পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ অবশেষে ৩দিন পর নিহত কলেজ ছাত্র আমিনুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কপোতাক্ষ নদ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পাইকগাছার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আমিনুর রহমান (১৭) কে রোববার রাত ৯টার দিকে গদাইপুর গ্রামের জিল্লুর সরদারের ছেলে ফয়সাল সরদার (২০) আগড়ঘাটা সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ নদে ভাসিয়ে দেয়। পরের দিন সোমবার এ ঘটনায় গদাইপুর গ্রামের জিল্লুর সরদারের ছেলে ফয়সালকে আটক করলে সে পুলিশের কাছে খুনের দায় স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।
0 coment rios: