পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা ভ‚মিজ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনিমা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভ‚মিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত কুমার সাহ।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, রেখা রানী বিশ^াস, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ভ‚মিজ ফাউন্ডেশনের ম্যানেজার উজ্জ্বল চক্রবর্তী, প্রকল্প কর্মকর্তা দে অঞ্জনকুমার, মাঠ সংগঠক অর্জুন বিশ^াস, তারেক সরকার, বিলকিস আক্তার, রিনা দাশ।
0 coment rios: