পি,সি,মন্ডলঃপাইকগাছায় অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাসের নির্মাণকাজ পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন। শনিবার বেলা সাড়ে ১২টার সময়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ বীর নিবাসের ছাদের ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও নির্বাহী অফিসার মমতাজ বেগম। পরিদর্শনকালে কর্মকর্তা বৃন্দ উপকারভোগীদের সঙ্গে কথা বলে নির্মাণকাজের অগ্রগতি জানতে চান। চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামে
বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ বলেন, পরিবারের সদস্যদের নিয়ে অভাব-অনটনের সংসার। ভালো ঘর বানাইয়া থাকার সামর্থ্য নেই আমাদের। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস বিল্ডিং তৈরি করে দিতেছেন। এর চেয়ে বড় খুশির খবর আর কিছুই হয় না।
জীবনে কল্পনা করিনি, পাকা ঘরে থাকব। ঘরের নির্মাণকাজ শেষ হলে পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে থাকতে পারব। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, চলতি অর্থবছরে সরকারি বরাদ্দ অনুযায়ী বীর নিবাসের প্রতিটি ঘরের জন্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার মোট ১২টি বীর নিবাস নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রশাসনের সার্বিক তত্ত¡াবধানে ঘর নির্মাণ করা হচ্ছে। কাজের গুণগত মানের প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না।
এ সময়ে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ অনেকে।
0 coment rios: