Monday, 27 December 2021

বিমান বানিয়ে সাফল্য পাইকগাছার রুহিনের

বিমান বানিয়ে সাফল্য পাইকগাছার রুহিনের


পাইকগাছা উপজেলার কেএম আসাদুজ্জামান রুহিন (৪৮) জার্মানির বার্লিনে বিমান তৈরি করে সাফল্য অর্জন করেছেন। তিনি ১৯৭৩ সালে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কাগজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কেএম অহিদুজ্জামান।

পরিবার সূত্রে জানা গেছে, রুহিন শিক্ষাজীবনে গ্রামের লক্ষীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং উপজেলার মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন।

পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীতে খুলনা সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হন। সেখান থেকে এসএসসিতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।


পরে তিনি কেএফ ইউনেস্কো এ্যারোনেটিক্স বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন এবং পড়াশুনা শেষ করেন। পরবর্তীতে তিনি জার্মানির বার্লিনে ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাডার, হেলিকপ্টার তৈরি করে সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি জার্মানির এয়ারবাস কোম্পানিতে চাকরি করছেন। তিনি দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন যেন আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারেন।পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘সাবেক চেয়ারম্যান কে এম অহিদুজ্জামানের ছেলে দীর্ঘদিন জার্মানিতে থেকে বিমান তৈরি করছে আমরা শুনেছি। বিমান তৈরিতে আমি তার সার্বিক উন্নতি কামনা করি।’

জার্মানির এয়ারবাস কোম্পানির এরোনেটিক ইঞ্জিনিয়ার রনজিত দাশ জানান, কে এম আসাদ এয়ারবাস বাণিজ্যিক হামবুর্গ জার্মানিতে কেবিন হাইড্রোলিক এবং যান্ত্রিক সিস্টেমের প্রধান। তিনি এয়ারবাস কোম্পানিতে বিমান তৈরি করে সাফল্য অর্জন করেছেন



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: