পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৩০ থেকে ৬০ বছরের মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্কিলিং কার্যক্রমের মূল্যায়ন পরিদর্শন করছেন জাতীয় জরায়ু মুখ ও ক্যান্সার স্কিনিং কার্যক্রম এবং ট্রেনিং সেবার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ দারাশিকো মোল্লা।
ইতিপূর্বে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে জরায়ু মুখ ও ক্যান্সার স্কিলিং কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষণ কার্যক্রমের মূল্যায়ন পরিদর্শন চলছে।
বুধবার উপজেলার শ্রীকন্ঠপুর, বাঁকা (ঘোষ পাড়া) বোরহানপুর, গদাইপুর, মামুদকাটী, দক্ষিণ সলুয়া কমিউটিনি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ দারাশিকো মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।
0 coment rios: