পাইকগাছা:প্রতিনিধি ::পাইকগাছায় লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন গত ২ দিনে ইউনিয়নের চারটি ভেঙ্গে যাওয়া গেটের রাস্তা ইট বালী দিয়ে সংস্কার করেছেন।
পাইকগাছা আলমতলা ভায়া গড়ই খালী প্রধান সড়কের গেটের উপর রাস্তা ভেঙ্গে যায়। ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে রাস্তা ও গেট। ফলে জনদূর্ভোগ চরমে পৌছায়।
গত বুধবার দুপুরে ও বৃহষ্পতিবার বিকালে ইউনিয়নের আলমতলা, বানতলা, ও খড়িয়ার ভড়েঙ্গা চক ও মিনহাজ এলাকায়র ভেঙ্গে যাওয়া গেটের রাস্তা নিজ অর্থায়নে সংস্কারকরেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য অরবিন্দ কুমার মন্ডল ও শরিফুল ইসলাম লিটন সহ আরো অনেকে।
0 coment rios: