কয়রা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য পদে হাছা হাড্ডি লড়াই হতে পারে। নির্বাচনে চেয়ারম্যান ঘ্রার্থীদের প্রচার প্রচারনা না থাকলেও বসে নেই সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীরা।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচন করা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচন গােলযোগের কারণে বন্ধ ঘোষণা করা হয়। যার কারনে গেজেট প্রকাশ না হওয়ায় শপথ নিতে পারিনি চেয়ারম্যান সহ অন্য ওয়ার্ডের নির্বাচিত সদস্যরা।সম্প্রতি নির্বাচন কমিশন আগামী ৩০ নভেম্বর বন্ধ ঘােষিত ৭ নং ওয়ার্ডের নির্বাচনের তফশিল ঘােষনা করেছে।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করেন এর মধ্যে ৮ টি ওয়ার্ডে নৌকা প্রতীক নিয়ে এসএম বাহারুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৬৮৭ ভােট। চশমা প্রতীক নিয়ে মােঃ রবিউল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভােট, আনারস প্রতীক নিয়ে মােহা
হুমায়ুন কবির পেয়েছেন ২ হা||র ১৫৮ ভােট ও ঘোড়া প্রতীক নিযে ইমতিয়াজ উদ্দিন পেয়েছে ১ হাজার ১০৪ ভোট। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিযে এসএম বাহারুল ইসলাম নিকটতম প্রার্থীর চেয়ে ৩ হাজার ১৫৮ ভােটে এগিয়ে আছেন।
অপরদিকে বন্ধ ঘােষিত ৭ নং ওয়ার্ডের ৪ নং কযরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভােট রয়েছে ৪ হাজার ৪৭২৭ টি। এর মধ্যে ভােট গােল হতে। পারে ২ থেকে আড়াই হাজার ধারনা এলাকাবাসীর। যার মধ্যে নৌকা পেতে পারেন ২ হাজারের উর্কে। সে (ক্ষত্রে নৌকার বিয সুনিশ্চিত। যে কারনে চেয়ারম্যান নিয়ে মাথা ব্যাথার কারন না থাকলেও তুমুল প্রতিদ্বন্ধিতা করছেন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।
সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৫ জন প্রার্থী এর মধ্যে বর্তমান ইউপি সদস্য এসএম লুৎফর রহমান তালা প্রতীক ,মােঃ মােশারফ হােসেন আপেল প্রতীক,মােঃ মাল হােসেন মােড়ল ফুটবল প্রতীক, আলহাজ্ব রুহুল আমিন টিউবওযেল ও মােঃ আবু মুসা সানা মােরগ প্রতীক নিয়ে। ইতিমধ্যে আবু মুসা সানা বর্তমান ইউপি সদস্যকে সমর্থন দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে দিল যতােই গড়াচ্ছে আপেল ও তালা প্রতীকের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে এস এম বাহারুল ইসলাম অনেক ভােটে এগিয়ে থাকার কারণে আগ্রহ না থাকলেও ইউপি সদস্যদের মধ্যে তুমুল প্রভিন্দগ্ধিতা হচ্ছে।
৭ নং ওয়ার্ডের জনসাধারণের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনে এসএম লুৎফর রহমানের ভালা প্রতীকের সাথে প্রতিদ্ধন্ধিতা হবে মােঃ মােশারফ হােসেনের আপেল প্রতীকের।
এ ব্যাপারে অনেক ভােটে এগিয়ে থাকা নৌকা প্রতীকের প্রার্থী এসএম বাহারুল ইসলাম বলেন, উক্ত ওয়ার্ডে যে ভােট গােল হবে তার মধ্যে সবদ্যে ভােট পেয়ে আমি বিজয়ী হবাে।
উপজেলা নির্বাচন অফিসার মােঃ হযরত আলী বলেন ,নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: