধন করেন। 

এ সময়  উপস্থিত ছিলেন, ফরিদপুর ভাঙ্গা প্রণব মঠ সেবাশ্রমের মহারাজ স্বামী বিশ্বপ্রাণানন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক সুশান্ত কুন্ড, পাইকগাছা হিন্দু মহাজোটের সভাপতি শিবু প্রসাদ সরকার, সম্পাদক রবিন্দ্র নাথ কর্মকার, সহ-সভাপতি প্রজিৎ কুমার রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রশান্ত সরকার, প্রভাষক বিধান চন্দ্র হালদার, ভবতোষ কুমার রপ্তান, ভবতোষ কুমার বিশ্বাস, কনক চন্দ্র সরকার, শংকর কুমার শাহা, তুষার কান্তি সরকার, চিকিৎসক সাধন কুমার বিশ্বাস, বিশ্বজিৎ সিংহ, বিধান হালদার, দেবপ্রসাদ, অজিত ঢালী, বিবেক মন্ডল, দেব্রত তফফদার প্রমুখ।

Tuesday, 4 October 2022

 শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কপিলমুনি কেয়া ডায়াগনস্টিক সেন্টারে সৌজন্যে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কপিলমুনি কেয়া ডায়াগনস্টিক সেন্টারে সৌজন্যে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কপিলমুনি কেয়া ডায়াগনস্টিক সেন্টারে সৌজন্যে বস্ত্র বিতরণ

পাইকগাছার লতা ইউনিয়নের শামুকপোতা দূর্গা উৎসব উপলক্ষে কপিলমুনি কেয়া ডায়াগনষ্টিক সেন্টারের সৌজন্য বস্ত্র বিতরণ করা হয়।বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালীপদ বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মদন মোহন মন্ডল,আজিজ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রাণ কৃষ্ণ মন্ডল, হাসান সরদার, সদানন্দ মন্ডল, যুবলীগ নেতা মৃগাঙ্ক বিশ্বাস , সঞ্জয় রায়,পলাশ বাছাড়, উত্তম মন্ডল,রাজু সানা, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল মিসেস বিনতা বিশ্বাস ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার, জয় খাঁ মন্দিরের সকল ভক্ত বৃন্দ সহ এলাকাবাসী।

Tuesday, 28 June 2022

পাইকগাছায় কৃষকদের বিনামূল্যে বীজ,রাসায়নিক সার বিতরণ এবং অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষকদের বিনামূল্যে বীজ,রাসায়নিক সার বিতরণ এবং অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষকদের বিনামূল্যে বীজ,রাসায়নিক সার বিতরণ এবং অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত

মাজাহারুল ইসলাম মিথুন,পাইকগাছা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা এবং ২০২১-২২ অর্থবছরে রোপা আমন চাষাবাদে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।পাইকগাছা উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এসময় বক্তব্য করেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, জিয়াদুল ইসলাম জিয়া ও আব্দুস সালাম কেরু, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক মোঃ আলাউদ্দিন রাজা, কৃষক কার্তিক চন্দ্র রায়।এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃশাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, সিরাজ উদ্দীন মোড়ল, সাধক ঢালী, ডল্টন রায়, দেবদাস রায়, মোঃ মিজানুর রহমান, শেখ তোফায়েল আহমেদ, আফজাল হোসেন, অমিকা অধিকারী, মোঃ মফিজুর রহমান সহ কৃষকেরা উপস্থিত ছিলেন।

Wednesday, 2 March 2022

 পাইকগাছায় ৩টি পরিবারের বন্ধ পথ নিরসনকল্পে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী অফিসার মমতাজ বেগম

পাইকগাছায় ৩টি পরিবারের বন্ধ পথ নিরসনকল্পে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী অফিসার মমতাজ বেগম

পাইকগাছায় ৩টি পরিবারের বন্ধ পথ নিরসনকল্পে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী অফিসার মমতাজ বেগম

পি,সি,মন্ডল, পাইকগাছা।।পাইকগাছার গড়ইখালীতে মঙ্গলবার বিকালে ৩টি পরিবারের বন্ধ পথের সমস্যা নিরসন কল্পে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময়ে উপস্থিত ছিলেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, মাষ্টার হাফিজুর রহমান, সৌরভ হোসেন।

উল্লেখ্য, পাইকগাছায় বাড়ী থেকে বের হওয়ার পথ না থাকায় ৩টি পরিবার ৪ বছর অবরুদ্ধ হয়ে পড়ছে। মসজিদে যেতে পারেনা বৃদ্ধ,বিদ্যালয়ে যেতে না পারায় ছেলে-মেয়েদের লেখা পড়া বন্ধের উপক্রম। 

 উপজেলার গড়ইখালী ইউনিয়নে ইউনুস শেখ (৭০) হোগলার চক গ্রামে ৩ টি পরিবারের ৯ জন সদস্য নিয়ে ৬০ বছর ধরে বসবাস করছেন। যাতায়াতের জন্য একটা ঘরোয়া পথ ছিল। নিজেদের মধ্যে দ্বন্ধের কারণে ৪ বছর আগে বন্ধ করে দেন প্রতিবেশী শহিদুল ইসলাম ঢালীরা। সে থেকে ইউনুছ শেখের পরিবারটি এক প্রকার অবরুদ্ধ। ফলে পরিবারটি অন্যের জমি ও আইলের উপর দিয়ে যাতায়ত করছেন। বৃদ্ধ ও শিশুরা বাড়ী থেকে বের হতে পারছে না। 

বৃদ্ধ ইউনুছ শেখ বলেন, দীর্ঘদিন তিনি মসজিদে নামাজ পড়তে পারছেন না। ছেলে মেয়েদের লেখা পড়া বন্ধ হয়ে গেছে।  এব্যাপরে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বিষয়টি নিস্পত্তি করার জন্য চেষ্টা চালিয়ে প্রতিকার না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বিষয়টি অবহিত করলে তিনি নিস্পত্তি করার জন্য  অবরুদ্ধ পরিবারের বাড়ীতে যান।  উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি, সার্ভিয়ারকে সরকারী জমি সহ অন্যান্য জমি পরিমাপের নির্দেশনা দিয়েছি। জমি মাপান পর দ্রুত বিষয়টি নিস্পত্তি হয়ে যাবে।

Friday, 25 February 2022

 করোনা  হলে যা   খাবেন

করোনা হলে যা খাবেন

করোনা  হলে যা যা  খাবেন

আমেনা জান্নাত নিপা:দুই বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের সাথে আমাদের বসবাস। এ পর্যন্ত এই ভাইরাস সংক্রমণে মারা গেছেন বহু মানুষ । করোনার সব শেষ ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। এর লক্ষণ যাই হোক, করোনাকে পরাজিত করে বেঁচে থাকতে বাড়াতে হবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা।সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে তা সম্ভব।

শর্করার চাহিদা:করোনা সংক্রমণ হলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় বলে কিছুই খেতে ভালো লাগে না। এ সময় রোগীকে কম করে হলেও একটু একটু খেতে হবে। ডায়বেটিস রোগী থেকে সবাই শর্করা জাতীয় খাবারের প্রতি খেয়াল রাখুন। ডায়াবেটিস আছে আবার করোনা আক্রান্তও হয়েছে, এমন রোগীর রক্তে শর্করার অভাব দেখা দিলে ‘হাইপারগ্লাইসেমিয়া’ হতে পারে। তাই ভাত, রুটি কম খেলে ও প্রচুর শাকসবজি খাদ্য তালিকায় রাখুন। এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে।

আমিষের চাহিদা:আক্রান্ত ব্যক্তির প্রোটিনের চাহিদা তুলনামূলক বাড়াতে এ সময় প্রথম শ্রেণির প্রোটিন অর্থাৎ ডিম, মাছ, মাংস বেশি বেশি খেতে হবে। কিডনি জটিলতা না থাকলে প্রতিদিন ১০০-১৬০ গ্রাম প্রোটিন খান। এছাড়া পনির, দুধ, দই ও খেতে পারেন।

বেশি তেল নয়:যতটুকু সম্ভব স্বাভাবিক তেলের ব্যবহার  করুন। অতিরিক্ত তেলে রান্না করা বা অতিরিক্ত ভাঁজা-পোড়া খাবার মোটেই খাবেন না।

পটাশিয়াম•  করোনা হলে পুষ্টির ঘাটতি দেখা দেয়। এ সমসয় রোগীর মানসিক প্রশান্তির জন্য পটাশিয়াম খুব দরকার। বিভিন্ন ফল যেমন : ডাব, কলা, সবুজ শাকসবজি, তেল বীজ, বাদাম ইত্যাদি থেকে পটাশিয়াম মিলবে।

ক্যালসিয়াম•  করোনা সংক্রমণ হলে একসময় রোগীর দেহে মারাত্বক ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। তাই খাবারে ডেইরি প্রোডাক্ট অবশ্যই রাখুন। এছাড়া আয়রণ, জিংক, ভিটামিন সি, ভিটামিন ডি ইত্যাদি মিলিয়ে খাদ্যতালিকা তৈরি করুন।

ফলমুল •  জ্বর থাকলে পানির চাহিদা বাড়তে থাকে, তাই শরীরকে হাইড্রেট রাখতে হবে। এ সময় বেশি পানি পান করতে ভালো লাগে না। তাই ভিন্নতা আনতে প্রচুর তাজা ফল, ফলের রস, ডাবের পানি পান করুন।

  জ্বরের কারণে মুখের তিতা ভাব দূর করতে সাইট্রাস জাতীয় ফল যেমন লেবু, মালটা, কমলা বা এগুলোর জুস খান।

•  বিভিন্ন ড্রাই ফ্রুটস বা শুকনো ফল খেতে পারে। এগুলো শক্তি বাড়ায় ও শরীরকে হাইড্রেট রাখে।

উপকারী কিছু হারবাল •  করোনায় ফুসফুসের সংক্রমণ খুবই সাধারণ। এ থেকে রক্ষা পেতে সমপরিমাণ আদার রস, লেবুর রস ও মধু মিশিয়ে দুই বেলা দুই চামচ করে খেলে উপকার পাবেন। এসব খেতে ভালো না লাগলে লাল চায়ের সাথেও মিশিয়ে খেতে পারেন।

•  খেতে পারেন গোল্ডেন মিল্ক। হলুদের প্রধান উপাদান কারকিউমিনকে পুরোপুরি কাজে লাগাতে পারে দুধ ও গোলমরিচ। অন্য কোন কিছুর সাথে মিশিয়ে খেলে কারকিউমিন এতোটা শোষিত হয় না৷  ভালো না লাগলে কাঁচা হলুদ টুকরো খেয়ে নিন।

•  অ্যান্টিঅক্সিডেন্টের আঁধার হলো গরম মসলা। এগুলো দিয়ে লাল__চা করে পান করুন। সাথে পুদিনা, তুলশি পাতা ও মধু মেশালে মিলবে বাড়তি কিছু।

অস্বাস্থ্যকর খাবার নয়:বর্জন করুন সব ধরনের কার্বনেটেড ড্রিংকস, ভাঁজা-পোড়া, সিগারেট, জর্দা,__-তামাক, ঠান্ডা খাবার, আইসক্রিম, অতিরিক্ত চিনি জাতীয় খাবার, দুধ চা বা দুধ কফি ইত্যাদি।

লেখক : পুষ্টিবিদ, ল্যাবজোন স্পেশালাইজড হসপিটাল, সাভার, ঢাকা।


Thursday, 17 February 2022

   ২৬ ফেব্রুয়ারি নিবন্ধন ছাড়াই  টিকা দেওয়া হবে ১ কোটি

২৬ ফেব্রুয়ারি নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে ১ কোটি

২৬ ফেব্রুয়ারি নিবন্ধন ছাড়াই  টিকা দেওয়া হবে ১ কোটি

আগামী ২৬ ফেব্রুয়ারি একটি বিশেষ ক্যাম্পাইন হাতে নিয়েছে সরকার। ওই দিন ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

আজ বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে  দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ২৬ ফেব্রুয়ারি ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় টিকার প্রথম ডোজ নিতে কোনো ধরনের নিবন্ধন বা জন্মসনদ এমনকি জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে না।