স্নেহেন্দু বিকাশ- হাজারো মানুষের উপস্থিতিতে শ্রীমা সারদা দেবীর ১৬৯ তম জন্ম তিথি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী পাইকগাছার আমিরপুর শ্রীমা সারদা আশ্রম ও দু' উপজেলা সিমান্তে হাতিয়ারডাঙ্গা শুড়িখালস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে নানা অনুষ্ঠান হয়েছে।
এ উপলক্ষে দু' স্থানে আয়োজিত অনুষ্ঠানে সমবেত প্রার্থনা, বিশেষ পূজা, ভজন সংগীত,মাতৃ সম্মেলন, কম্বল বিতরন, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্ম উৎসবে ধর্মীয় আলোচকবৃন্দ,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজরো নারী-পুরুষের আগমন ঘটে।
দুপুরে শুড়িখালীস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি-দেবব্রত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নারায়ন সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ড,চয়ন রায়,অধ্যক্ষ রাজীব বাছাড়,গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম,আব্দুস ছালাম কেরু,কয়রা ইউএও'র সহ-ধর্মিনী বিপাশা বিশ্বাস।
শিক্ষক মনতোষ কুমার সানার পরিচালনায় এ সভায় প্রধান আলোচক ছিলেন ব্রক্ষচারনী শ্রাবনী,উপস্থিত ছিলেন আযোজক কমিটির সম্পাদক পঙ্কজ কুমার সানা, শিক্ষক নীলিমা সরকার,সুচিত্রা হালদার, দীপঙ্কর সরকার,শংকরী মন্ডল সীমা রানী সহ জবতোষ মন্ডল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপর দিকে আমিরপুর শ্রীমা সারদা আশ্রমে দুইদিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আ: ছালাম কেরু সারদা আশ্রমের সভাপতি-অবঃ শিক্ষক অমলকৃষ্ণ রায়, সম্পাদক সুকুতি রায়,অধ্যক্ষ রাজীব বাছাড়,সাবেক অধ্যক্ষ হরপ্রসাদ মন্ডল,আয়োজক কমিটির ব্রক্ষচারনী শ্রাবনী, প্রনব কান্তি রায়,প্রমদ রায,শিক্ষক শেখর রায়,লক্ষীকান্ত সানা সহ অনেকে।
0 coment rios: