মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : - খুলনার পাইকগাছায় হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্তদের উপস্থিতিতে পূর্ণ স্নানের মধ্যদিয়ে শ্রীশ্রী রাধাকৃষ্ণ রাস যাত্রা (রাস পূর্ণমা) পলিত হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছার পৌরসভার শিববাটী, কড়ুলিয়া, দেলুটি ও কাঠামারীতে রাশ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার ৬ টি মন্দ্রিরের উদ্যোগে শিবসা নদীর উপকুলে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এ পূজা ও পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়।
পাইকগাছার শিববাটী রাশ মেলায় সন্তোষ কুমার সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। মেলা উদ্বোধ করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন এ্যাড. অজিতত কুমার মন্ডল, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, মাহাবুবুর রহমান রজ্ঞু, কে এম আরিফুজ্জামান তুহিন, এস এম ইমদাদুল হক, এস এম তৈয়বুর রহমান, আসমা আহম্মদ, এম এম আজিজুল হাকিম। উপস্থিত ছিলেন এম মোসলেম উদ্দীন আহম্মেদ, জগদিশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, অনিতা মন্ডল, আসাদুজ্জামান আসাদ, বাবুরাম মন্ডল,। আয়োজক কমিটি জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এ বছরও রাশ মেলায় হাজার হাজার পূণ্যার্থীরা যোগে পূন্যস্ননের জন্য সমবেত হয়।
গত বছর যে সমস্ত ভক্তবৃন্দ মানত করেছিল তার ফল পাওয়ায় এ বছর তারা মানত পরিশোধ করেছে এবং এ বছরও বহু ভক্তবৃন্দ তাদের মনোবাসনা পূরনের জন্য মানত করেছেন বলে জানিয়েছেন।
0 coment rios: