রফিকুল ইসলাম খান :লতা ইউনিয়নের পশ্চিম লতা শ্রী শ্রী কালি মন্দির প্রাঙ্গনে লতা যুব সংঘের আয়োজনে লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও সদস্য বৃন্দের সংবর্ধনা দেওয়া হয়েছে ।
বুধবার বিকেলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মঙ্গল চন্দ্র মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কালিপদ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা ভূধর বিশ্বাস, হাসান সরদার, দীলিপ রায়, বিকাশ সরকার, প্রাণ কৃষ্ণ মন্ডল, সদানন্দ মন্ডল, বিপুল বিশ্বাস, বিধান রায়, ইউপি সদস্য পুলকেশ রায়, বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন কুমার হালদার, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য উপস্থিত ছিলেন বিনতা বিশ্বাস, চম্পা বেগম, রীনা পারভীন, যুবনেতা বাসার গাজী, মৃগাঙ্ক বিশ্বাস, হিরামন মন্ডল, প্রসাদ মন্ডল, অনুপ সরকার, রাজীব রায়, মিজান সানা, রিপন সানা, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ কুমার মন্ডল, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, লিটন মন্ডল, অমৃত লাল সরকার, আলাউদ্দিন সানা, জয়ন্ত মন্ডল, বংকেশ মন্ডল ও স্থানীয় ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ সব হারানো মীম এবার ঘর পেল
0 coment rios: