নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পোলিও দিবস-২০২১ উপলক্ষ্যে রোটারী বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটির আহবানে রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা এবং রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র এর উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
সাতক্ষীরা এবং রোটার্যাক্ট ক্লাব অব রয়েল সাতক্ষীরা’র এর উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত |
রবিবার (২৪ অক্টোবর) সকালে শহরের চায়না বাংলা শপিং এর সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালীর নেতৃত্ব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তারেকুজ্জামান খান। এসময় আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি মাহাবুব আলম রানা, আইপিপি কামরুজ্জামান বুলু, ট্রেজারার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পিপি আসাদুজ্জামান, রোটারিয়ান আব্দুর সোহবান, জোসনা দত্ত, নূরুল হক, শফিউল্লাহ রাজু, রোটার্যাক্ট প্রেসিডেন্ট আতিকুজ্জামান আপন,
চার্টার প্রেসিডেন্ট ও আইপিপি আরিফুজ্জামান আপন, প্রেসিডেন্ট ইলেক্ট শিরিন আক্তার, জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, ক্লাব সার্বিস ডাইরেক্টর তরিকুল ইসলাম অন্তর, রোটার্যাক্ট সোহানুর রহমান, মোস্তাকিম রহমান সোহান, গোলাম হোসেন, তারিশা তাছনিম, শাহাতাজ সৌমি, প্রান্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, পোলিও নির্মূলে বিশ্বব্যাপী রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দরিদ্রদের স্বাস্থ্যসেবা এবং বিশ্বকে পোলিও মুক্ত করতে রোটারির অবদান সবচেয়ে বেশি। নিরক্ষরতা দূরীকরণ, মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ উন্নয়নসহ নানা কর্মসূচিও পালন করছে রোটারিয়ানরা।
0 coment rios: