((মোঃ আব্দুল আজিজ,)) পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার বান্দিকাটী গ্রামের মৃত জহর আলী গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী (৩৮) এর সাথে প্রতিবেশী মৃত মান্দার আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী গংদের মধ্যে বসতবাড়ীর পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
রবিউল গাজীজানান, প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংরা সোমবার আমাদের বসতবাড়ীর জমি জোরপূর্বক ঘিরে নেয়। এরপর তাদের হাঁস-মুরগি দিয়ে আমাদের জমির ফসল ক্ষতি করে। এ নিয়ে আমার মায়ের সাথে তাদের বাকবিতন্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ তার দুই ছেলে ও তাদের লোকজন আমাদেরকে বেদম মারপিট করে। এতে আমি রবিউল ইসলাম, মা ছালেহা বিবি (৫৬), স্ত্রী ঝর্ণা বেগম (৩০) ও মেয়ে মারিয়াসুলতানা (১৪) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মারামারির পর মোহাম্মদ গংরা নিজেরাই ঘেরা ভেঙ্গে আমাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে বলে রবিউল ইসলামের পরিবার জানান। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আর পড়ুন
0 coment rios: