পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে গণ উন্নয়ন ফেডারেশন সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। ফেডারেশন সভাপতি কাকলী রানী সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের সেন্টার ম্যানেজার মাহফুজা সুলতানা।
উত্তরণ কর্মকর্তা বিলকিস খাতুনের স ালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ভ‚মি কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, উত্তরণের নাজমুল বাশার, ফেডারেশন সদস্য রাবেয়া, কল্পনা, বন্ধনা ও কাকলী দাশ।
0 coment rios: