Wednesday, 17 November 2021

পাইকগাছার লতায় প্রধানমন্ত্রীর চাচী শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত‍্যুবার্ষিকী পালিত।

The 1st death anniversary of the Prime Minister's aunt Sheikh Razia Nasser was celebrated at Paikgacha.



স্নেহেন্দু বিকাশ-পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদ ও আ,লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শেখ আবু নাসের এর সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছেন। মঙ্গলবার বিকেল শামুকপোতা বাজারে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিযন ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী হাওলাদার, আওয়ামীলীগ নেতা কালিপদ বিশ্বাস,আজিজ সরদার, আলমগীর খলিফা, মদনন মোহন মন্ডল, আনসার আলী মোড়ল, সদানন্দ মন্ডল, হাসান সরদার, জলিল বিশ্বাস, জগবন্ধু সরকার, বাকের কাগজী, ফারুক সরদার, দিলীপ দাশ, ভূধর মন্ডল, শুভঙ্কর রায়, ইউপি সদস্য পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, ফেরদৌস ঢালী,  মহিলা সংরক্ষিত সদস্য উপস্থিত ছিলেন রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, যুবলীগ নেতা, মৃগাঙ্ক বিশ্বাস , বাসার গাজী, হিরামন মন্ডল, মোঃ মিজান সানা, মোঃ শাহাবুদ্দিন, শাকিল কাগজী, ছাত্রলীগ নেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরকার, আলাউদ্দিন সানা, জয় খাঁ, সুকান্ত সানা, আরও উপস্থিত ছিলেন অন‍্যান‍্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-নেতৃবৃন্দ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: