দেশ প্রতিবেদকঃ পাইকগাছায় প্রধান শিক্ষককে মারপিট করে জখমের ঘটনার থানায় অভিযোগ হয়েছে। আহতের ছেলে সৌমেন সরকার বাদী হয়ে মরপিটে জড়িত খড়িয়া মিনহাজ চকের দেবব্রত সরদার ও কনিকা দম্পতি ও লেবুবনিয়া চকের রাজিব মিস্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। ইউনিয়ন বিট পুলিশের এসআই আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতার কথা জানিয়েছেন। এদিকে প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র সরকারের পরিবার আশঙ্কা করছেন, প্রতিপক্ষ দেবব্রত ( খোকন) সরদারের পরিবার নারী নির্যাতনের কথিত অভিযোগ দিয়ে এ ঘটনা ভিন্ন খাতে নেওয়ার পাঁয়তারা করছেন।
জানাগেছে, গত ৭ আক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে লস্কর ইউপির খড়িয়া ৯৩ নং মিনাজচক সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র সরকার স্কুলে পৌছান। এর পর পরই পুর্ব শত্রুতার জের ধরে স্থানীয় দেবব্রত সরদার কনিকা দম্পতি স্কুলের সামনে রাস্তার উপর হুমকি ও গালিগালাজ করতে থাকলে প্রধান শিক্ষক স্কুল থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করলে দু' পক্ষই তর্কে জড়িয়ে পড়েন। এ পর্যায়ে প্রতিপক্ষদের কিল-ঘুষি ও মারপিটে প্রধান শিক্ষককের বুক ও বাম কান জখম হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
0 coment rios: