নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল বলেছেন, ‘ছাত্রলীগ কারোও ব্যক্তিগত সম্পদ নয়, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রত্যেকটি ছাত্রলীগের নেতা কর্মীরা সক্রিয় ভ’মিকা রাখবে।’
আজ মঙ্গলবার পাইকগাছা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ তার ঢাকাস্থ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময়ে তিনি আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে অতন্দ্র প্রহরীর ভ’মিকা পালন করারও আহ্বান জানান। একই সাথে সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী ও সু-সংঘটিত করতে স্ব স্ব এলাকায় যেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের একজন কর্মী হওয়াও সৌভাগ্যের ব্যাপার। বর্তমানে যারা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল দেশ গঠনে ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে অগ্রনী ভ’মিকা পালন করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার নব নির্বাচিত সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারন সম্পাদক ফাইমিন সরদার ,পাইকগাছা পৌর ছাত্রলীগের সবাপতি আবির আক্তার আকাশ ও সাধারন সম্পাদক আরিফ আহম্মেদ জয়।
আরও পড়ুনঃ মাগুরায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
0 coment rios: