স্নেহেন্দু বিকাশ-পাইকগাছায় রবি মৌসুমে ১টি পৌরসভা সহ ১০ ইউপিতে ২ হাজার ২৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিট বীজ ধান বিতরণ করা হয়েছে। সরকারী ভাবে সরবরাহকৃত এসব ধানের মধ্যে রয়েছে এস,আই-১, এম,এস--১,ও এস,এল-৪ ( এইচ)। পুর্বের ন্যায় রবিবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কৃষক-কৃষানীরা লাইনে দাঁড়িয়ে ২ কেজি করে বিনামূল্যের এ বীজ ধানের প্যাকেট গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম,কৃষি সম্প্রসারন অফিসার প্রদীপ কুমার পোদ্দার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিজানুর রহমান,ডল্টন রায,আফজাল হোসেন,সাধক ঢালী, মিন্টু রায সহ অনেকে।
0 coment rios: