নিউজ ডেস্কঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় এক বধূ’র ৪ স্বামী। হ্যা এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রত্যেকেই এখন ঐ পুরুষ শিকারীর মহিলাকে নিজেদের স্ত্রী বলে দাবী করছেন।
সর্বশেষ স্বামী পাটকেলঘাটা বাজারের গোশত ব্যবসায়ী শমসের শেখ ঘটনার বিবরণে জানান, চলতি বছরের গত ৫ মাস আগে উপজেলার হাজরাপাড়া গ্রামের ওয়াজেদ আলীর কন্যা ২ সন্তানের জননী তসলিমা খাতুন এর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সে তার বাড়িতে গিয়ে সংসারের নামে নগদ ১ লক্ষ টাকা সহ সাংসারিক অনন্য ৫০ হাজার টাকার সামগ্রী নিয়ে গত ১০/১০/২০২১ ইং তারিখে একটি এফিডেভিট তালাকনামা প্রদান করেছে । যা বানানো বলেও দাবী করেছেন তিনি।
তথ্যানুসন্ধানে জানাগেছে, তসলিমার প্রথম স্বামী একই থানার বড়বিলা গ্রামের আরশাদ এর পুত্র শামছুর রহমান। সেখানেও তার ২ টি সন্তান আছে। যাঁদের বয়য় ছেলের (২২) মেয়ের (১০) বছর।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে, বরিশালের সম্রাট ও পাটকেলঘাটার সিদ্দীক হেলপারের স্ত্রী আবার ওই একই মহিলা তসলিমা বেগম।
এ ব্যাপারে সিদ্দীক হেলপারের সাথে যোগাযোগ করা হলে সে এ প্রতিনিধিকে তছলিমা তার স্ত্রী দাবী করেন।
এ ব্যাপারে তসলিমার সাথে যোগাযোগ করা হলে, তিনি কোন প্রকার কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে তসলিমার ছেলে তরিকুল ইসলাম (২২) এ প্রতিনিধিকে জানান, তার মায়ের সাথে তার বাবার তালাক হয়নি। তবে তালাক না দিয়েই শমসের এর সাথে বিয়ে হয়েছিল।
0 coment rios: