পূর্ণ চন্দ্র মন্ডল,পাইকগাছা ৷ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মো: আকতারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।
তারই নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যুবলীগকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের চক্রান্তকারীরা এখনও থেমে নেই, তারা দিন-রাত সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদ্গর করছে।
আর শেখ হাসিনার সরকার তা সহ্য করছে উদারতা দিয়ে। যুবলীগের নেতাকর্মীকে মনে রাখতে হবে, যুবলীগকে ভোগ-বিলাস , মাদক, সন্ত্রাসের জন্য সেদিন গঠন করা হয়নি ; তার একটি আদর্শ ছিল, আর সেটি হল যুবলীগের প্রতিটি কর্মীকে মানবিক মূল্যবোধ সম্পন্ন কর্মীতে পরিণত হতে হবে।
তবেই নতুন শক্তি নিয়ে জেগে উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় অনুষ্ঠিত যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু এসব কথা বলেন।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা সদস্য ও উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ আনিসুর রহমান মুক্ত৷
বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু , ভাইসচেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, যুবলীগ নেতা জগদীশ রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ,জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামিম আহসান, পঞ্চানন সানা, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা আরশাদ আলী বিশ্বাস , ডাঃ শংকর দেবনাথ শেখ আবুল কালাম আজাদ , আজিজুল হাকিম, আকরামূল ইসলাম, কেডি বাবু, শেখ শহীদ হোসেন, দীপঙ্কর মন্ডল, আব্দুস সাত্তার ,আব্দুর রাজ্জাক রাজু, আব্দুল হালিম ,নজরুল ইসলাম, তরিকুল ইসলাম ,মানবেন্দ্র মন্ডল, গৌতম রায় ,মৃগাঙ্গ বিশ্বাস ,বাবুলাল বিশ্বাস, মুজিবর ফকির, আলআমিন গাজী , রামচন্দ্র ঠিকাদার, অঞ্জন মন্ডল ,কালাই মোড়ল, হাসানুজ্জামান, প্রসেনজিৎ ঢালী, নজির আহমেদ ,আব্দুস সাত্তার ,জাকির হোসেন মোঃ রমজান আলী, রমজান আলী আনিস গাজী প্রসুন সানা, ছাত্রলীগের রনি সহ যুবলীগের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
0 coment rios: