পি,সি, মন্ডলঃঃ পাইকগাছা রাড়ুলীতে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের ব্যানারে অবৈধ কমিটির বিলুপ্তর দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তা মোড়ে সাবেক রাড়ুলী ইউনিয়ন ছাত্রলীগনেতা আজমাইন আজাদ মুক্ত'র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগনেতা শাহারুজ্জামান আসিফ'র পরিচালনা এসময়ে উপস্থিত ছিলেন, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেল, মাহবুবুর রহমান নয়ন, শাহেন শাহ বাদশা, রহিম, অহেদুজ্জামান, হুসাইন আহমেদ রানা, শেখ সাব্বির হোসেন, ফুরকান, রসূল, শেখ সাকিবুল ইসলাম, আজিজুল আহমেদ, ওহিদুর, হাবিব,রাসেল, নাহিদ,মুন্না, রনি, পারভেজ, সবুজ ইসলাম, টফি,জয়, সাগর বিশ্বাস, রাসেল সরদার, মিজান,মাহবুর, শাহিন, সাগর, ফয়সাল, রবিউল, এনামুল, হাসান, শাহিনুর, শেখ সবুজ, সজীব, আপন, হাবিব, আয়ুব, ফিরোজ, মিঠু, আরাফাত, সৈকত, ফরাদ, ইকবাল, মাহমুদুল, রাশেদুল, নাহিদ, শাকিল, ফয়সাল আহমেদ, আকাশ, নুর মোহাম্মদ, সম্রাট, বাবু,মামুন, আল মামুন, নাফিস, মুন্না, রাসেল, রনি, আরাফাত, সুমন, খালিদ, রথিন, অপি, মাসুদ, স্বাধীন, আকাশ, ইমরান, প্লাবন প্রমূখ। এ সময় বক্তরা বলেন উপজেলা ও পৌর সভা শাখার কমিটি সম্মেলন ছাড়া রাতের আঁধারে অবৈধ বিএনপি জামাত মদদপুষ্ট, ছাত্রত্বহীনদের নিয়ে সদ্য যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটিকে বিলুপ্তি ঘোষনা করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নিকট দাবী জানান।
0 coment rios: