Sunday, 28 November 2021

আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর- এমপি বাবু

 

The present government is determined to establish the rule of law - MP Babu

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশে আইনের শাসন বলতে কিছুই ছিলনা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান সহ পরবর্তী জামায়ত-বিএনপি জোট সরকার। 

এমপি বাবু বলেন, যে বঙ্গবন্ধু আমাদের জন্য একটি স্বাধীন ভ‚-খন্ড দিয়েছে, দিয়েছে একটি লাল-সবুজ পতাকা। যার জন্য এখনো আমরা স্বাধীনতার সু-বাতাস গ্রহণ করি, স্বাধীনভাবে সকল কাজ করি, সকল ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করি, বাংলা ভাষায় কথা বলি, সেই বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, কেউ বিচার চাইতে পারবে না, এমনও আইন করা হয়েছিল। যেটি ছিল বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের।

 তিনি বলেন, শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু হত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচার করার মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকারের সময়ে দেশের সকল মানুষ ন্যায় বিচার পাচ্ছে উল্লেখ করে এমপি বাবু বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা অগ্রণী ভ‚মিকা পালন করে থাকে। তবে কোন বিচার প্রার্থী ন্যায় বিচার থেকে বি ত না হয় এবং বিচারিক কাজে হয়রানী না হয় সেদিকে লক্ষ রাখার জন্য আইনজীবীদের প্রতি আহŸান জানান। 

তিনি শনিবার সন্ধ্যায় পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের পক্ষ থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে এমপি বাবু বলেন, জেলা শহর থেকে নির্বাচনী এলাকার দুটি উপজেলার দূরত্ব ১শ কিলোমিটারেরও বেশি। যার ফলে এলাকার সাধারণ মানুষের আইনীসেবা এবং বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তি হয়। বিষয়টি আইন মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর সহযোগিতায় নির্বাচনী এলাকার মানুষের বিচারিক সেবা দৌরগোড়ায় পৌছে দিতে যুগ্ম জেলা জজ আদালত স্থাপন এবং আইনজীবী সমিতির উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে। 

সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ সুকান্ত রায়ের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন, ওসি জিয়াউর রহমান, সিনিয়র আইনজীবী আলহাজ¦ জিএ সবুর, শেখ লোকমান হোসেন, কিশোরী মোহন মন্ডল ও শফিকুল ইসলাম কচি। অনুষ্ঠানে সমিতির সকল আইনজীবী উপস্থিত ছিলেন


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: