Friday, 12 November 2021

খুলনার প্রাণিসম্পদের প্রান্তিক খামারীদের নিয়ে দলগঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Group formation workshop was held with marginal livestock farmers of Khulna


 প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক খামারীদের নিয়ে প্রাণিসম্পদ উৎপাদনকারী দল গঠন করা হচ্ছে। সমবায়ের ভিত্তিতে গঠিত এই প্রান্তিক দলে থাকবে ২০ থেকে ৪০ জন প্রান্তিক খামারী, যাদের একটি বড় অংশ আসবে নারীদের মধ্য থেকে। এ সংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালা আজ (বৃহস্পতিবার) খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ ভবনে অনুষ্ঠিত হয়।

 খুলনা বিভাগের সকল জেলা প্রাণিসম্পদ অফিসার এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসারদের নিয়ে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে এলডিডিপি প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবোল বোস মনি।

 প্রধান অতিথি বলেন, মানুুষের খাদ্যভাসে পরিবর্তন এসেছে। আমিষের চাহিদা দিনদিন বাড়ছে, ক্রমবর্ধমান এ চাহিদা পূরণে প্রান্তিক পর্যায়ে উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। তিনি  দল গঠনের ক্ষেত্রে প্রকৃত খামারীদের অন্তর্ভূক্ত করার পরামর্শ প্রদান করেন। 

 এলডিডিপি এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম। এলডিডিপি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের প্রধান কারিগরী সমন্বয়ক মোঃ গোলাম রব্বানী। দল গঠন বিষয়ে উপস্থাপনা করেন এফএও এর জাতীয় পরামর্শক খান শহীদুল হক। এছাড়া এফএও এর টিম লিডার  জুলিয়াস মুছেমি (ঔঁষরঁং গঁপযবসর) এলডিডিপি প্রকল্পে এফএওর কারিগরী সহায়তা বিষয়ে উপস্থাপন করেন। স্বাগত জানান এফএওর জাতীয় প্রাণিস্বাস্থ্য বিশেষজ্ঞ এ,কে,এম,মোস্তফা আনেোয়ারর। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ বিভাগ, খুলনার পরিচালক সুখেন্দু শেখর গায়েন। 
=০০০=
মঈন/সুলতান/২০২১/

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: