পি,সি, মন্ডল পাইকগাছাঃঃপাইকগাছার সোলাদানায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ের ৩য় বর্ষ ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে আনন্দ র্যালী শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকালে সোলাদানা বাজারে অনুষ্ঠিত সভায় পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অবৈধ কমিটি বিলুপ্তির দাবি জানাই নেতাকর্মীরা।
ছাত্রলীগনেতা রমজান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, রাশেদুজ্জামান রাসেল, শাহিনশাহ বাদশা, হুসাইন আহমেদ, রানা, অহিদুজ্জামান, তুহিন সরদার, বাবলু গাজী, আজমাইন আবরার জীম, রাসেল সরদার, আজিজুল ইসলাম, রসুল গাজী, মিরাজুল ইসলাম মিরাজ, নাজমুল হোসেন, মাহবুর রহমান, আকাশ, নুরমোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, তাজমীন সরদার, স্বাধীন, মাসুদ, মহাসিনুর সানা, অপু সরদার, সোহেল গাজী, শাহারিয়া, ইমন, বাহারুল, কাইয়ুম তারুল, আজহারুল, বায়জীদ, আলামীন, সবুজ, বাপ্পী সহ অনেকে৷
0 coment rios: