এই ওয়েবসাইটের মালিক সুপ্রভাত পাইকগাছা ডট কম (এখানে “আমরা”, “আমাদের”, “সাইট”,
“ওয়েবসাইট” “ সুপ্রভাত পাইকগাছা হিসেবে উল্লেখ্য)। সুপ্রভাত পাইকগাছা ডট কম ব্যবহার
করবার সময় আপনার দেয়া যে কোন তথ্য কি উপায়ে সংরক্ষিত হবে এবং সে সকল তথ্যের
গোপনীয়তা কিভাবে নিশ্চিত করা হবে সে সংক্রান্ত নীতিমালা এ অংশে প্রকাশিত
হয়েছে। এই নীতিমালা প্রয়োজনমাফিক যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন কিংবা
পরিমার্জনযোগ্য। সেক্ষেত্রে নীতিমালা সংক্রান্ত যে কোন হালনাগাদ তথ্য আমরা
ব্যবহারকারীদের দ্রুততম সময়ের মাঝে জানিয়ে থাকি।
আপনি চাইলে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই আমাদের ওয়েবসাইট ব্রাউজ
করে সীমিত পরিসরে এর সুবিধা উপভোগ করতে পারেন। তবে আপনাকে আপনার পছন্দসই
সার্ভিস দেবার জন্য আমরা কিছু কুকি সংগ্রহ এবং ব্যবহার করে থাকি। আমাদের
কুকি সংক্রান্ত নীতিমালা পরবর্তীতে উল্লেখ রয়েছে।
আপনার নিকট হতে সংগৃহীত তথ্য কারা জানতে পারে?
আপনার ব্যক্তিগত তথ্যাবলী (উদাহরণ স্বরূপ, আপনার নাম, ঠিকানা অথবা আপনার
দেয়া যে কোন তথ্য যা আপনাকে একজন ব্যক্তিসত্তা হিসেবে চিহ্নিত করে) আমরা
ছাড়াও আমাদের সাথে সংশ্লিষ্ট যে কোন নিউজ ,কোম্পানী জানতে এবং প্রসেস করতে পারে।
আমাদের ওয়েবসাইটে অনেক সময় অন্য কোন ওয়েবসাইটের লিংক (যেমনঃ ) দেয়া থাকতে
পারে যারা আমাদের ওয়েবসাইটে ভিজিটরদের তথ্য সংগ্রহ করতে পারে। এমন সকল নিউজ
কোম্পানীরই ডাটা প্রসেস করবার অনুমতি রয়েছে কিন্তু তা অবশ্যই সংগৃহীত হবে
এই নীতিমালার ভেতরে থেকেই।
সংগৃহীত তথ্য কি উদ্দেশ্যে ব্যবহৃত হবে?
আমাদের সার্ভিস ব্যবহারকারীদের আরও উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যেই সংগৃহীত
তথ্য ব্যবহৃত হয় । আপনার করা কোন অর্ডার গ্রহণ করতে, আপনার নিজের দ্বারা
কিংবা অথোরাইজড কোন লেনদেন সংক্রান্ত বিষয় প্রসেস করতে, সুপ্রভাত পাইকগাছা নতুন
কোন স্পেশাল অফার জানাতে কিংবা নতুন কোন মার্কেটিং তথ্য আপনার গোচরে আনতে
সংগৃহীত ডাটাসমূহ ব্যবহৃত হতে পারে।
তথ্য প্রকাশের নীতিমালা
আপনার ব্যক্তিগত তথ্য আমরা কোন তৃতীয় পক্ষের সাথে আদান-প্রদান করি না।
নীতিমালা অনুসারে আমাদের কাছ থেকে তথ্য কোন তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর
কিংবা প্রকাশ হওয়া খুবই অপ্রত্যাশিত। আপনার প্রদান করা ব্যক্তিগত তথ্যাবলি
নিরাপদ এবং গোপন রাখতে সুপ্রভাত পাইকগাছা বদ্ধপরিকর। আপনার তথ্য স্থানীয় প্রশাসন
এমনকি সরকারি দপ্তরের নিকটেও আমরা প্রকাশে বাধ্য নই যথাযথ আইনি নোটিশ এবং
বাধ্যবাধকতা ছাড়া।
তথ্যের নিরাপত্তা
আপনার ব্যক্তিগত তথ্যকে রক্ষা করবার জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা,
নীতিমালা এবং প্রযুক্তিগত পদক্ষেপ আমরা নেই এবং প্রতিনিয়ত আপডেটেড রাখি।
আপনার তথ্যের অননুমোদিত ব্যবহার কিংবা প্রকাশনা রোধের উদ্দেশ্যে আমরা
তথ্যকে যে কোন সম্পদের মতনই রক্ষা করি। তবে আমাদের সাথে সাথে আপনার দিক
থেকেও তথ্যের নিরাপত্তার দিকটি নিশ্চিত করা সমানভাবে জরুরী। নতুবা
সর্বাত্বক চেষ্টার পরেও আপনার ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা
করা সম্ভব নয়।
অ্যাক্সেস টু ইনফরমেশন
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার সম্পর্কে কোন
তথ্য সংগৃহীত হচ্ছে কিনা। সেজন্য আমাদের কন্টাক্ট পেইজে গিয়ে অ্যাডমিন
ডিপার্টমেন্ট বরাবর একটি মেইলই যথেস্ট। আর আমাদের কাছে সংরক্ষিত আপনার
সম্পর্কে যাবতীয় তথ্যের কপি পেতে চাইলে ২০ ডলার ফি পরিশোধ বাবদ আপনি তা
পেতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনার নিজস্ব পরিচয় প্রমাণের জন্য অনুরোধ করব।
সঠিক প্রমাণাদি ব্যতীত কোন প্রকার তথ্য প্রকাশিত হবে না।
ওয়ারেন্টিঃ দায়দায়িত্ব এবং সীমাবদ্ধতা
যদিও সর্বদা আমরা নির্ভুল তথ্য দেবার লক্ষ্যে কাজ করে চলেছি তবুও এই
ওয়েবসাইটে মাধ্যমে পাওয়া সকল তথ্য যে সবসময় শতভাগ নির্ভুল, সম্পুর্ণ এবং
হালনাগাদকৃত সে বিষয়ে আমরা কোন নিশ্চয়তা প্রদান করছি না।
এই ওয়েবসাইটের কন্টেন্ট কোন একক ব্যক্তিসাধারনের কথা চিন্তা করে নয় বরং
একটি সমষ্টিগত জনসাধারনের উদ্দেশ্যে রচিত। তাই কোন (নিউজ) ছবি অথবা লেখা প্রকাশিত করবার পূর্বে তা একজন ব্যক্তি হিসেবে আপনার জন্য যথাযথ কিনা তা
নিশ্চিত করা সম্পুর্ণ আপনার নিজস্ব দায়িত্ব।
যদিও আমরা সবসময়েই আমাদের ওয়েবসাইট সকলপ্রকার ভাইরাস এবং ফিশিং সফটওয়্যার
মুক্ত রাখবার চেষ্টায় বদ্ধপরিকর কিন্তু আপনার ব্যক্তিগত কম্পিউটারের
নিরাপত্তা সংক্রান্ত কোন দায়-দায়িত্ব সুপ্রভাত পাইকগাছা নেয় না। সুপ্রভাত পাইকগাছা থেকে
যে কোন প্রকার ছবি, ফাইল কিংবা ইনফরমেশন নামাবার পূর্বে আপনার কম্পিউটারের
নিরাপত্তা আপনি নিজেই নিশ্চিত করুন, এই হবে আমাদের পরামর্শ।
আমাদের এরূপ সতর্কবার্তার পরেও যদি কোন তৃতীয়পক্ষের মাধ্যমে আপনি যে কোন
প্রকার ক্ষতির সম্মুখীন হন তাহলে ’’ সুপ্রভাত পাইকগাছা””” কিংবা আমাদের কোন কর্মকর্তা
কিংবা আমাদের সাথে জড়িত কাউকেই দোষী সাবস্ত্য করা যাবে না।
এই ওয়েবসাইট থেকে অন্য কোন ওয়েবসাইটে আপনার করা লিংকের কারণে উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব কোনভাবেই সুপ্রভাত পাইকগাছা”নেবে না।
সম্মতিজ্ঞাপন
এই ওয়েবসাইট ব্যবহারকল্পে আপনি এই মর্মে সম্মতিজ্ঞাপন
করছেন যে উপরিউক্ত সকল নীতিমালা, শর্তাবলী এবং সতর্কবাণী আপনি সজ্ঞানে
পড়েছেন এবং মেনে নিচ্ছেন। উপরিউক্ত যে কোন একটি অংশের সাথে আপনার সামান্যতম
দ্বিমত থাকলেও এই মুহুর্তে ওয়েবসাইট ত্যাগ করাই হবে সর্বউত্তম।
আমাদের এই গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা অথবা ব্যক্তিগত তথ্য
প্রক্রিয়াজাতকরণ নিয়ে যে কোন প্রশ্নের জন্য আমাদের লিখতে পারেন। সেজন্য
আপনাকে যেতে হবে আমাদের কন্টাক্ট পেইজে এবং যোগাযোগ করতে হবে অ্যাডমিন
ডিপার্টমেন্টের সঙ্গে। আর যদি আপনি চান এখন থেকে আপনার আর কোন তথ্য আমরা
সংগ্রহ না করি, তাহলে আমাদেরকে মেইল করুন সেই একই পেজ থেকে। মেইলের
সাবজেক্ট হিসেবে উল্লেখ করুন Unsubscribe এই কথাটি।
0 coment rios: