খুলনার পাইকগাছার কাঠিপাড়া গ্রামের অসহায় হত-দরিদ্র দুস্ত-প্রতিবন্ধি পরিবারের ঘর বাঁধার উপকরণ ও এক মাসের খাদ্য সামগ্রী দিয়েছে "কেএফডি" গ্রুপ। উপজেলার লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের ব্যবস্থাপনায় এসব প্রদান করা হয়।
জার্মান প্রবাসী কেএফডি'র পরিচালক কেএম আসাদুজ্জামান বুধবার দুপুরে উপস্থিত থেকে প্রতিবন্ধী শাওন দাস(২০) ও গোপাল দাস(১৭)এর মা মজ্ঞু দাসের কাছে এসব হস্থান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সমীরণ সাধু,শংকর দেবনাথ যুবনেতা জগদীশ রায়,দীনার সানা ও সালামুন হোসেন।
0 coment rios: