Thursday, 28 October 2021

পাইকগাছায় গ্রাহক সেবায় পল্লীবিদ্যৎ এর ফেজবুক লাইভ আসর-suprovatpaikgachha.com


suprovatpaikgachha.com


গ্রাহকসেবাই পল্লীবিদ্যৎ এর ফেজবুক লাইভ আসর অনুষ্ঠিত হবে ৩১নভেম্বর। এ উপলক্ষ্যে রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ আসরে সরাসরি যুক্ত থাকবেন খুলনা জেলা পল্লী বিদ্যৎ সমিতির অন্তর্গত পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী। 

এসময় পাইকগাছা জোনাল অফিসের ফেজবুক পেজের ওয়ালে এসে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ লাইভে যুক্ত হয়ে গ্রাহক পর্যায়ের পল্লীবিদ্যৎ এর সম-সাময়িক নানাবিধ সমস্যামূলক প্রশ্নের সরাসরি উত্তর পওয়া যাবে। 

পাশাপাশি পল্লী বিদ্যৎ সম্পর্কে মতামত জানানোর সুযোগ রয়েছে। মূলত বরাবরের মতো এবারোও লাইভে সেবা গ্রহিতা ও অংশীজনদের অবহিতকরণ প্রতিপাদ্য এঅনুষ্ঠানের মূল বিষয়বস্তু। 

উল্লেখ্য, ২৭অক্টোবর পাইকগাছা জোনাল অফিস, খুলনা পল্লী বিদ্যৎ সমিতির মনোগ্রাম সম্বলিত প্যাডে ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী স্বাক্ষরিত একটি প্রেসনোটের মাধ্যমে পল্লীবিদ্যৎ এর সংশ্লিষ্ট দপ্তর, পাইকগাছা উপজেলার প্রশাসনিক দপ্তর ও ব্যবসায়িক দপ্তরসহ সকলের অবগতির জন্য প্রেরণ করেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: