উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে ও উপজলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার,আঃ মান্নান গাজী, আ'লীগ নেতা শংকর দেবনাথ,নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও ২ লক্ষ টাকার সহয়তাপ্রাপ্ত ভারতে চিকিৎসাধীন পৌরসভার বাসিন্দা দেবব্রত রায়ের মেয়ে উর্মি রায় সহ অনেকে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন আওয়ামীগ লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস,পঞ্চানন সানা, বিভুতী ভুষন সানা,ইকবাল হোসেন খোকন,দিলীপ ঢালী, শাহিন সানা,সাযেদ আলী মোড়ল কালাই,মহিলা আ'লীগ নেত্রী শেখ জুলি,নাজমা কামাল,সুমাইয়া ইয়াসমিন লতা,যু্বলীগ নেতা এমএম আজিজুল হাকিম,বিশ্বজিৎ রায়,আঃ রাজ্জাক রাজু,আকরামুল ইসলাম,আমান সরদার,ইউপি সদস্য হাসানুজ্জামান, প্রভাষক বাবলুর রহমান,প্রসেন ঢালী,গৌতম রায়,মৃঙ্গাঙ্ক বিশ্বাস,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি,মানিক,রাছেল, নয়ন,সাব্বির,বিলাস সহ অনেকে।
0 coment rios: