শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গড়বে... এমপি বাবু |
পাইকগাছা -কয়রার সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়। এ জন্য সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এমপি বাবু বলেন, সরকারের নানামূখী পদক্ষেপে শিক্ষার হার ও মান বাড়লেও করোনাকালীন সময়ে সারা বিশে^র ন্যায় দেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। যদিও করোনাকালীন সময়ে অনলাইন পাঠদান সহ সরকার নানা ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, বর্তমানে নির্বাচনী এলাকার দু’উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এলাকার কৃতি শিক্ষার্থীরা এখন বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তি এবং চাকুরির গুরুত্বপূর্ণ পদে সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পুথিগত শিক্ষা গ্রহণ করলে হবে না, বাহিৃক জ্ঞান অর্জন করতে হবে। লেখাপড়ার মাঝে সততা ও নিষ্ঠা থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে।
এমপি বাবু আরো বলেন, তরুণ প্রজন্মের শিক্ষার্থীরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীতে উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভ‚মিকা রাখবে। তিনি বলেন, ফেসবুক সামাজিক অবক্ষয়ের অন্যতম একটি কারণ হয়ে দাড়িয়েছে। এ জন্য শিক্ষার্থীদের সতর্কতার সহিত ফেসবুক ব্যবহার করতে হবে। নারীরা এখন সমাজের প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে এমপি বাবু বলেন, নারী শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ প্রয়োজন।
তিনি সোমবার সকালে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মুশফেকা হুমায়ুন কবির পিন্টু, আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য শওকত হাওলাদার, যুবলীগনেতা আকরামুল ইসলাম, গৌতম রায়, শফিকুল ইসলাম, ছাত্রলীগনেতা মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, শিক্ষার্থী তিশা সরকার, কোহিনুর আক্তার, মুনিরা ফারজানা ও সায়মা জান্নাত। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক মুনছুর আহম্মেদ। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও এমপি পতিœ শারমিন আক্তার এর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
0 coment rios: