পিসিমন্ডল, পাইকগাছা।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, রত্নগর্ভা, শ্রদ্ধেয় শেখ রাজিয়া নাসের চাচী আম্মা'র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দেলুটি ইউনিয়নের দারুনমল্লিক হরিণখোলায় দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা দীনেশ চন্দ্র রায়, সুকৃতি মোহন সরকার, নলিনাক্ষ নাথ বৈদ্য, এ্যাড.পিযুষ কান্তি সরকার, তরুন কান্তি সরকার, বনমালী রায়, সুকান্তি সরকার, সুশান্ত রায়,
নিশীত মজুমদার, বাসুদেব কবিরাজ, জহিরুদ্দীন শেখ, শেখ মোহম্মদ আলী, হাফেজ জিয়াউর রহমান, বদিয়ার শেখ, হামজারুল শেখ, বারিক শেখ, শহিদুল শেখ, জাহাঙ্গীর সরদার, জলিল শিকারী, মোস্তাকিন শেখ, ইমদদাদুল শেখ, মাছুম গাজী, উজ্জ্বল শেখ, রেজয়ান শিকারী, মিন্টু শেখ, তানিয়া সুলতানা, ব্রজেন সরকার, শিবু সরকার, সুবীর মন্ডল, প্রশান্ত রায়, শ্রীকৃষ্ণ রপ্তান, বিশ্বজিত মজুমদার, প্রদীপ গোলদার, তম্নয় মজুমদার, সুজন সরকার, দেলোয়ার গাজী, শুক্লা মজুমদার, কনিকা সরকার, ফরিদা পারভিন, রেক্সনা বেগম, রাশিদা বেগম, কৌশিক মন্ডল, কৃষ্ণ সরদার, বৃহস্পতি রায়, মুকেশ রায়, ঈশান রায়, শেখর রায়, খায়রুল, অনুপম গোলদার, শিমুল মন্ডল সহ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ঈমাম মাওলানা রফিকুজ্জামান।
0 coment rios: