Saturday, 20 November 2021

দেলুটিতে বঙ্গবন্ধু'র শেখ হাসিনা'র নৌকায় হায়েনা'র থাবা!!! মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা

দেলুটিতে বঙ্গবন্ধু'র শেখ হাসিনা'র নৌকায় হায়েনা'র থাবা!!!  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা


 পিসিমন্ডল, পাইকগাছা।। পাইকগাছায় ৪নং দেলুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে প্রশ্নবিদ্ধ করতে  ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি মালমার প্রতিবাদে 

দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী অঙ্গ সংগঠন সমূহ, নৌকার নির্বাচন পরিচালনা পরিষদ ও ইউনিয়নবাসীর আয়োজনে

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২০সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ

নির্বাচনে পাইকগাছা উপজেলায় ৯টি ইউনিয়নে নির্বাচন কমিশন ও  প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। তারমধ্যে ৪নং  দেলুটি ইউনিয়ন অন্যতম। যাহা সবাই জানে। গেজেট ও প্রকাশিত। সেখানে  নির্বাচনে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনিত বঙ্গবন্ধু'র নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান

রিপন কুমার মন্ডলকে পুনঃরায়   বিপুল ভোটে নির্বাচিত করে এলাকাবাসী। সেই স্বচ্ছ নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে মামলা করা হয়েছে। দেলুটিতে শেখ হাসিনার নৌকার বিজয় ছিনিয়ে নিতে চায় কি একটা গোষ্ঠী? এটা কিসের ইঙ্গিত বহন করে দেলুটিবাসী জানতে চাই বলে জানান বক্তারা।  তারা আরো বলেন,




 চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর পিতা দীর্ঘদিন বলতে গেলে মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত এলাকায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনিও  গতবার নির্বাচিত হয়েছিলেন। বার বার প্রাকৃতিক বিপর্যয়ে

বিধ্বস্ত দেলুটিবাসীর পাশে বিপদেআপদে থেকেছেন। এলাকায় বর্তমান সরকারের সকল উন্নয়নে সহায়তা করেছেন। তারই প্রাপ্তিতে তিনি এবার ও জনগণের ভালবাসায় পুনরায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগকে আরো সু-সংগঠিত করতে তার অনেক অবদান রয়েছে। শান্তিপ্রিয় দেলুটিকে অশান্ত করতে কারা তৎপর? কিসের জন্য এটা করা হচ্ছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন  উপজেলা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ

 নেতৃবৃন্দদের নিকট। যারা দলের শৃঙ্খলা ভংগ করেছে, নৌকা প্রতীকের সাথে যে সকল নেতাকর্মী বেঈমানী করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দাবি করেন।শুক্রবার সকালে দেলুটির ফুলবাড়ী বাজারে

দেলুটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি  অনিল কুমার মল্লিকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান সমর কান্তি হালদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য  সুুকৃতি মোহন সরকার, এ্যাড.পিযুষ কান্তি সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীরেন্দ্র নাথ মল্লিক, নলিনাক্ষনাথ বৈদ্য, আবুল হোসেন গাজী, জাফরল্লাহ শেখ, তরুন কান্তি সরকার, কালিপদ মন্ডল, সুশান্ত রায়, রবীন্দ্রনাথ মন্ডল, নিশীত মজুমদার, বাসুদেব কবিরাজ, স্বপন বিশ্বাস,মধুসূদন মন্ডল, কৃষ্ণপদ চক্রবর্তী, রনধীর মন্ডল, ব্রজেন্দ্র কিশোর রায়, চিত্তরঞ্জন হালদার, সদানন্দ বিশ্বাস, শিবুপদ সরকার, সুকুমার টিকাদার, মনোরঞ্জন মহালদার, বিমল ঘোরামী, নিখিল গোলদার, সত্য সরকার, স্বপন রায়, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, রাম চন্দ্র টিকাদার, পলাশ রায়, বদিয়ার শেখ, মেরী রানী সরদার, বিনতা সরকার, লক্ষ্মী রানী সরকার, প্রীতিলতা ঢালী, যুবলীগ নেতা রামচন্দ্র টিকাদার, শেখ মোহাম্মদ আলী, ভোল্টন মন্ডল, দেবাশিষ মল্লিক, তন্ময় ঘোষ, বিশ্বজিত মজুমদার, নারায়ন রায়, প্রতুল সরদার, অসীম রায়, দীলিপ বৈরাগী, বিশ্বজিত মন্ডল হারু, নিতীশ সরদার, দিলীপ মন্ডল, বিবেক মন্ডল, উজ্জল মন্ডল,অতনু মন্ডল,গোতম মন্ডল, পঞ্চানন মন্ডল, তপন সরকার, শেখর মন্ডল, বিভূতি সরকার,পবন মন্ডল, আলমগীর মোড়ল, শ্যাম মন্ডল, রউপ গাজী, ইসমাইল শেখ, ধ্রুব মন্ডল, কৌশিক সরকার, উজ্জ্বল গাইন, শ্রীকৃষ্ণ রপ্তান, সবুজ রায়, সত্য সরকার, প্রদীপ গোলদার,নিতীশ রায়, অলোক ঘোষ, অশোক গোলদার, তরুন রায়, স্মৃতিশ রায়, সুকৃতি বিশ্বাস, সত্যেন রায়, রিপন রায়, লিটু টিকাদার, কনিকা সরকার, দিপংকর সরকার, তাপস মন্ডল, বারিক শেখ, তাপস বাওয়ালী প্রমুখ।

উল্লেখ্য ২০সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী দ্বিজেন্দ্র নাথ মন্ডল বাদী হয়ে নির্বাচনের দেড় মাস পর ঘোষিত ফলাফল বাতিলপূর্বক পুনঃ ভোট গণনার দাবিতে জেলা জজ আদালতে (নির্বাচনী ট্রাইব্যুনাল) মামলা দায়ের করেছেন। মামলায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার (তৎকালীন ইউএনও), প্রিজাইডিং অফিসার (উপজেলা সমাজসেবা অফিসার), সকল কেন্দ্রের সহকারী প্রিজাইডং অফিসার, নির্বাচিত চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী রিপন কুমার মন্ডল  ও পরাজিত ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ভোল্টন মন্ডল কে বিবাদী করা হয়েছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: