Monday, 11 October 2021

পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে সরকারী ও ব্যক্তিগত অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংসদ- বাবু-suprovatpaikgachha.com

পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে সরকারী ও   ব্যক্তিগত অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংসদ- বাবু


স্নেহেন্দু বিকাশ--খুলনা-৬ (পাইকগাছা-কয়র)' র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বাঙালী সনাতন ধর্মাবম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বলেছেন, অ-সাম্প্রদায়িক চেতনা নিয়ে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধুর সারাজীবনের লালিত স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য তাঁর কন্যা শেখ হাসিনা'র সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দুর্গা পূজা উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পুজাউদযাপন পরিষদ আয়েজিত সরকারী ও এমপির ব্যক্তিগত অর্থ বিতরনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভুমি) মোঃ শাহরিয়ার হক,ওসি জিয়াউর রহমান,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরদার,নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, আব্দুস ছালাম কেরু। বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে প্রানকৃষ্ণ দাশ,মুরারি মোহন সরকার,কৃষ্ণ পদ মন্ডল,নির্মল মন্ডল,  বাবু রাম মন্ডল, সুকৃতি মোহন সরকার,স্নেহেন্দু বিকাশ, বি,সরকার,তৃপ্তি রঞ্জন সেন,শংকর দেবনাথ, সুভাষ রায়,পিযুষ কুমার সাধু,রনজিত কুমার দে,দ্বীজেন মন্ডল,চিত্তরঞ্জন মন্ডল, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা শরত মন্ডল, রাজেশ মন্ডল, খুকুমণি, মানবেন্দ্র নাথ মন্ডল, ত্রিনাথ বাছাড়,রাম প্রসাদ সানা,ছাত্র লীগ নেতা পার্থপ্রতিম চক্রবর্তী,রায়হান পারভেজ রনি,নয়ন,মওদুদ সহ অনেকে। আলোচনা শেষে এমপি বাবু ও নেতৃবৃন্দ ১৪৯ টি পুজা মন্দিরের অনুকূলে অর্থ বিতরন করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: