ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত |
পিসিমন্ডল, পাইকগাছা।।পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন সহ সবকয়টি পদে তুষার প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। অভিভাবক সদস্য পদে বিজয়ী হলেন, মোঃ মোমিন গাজী (তালা) প্রতীকে ৩১৬ ভোট, আবু হানিফ গাজী ( ছাতা) ২৬৩ ভোট, তাছলিমুর রহমান ( ফুটবল) ২১৭ ভোট, মোঃ ওমর আলী ( টিউবওয়েল) ২০১ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সালমা বেগম (বই) প্রতীকে ৩৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে ৬১০ ভোটের মধ্যে ৪৫৫ জন ভোট প্রদান করেন। ইতোমধ্যে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মুজিবুর রহমান ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন, মোঃ হারুনর রশীদ, বাবর আলী ও সরস্বতী শীল । প্রধান শিক্ষক মোশারেফ হোসেন জানান, নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমী সুপার ভাইজার নুরে আলম সিদ্দীকি। স্কুল সভাপতি শেখ নাহিদুল হাসনাঈন মুরাদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুন্দর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু ভাবে সুসম্পন্ন করার জন্য নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের, সকল অভিভাবক সহ আইনশৃঙ্খলা বাহিনীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
0 coment rios: