Sunday, 5 December 2021

খুব শীঘ্রই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট -বিদ্যুৎ সচিব

 

খুব শীঘ্রই উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্লান্ট -বিদ্যুৎ সচিব

তথ্যবিবরণীঃঃ খুব শীঘ্রই রামপাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ উৎপাদনে যাবে। আমরা আশা করছি আগামী মার্চ মাসেই এটি সম্ভব হবে। আজ (শনিবার) রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান এমনই আশাবাদ ব্যক্ত করেছেন।

 তিনি জানান, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও রামপাল পাওয়ার প্লান্টের নির্মাণ কাজ থেমে থাকেনি। দুই দেশের বন্ধুত্বের নিদর্শন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে রামপাল পাওয়ার প্লান্টের সার্বিক কর্মকান্ড সন্তোষজনক ভাবেই এগিয়ে যাচ্ছে।


 প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি অঞ্চলে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।

 এর আগে সকালে রামপাল পাওয়ার প্লান্টে পৌছে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান বিভিন্ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন। পরে প্রকল্প মুল্যায়ন সভায় অংশ নেন।


 এছাড়া বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড কর্তৃক পরিচালিত সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। বিকালে সচিব প্লান্ট চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করেন। 

 বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, বিউবো সদস্য মোঃ মাহবুবুর রহমান, পিজিসিবি লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  
আরও পড়ুনঃ   নিঁখোজ ব্যবসায়ী বিধান মন্ডলের সন্ধান মিলেছে  
       


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: