কপিরাইট নীতিমালা

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে  লেখা  ছবির কপিরাইট নিয়ে মুশকিলে পড়ছেন অনেক পেশার মানুষজন।  

অর্থাৎ যার  লেখা ছবি তার অনুমতি ছাড়াই ব্যবহার ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। আর এতে করে সবচেয়ে হুমকির মুখে রয়েছেন রির্পোটাররা । ছাপা হওয়া অথবা ফেইসবুকে শেয়ার করা, ছবি অন্য কেউ  আমাদের  অনুমতি ছাড়া ব্যবহার করবেন না ।

এ ধরণের ঘটনায় শাস্তির ব্যবস্থা আছে?

বিশেষ করে ফেসবুক বা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যায় কিন্তু বাণিজ্যিক কাজে ব্যবহার করলে ধরা পড়ে যায়।

"ছবি চুরি হয় , নানা রকম ভাবে নিয়ে যায়। ব্যক্তিগত ব্যবহার করলে সেটি ধরাও যায়না"।

কিন্তু অনুমতি ছাড়া কেউ ছবির বাণিজ্যিক ব্যবহার করলে ছবির যা মূল্য তার তিনগুণ অর্থ দিতে হবে।

"ধরুন আপনার একটি ছবির মূল্য দশ হাজার টাকা আর অনুমতি ছাড়া ব্যবহারের জন্য জরিমানা এবং ক্রেডিট লাইন না দেয়ার আরেকটি জরিমানা- এ তিনগুণ অর্থ দিতে হবে"। আর আমাদের ছবি ব্যাবহার করতে পারবেন আমাদের লিংক দিয়ে । ধন্যবাদ সবাইকে.......।

 

0 coment rios: