পাইকগাছায় রোপা আমন বীজ উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌরসভার গোপালপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে।
কাউন্সিলর অহেদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়ের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রæবজ্যোতি সরকার, কাউন্সিলর আলাউদ্দিন গাজী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ।
বক্তব্য রাখেন কৃষক সবুর মোড়ল, শ্যামাপদ মন্ডল, নজরুল গোলদার, হারুন অর রশিদ, হাবিবুর রহমান ও নাসির গোলদার। অনুষ্ঠানে গোপালপুর রোপা আমন বীজ উৎপাদনকারী কৃষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানেকৃষি কর্মকর্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের দুরদর্শিতার কারনে দেশে কোন খাদ্য ঘাটতি নেই।আমাদের বিভিন্ন ফসলের উন্নত জাত আছে, প্রযুক্তি আছে, এখন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারলে ভবিষ্যতেও কখনো দেশে খাদ্য ঘাটতি হবে না।
কর্মকর্তারা বিএডিসি ও কোম্পানির বীজের উপর নির্ভর না করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহŸান জানান।
0 coment rios: