খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন |
খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচীব জাবেদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন অভিষিক্ত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামিলীগ যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।বক্তব্য রাখেন ইকবাল হোসেন খোকন,নব নির্বাচিত সদস্য রীনা পারভীন,চম্মা বেগম, বিনতি বিশ্বাস,বাবলু সরদার,স্বপন রায়,মঙ্গল চন্দ্র মন্ডল,বিজন হাওলাদার,পুলকেশ রায়,আজিজুল বিশ্বাস,কুমারেশ মন্ডল, ফেরদাউস ঢালী ও শওকাত হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কালিপদ মন্ডল,মৃগঙ্গ বিশ্বস,সোহরব হোসেন,ও গোলক বিহারী মন্ডল। সহকারী ইউপি সচীব বীথিকা রানী দাসের পরিচালনা দাসের পরিচালনা অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে ফুলে ফুলে শিক্ত করেন ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক, পেশাজীবি সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। বিশাল মটর সাইকেল শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানে অনুষ্ঠান যোগ দেন হাজার মানুষ। অভিষেক শেষে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বররা দায়িত্ব গ্রহন করেন।
0 coment rios: