মোঃ আসাদুল ইসলাম : -আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা।
হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শেখ রাসেল কাপ হাডুডু খেলার আয়োজন করা হয়। বুধবার বিকালে, হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরাইকাটী একাদশ ৫০:৩৭ পয়েন্ট পেয়ে মঠবাটি একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে, বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
পুরাইকাটী জাগরনী সংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন, মীর আনোয়ার এলাহী, হারুন অর রশীদ হিরু, আবু হাসান, খোরশেদুজ্জামান, মোবারেক গাজী, নাজমা বেগম, খুকুমনি প্রমুখ।
এহাডুডু ফাইনাল খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ইউনিয়ন জুড়ে। দুপুর থেকেই উৎসুক হাজার হাজার জনতা ভীড় করতে থাকেন খেলার মাঠে।
0 coment rios: